Abar dekha hobe Virginia --- virginia_bulls - অধ্যায় ৩৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-42342-post-3941572.html#pid3941572

🕰️ Posted on November 10, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 331 words / 2 min read

Parent
আমার মুখের ভাবান্তর হলো না ।বাড়ি গিয়ে বিদিশা কে জানালাম যে আমি সফল হবার লক্ষ্যে । বিদিশা যেন আমার মনে কথা বোঝে । জিজ্ঞাসা করলো " দুজন কে কি এখানে এনেই তুলবে ? " আমি হেঁসে বললাম আপাতত তাই করি ! পরে ভাববো ঠিক কি করা যায় ।   যাবার সময় রশিদ ভাই কে বললাম ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরে যাবো ।তাই বেশি দেরি করা যাবে না । শেষে মেমোরি পৌঁছে গেলাম নিদ্দিষ্ট সময়ে ।যেহেতু নয়নার একান্ত ব্যক্তিগত সমস্যা সে জন্য এখুনি ইস্তিয়াক কে এর মধ্যে ঢোকালে ব্যাপারটা একটু কেচে যেতে পারে , তাই ওকে বললাম আশে পাশেই থাকতে । আমার দরকার বুঝে তাকে ডাকবো । বেলা পড়বে পড়বে করছে । সোজা ঢুকলাম নয়নার বাড়িতে । বাইরে কিছু বোঝা না গেলেও দেখলাম একজন যুবক গোছের আর বণিক বাবু বসে আছেন । সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আসছে নয়না আর কাজল পিসি । ঘর প্রায় খালি কাঠের আসবাব ছাড়া । দু তিনটে ডাউস মাপের বাক্স মেঝেতে ছড়ানো । মনে হয় তাতেই প্রয়োজনীয় জিনিস নিয়ে চম্পট দেবার প্ল্যান করছিলো । আমি: " কি হলো কি ব্যাপার , এসব কি ? ইনি কে ! কোথায় যাচ্ছ এতো লাগেজ নিয়ে ?" বণিক বাবুকে যেন আমি চিনি না । নয়না খানিকটা আমতা করলো ।কিছু উত্তরই খুঁজে পাচ্ছে না । কিন্তু সুর ধরলেন কাজল পিসি ! " না বাবা একটু ভুল হয়ে গেছে !" বণিক: ভুল হয়ে গেছে মানে ? অরে মশাই আমার এতো টাকা খেয়ে নিয়ে চম্পট দিচ্ছেন ! বলছেন ভুল হয়ে গেছে ? বণিক কে থামিয়ে বললাম " হ্যাঁ বলুন কি হয়েছে !" কাজল পিসি মুখ কাচু মাচু করে বললেন " না জানোই তো এনার কাছে জমি টা বন্ধক রাখা , নয়নার লোন নিয়েও শুনলাম কি সমস্যা রয়েছে ! এদিকে পাওনাদার রা তাগাদা করছে , তাই একটু দূরে আত্মীয়র বাড়িতে যেতে চাইছিলাম " কাজল পিসি এ সব একটু বেশি রকম গ্রাম বাংলার যাত্রা পালার মতো নাটক করে আমার পায়ে আছড়ে পড়লেন । মন টা ভোরে গেলো প্রশান্তি তে । " তুমি ছাড়া আমার কেউ নেই আমায় বাঁচাও , এ অপমান নিয়ে আমায় গলায় দড়ি দিতে হবে !"
Parent