অবৈধ আমন্ত্রণ --- virginia bulls - অধ্যায় ২৩

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-53545-post-5143098.html#pid5143098

🕰️ Posted on February 21, 2023 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 285 words / 1 min read

Parent
এই রাতের মত রাতের তামাশা শেষ হলেও হিমুর মনের ভিতরে গভীর গ্লানিতে ক্ষয় চলছেই ৷ দুদিন নিতে হয়নি হিমুকে ৷ এই অবৈধ আমন্ত্রণের পরিণতি সমাজে কেউ লিখে রাখে নি ৷ লিখে রেখেছে যত আবর্জনা , সন্মান, সৎ পথে বেছে থেকে চলার অমোঘ বিধান ৷ দ্রৌপদী বা পান্ডুর মা দের গল্পকে ধর্ম গ্রন্থ বলা যায় কিন্তু রেণু দেবীর সাথে হিমুর সম্পর্ককে অবৈধই বা ধরা হয় কেন ? তা কেউ জানে না ৷ আমরা নিয়ম মেনে সকাল সন্ধ্যে শুধু সমাজের নির্দেশ মেনে চলি ৷ আর তা আমাদের ভালো না খারাপ দিকে নিয়ে যায় তা জানি না ৷ ট্রেনটা বেশ স্পিড নিয়েছে ৷ কিছুই শোনা যাচ্ছে না ৷ তবুও পাশে বসা মোদক বাবু এক মনে শুনিয়ে চলেছেন তার একা হিমালয়ে ঘোরার অভিজ্ঞতা ৷ কোট্টায়াম পৌছতে এখনো ১২ ঘণ্টা লাগবে ৷ ওখানকার ভাষা বেশ কঠিন ৷ বাড়ি থেকে বেরোবার সময় দুটো খালি সই করে দিয়ে গেছে হিমাদ্রি স্ট্যাম্প পেপারে ৷ একটা চিঠি ছেড়ে এসেছে শুভ্রার নামে। "তোদের জীবনের প্রয়োজনের সঙ্গে সঙ্গতি রাখতে না পেরে নিজের জীবনে নতুন করে চলার শুরু ৷ এই শুরু একটা অভিশাপ মাথায় নিয়ে ৷ পারলে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসিস, তোকে দোষ দেব না, তবে মনে রাখিস তোর আর আমার বাবা এক ছিলেন ৷ তোর মাকে কিছু বলার ভাষা আমার নেই ৷ জ্ঞান দিয়ে আর কি বা হবে, বাড়িটা ছেড়ে গেলাম তোদের নামে ৷ আফসোস একটাই তোরা আমাকে তোদের চোখে আর তাকাবার মত পর্যায়ে রাখলি না ৷ জীবনের মানে ভোগ বা ত্যাগ নয় ৷ জীবনের মানে নিয়ন্ত্রণ করে চলা ৷ যারা বলে ভোগ কর তারা ভুল বলে আর যারা বলে ত্যাগ কর তারাও ভুল বলে, শুধু একটাই বিনতি শরীরে লাগা ময়লা ধুয়ে যাবে, কিন্তু মনের ময়লা ধোবে না ৷ তাই আমাকে ভুল বুঝে নিজের কষ্ট বাড়াস না, আমি যা করেছি তাতে আমি তৃপ্ত !" (শেষ)
Parent