আদিরসাত্মক অণুগল্প সমগ্র by kamonagolpo - অধ্যায় ৯

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-38828-post-3445692.html#pid3445692

🕰️ Posted on July 2, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 398 words / 2 min read

Parent
জেগে আছো ? Daily Passenger আমি এখানে এক দক্ষিন ভারতীয় দম্পতির সাথে এপার্টমেন্ট শেয়ার করে থাকি । এরা কর্ণাটকের কুর্গের বাসিন্দা । কুর্গিরা নাকি খুব গোঁড়া হয়। নিজেদের গোষ্ঠির বাইরে এদের বিয়ের সম্বন্ধ করতে ঘোর অনীহা । পূর্বোল্লিখিত দাদা এবং বৌদির আলাপ এখানে পড়তে এসে । তারপর আলাপ, প্রেমালাপ , প্রলাপের চৌকাঠ ডিঙিয়ে দুই পরিবারের সম্মতিক্রমে চার হাত এক হওয়া , সবই চিত্রনাট্যের হিসেব অনুযায়ী হয়েছে মনে হয় । দাদা ব্যস্ত মানুষ । খুব ভোরে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানিয়ে অফিস যান । অফিস থেকে ফিরে এসে তিনি চটপট রান্নাঘরে ঢুকে পড়েন । সবজি কাটা , বাসন ধোয়া , রান্নাঘর পরিষ্কার করা , ফ্রিজ গোছানো , বাইরে ডাস্টবিন ব্যাগ ফেলে আসা - সব একা হাতে সামলান । এছাড়াও বৌদির প্রায়শই মাথা ধরে , ডাক্তারি পরিভাষায় তাকে বলে মাইগ্রেন । দাদার সেদিন বাড়তি কাজ । এক ঘন্টা ধরে সেদিন বৌদির মাথা এবং ঘাড়ে ম্যাসাজ করেন । আহা , বৌদি কি কোনো কাজ করেন না ? অবশ্যই করেন । বৌদির রোজনামচা একটু তুলে ধরা যাক । বৌদি দুপুর বেলা বারোটার সময় ঘুম থেকে ওঠেন । দাদার তৈরী করা ব্রেকফাস্টেই লাঞ্চ হয়ে যায় হয়ত । এখন পাঠক প্রশ্ন করতেই পারেন , বৌদির রোজনামচা আমি জানলাম কি করে ? হয় কি , মাঝে মাঝে শরীর ভালো না থাকলে আমি ঘর থেকেই কাজ করি । কোনদিনই দেখি নি বৌদি বারোটার আগে ঘুম থেকে উঠেছেন । সে যাক গে । বৌদি সাহেবী পরিভাষায় ব্রাঞ্চের পর আবার নিজ ঘরে ঢুকে যান , তারপর তার গতিবিধি আমার আর জানা হয় না । তবে হ্যা , বৌদি রান্না করেন । দাদা আনাজপত্তর কেটেকুটে দিয়ে , বাসন পত্তর সব মেজে দিয়ে রান্নাঘর ঝকঝকে তকতকে করে দেওয়ার পর বৌদি তারপর রান্না করে কিছুক্ষণের মধ্যে সুরেলা গলায় হাঁক পাড়েন , "লাভ , ডিনার ইজ রেডি । " (প্রসঙ্গত , দাদা বৌদি একে অপরকে লাভ বলেই সম্বোধন করেন । ) সে যাক গে, এছাড়াও বৌদি মাঝে মাঝে একটি কাজ করেন । আমি বরাবরের নিশাচর প্রাণী । রাত জাগা আমার বহুদিনের বদভ্যেস । এখানে এসেও সেই অভ্যাসের হেরফের ঘটে নি । খেয়াল করে দেখেছি , টাইম জোন বদলালেও আমার কোনো অসুবিধে হয় না । আমেরিকা বলুন , দক্ষিন আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং অবশ্যই নিজ জন্মভূমি , যেখানে ফেলে দিন , রাত আমি জাগবই । তা এখানেও জাগি । মাঝে মাঝে হয় কি , বেশ রাতে আমার রুমের দরজায় কেউ ঠোকা মারে । প্রথমে খুব আস্তে , তারপর আরেকটু জোরে । আমি সাড়া দিলেই বৌদি দরজার ওপার থেকে বলেন ," জেগে আছো ? "
Parent