অবচেতন ভালোবাসা - অধ্যায় ৩

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-26532-post-1968399.html#pid1968399

🕰️ Posted on May 19, 2020 by ✍️ eklasayan (Profile)

🏷️ Tags: None
📖 997 words / 5 min read

Parent
তৃতীয় পর্ব : হাজব্যান্ডের রাজ্যে সাতদিন পর.........  রজত ঘোষ সৌমিত্র দের কলকাতার ফ্ল্যাটে এসেছে | ঐশীর সবকিছু পৌঁছে দেওয়ার জন্যই এসেছে | এছাড়াও ঐশীর রোজকার ব্যবহার, চাহিদা, কি পছন্দ করে, কি পছন্দ করে না, সবকিছু সৌমিত্রকে বুঝিয়ে দেওয়ার জন্য, ওকে সচেতন করে রাখার জন্য | সৌমিত্র ঐশীর সব জিনিসগুলো নিজের ওয়ারড্রবে তুলে রাখে | এরপর জিজ্ঞেস করে.......  সৌমিত্র : আংকেল আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না | ঐশী কিভাবে ভাবছে যে আমি ওর হাজব্যান্ড !! আর ও শুধু আমাকেই মনে রেখেছে ??!!!  রজত : ওকে সৌমিত্র, আমিও সেম প্রশ্ন ডক্টরকে করেছিলাম | ডক্টর বললো যে, এই মুহূর্তে ঐশীর শুধুমাত্র অবচেতন মন কাজ করছে | ওর শুধু ওই ওর মায়ের ফোনে বলা তোমার কথা আর তোমাদের বিয়ের কথাই মনে আছে | সৌমিত্র : ওহ: আই সী !!! কিন্তু এটাও খুব অদ্ভুত না আংকেল ??!! তাহলে ও আন্টিকে কেন চিনতে পারছে না??!!!!  রজত : ডক্টর ও এই ব্যাপারটা নিয়ে চিন্তায় আছে | সৌমিত্র : আংকেল, আমার কিন্তু খুব ভয় হচ্ছে | রজত : ভয়ের কিছু নেই....... আমি জানি সৌমিত্র তুমি খুব ভালো করে এটা সামলে নিতে পারবে | সৌমিত্র : কিন্তু আংকেল...... আমি তোমাকে একটা কথা বলছি, আর আমি আশা করছি যে তুমি এটা বাবাকে বলবে না | আমি নিশ্চয়ই তোমার উপর ভরসা করতে পারি | আমার একজন গার্লফ্রেন্ড আছে | রজত : ওহহ আই সী..... এখন আমি বুঝতে পারছি কেন তুমি এত ভয় পাচ্ছো !! চিন্তা করো না, যদি কোনো সময় প্রয়োজন পড়ে আমি ওকে বুঝিয়ে বলবো | সৌমিত্র : থ্যাংকস আংকেল | তোমাকে আমার দরকার পড়তে পারে | রজত : তুমি আমাদের জন্য যেটা করছো আমি এতে সারাজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো | সৌমিত্র রজতকে জড়িয়ে ধরলো আর আশ্বস্ত করলো তাদের মেয়ের পুরো খেয়াল রাখবে | **************************** ঐশী সৌমিত্রর দিকে তাকিয়ে রয়েছে | সৌমিত্র : এ হচ্ছে রামুকাকা | তুমি ওকে এখন আমাদের ফ্যামিলির একজন মেম্বারই বলতে পারো | ঐশী : আমার ওনাকে কেন মনে পড়ছে না ??  সৌমিত্র : রিল্যাক্স ঐশী, এটা তোমার ওই অ্যাক্সিডেন্ট এর জন্য হতে পারে | (তোমার কিভাবে মনে পড়বে যেখানে তুমি ওকে প্রথমবার দেখছো, সৌমিত্র নিজের মনে বলতে থাকে)  ঐশী : ওকে, তাহলে এখন ?? সৌমিত্র : এখন কি ??!!  ঐশী : আমাকে কোলে তোলো !! আবার কি ??  সৌমিত্র : কি ??!! কোলে তুলবো ??!! কেন ??!!  ঐশী : আমি তোমার ওয়াইফ সুইটি | আর আমার এই সদ্য সদ্য অ্যাক্সিডেন্ট হয়েছে | আমি ভেবেছিলাম তুমি হয়ত এটা করতে ইমোশনাল হয়ে যাবে | না মানে, আমার মনে হয় প্রত্যেক হাজব্যান্ডই হয়ে যায় | সৌমিত্র : আমি অন্যরকম ঐশী | (এই বলেই ওকে পেছনে রেখে রুমে ঢুকে যায়)  ঐশী : আনরোমান্টিক ল্যাড গভর্নর | উমমম সৌমিত্র, আমাদের কতদিন হয়েছে বিয়ে হওয়া ??  সৌমিত্র ওর দিকে কনফিউজ হয়ে তাকিয়ে রইলো | কি বলবে বুঝতে পারছে না | আংকেল কিছু বলেছে কিনা ভাবতে লাগলো | তারপর বললো.......  সৌমিত্র : উমমম আমার মনে হয়...... আমার মনে হয় ১ বছর কমপ্লিট হতে যাচ্ছে | ঐশী : আমি জানতাম, আমি জানতাম, প্রত্যেক হাজব্যান্ডই তাদের অ্যানিভার্সারী মনে রাখতে পারে না | সৌমিত্র তুমিও........  সৌমিত্র : যাই হোক.......  ঐশী : কি যাই হোক ?? তোমাকে তো দেখে মনে হচ্ছে আমার প্রতি তোমার কোনো ইন্টারেস্টই নেই | আমি বলতে চাইছি, আমি এই সবেমাত্র হসপিটাল থেকে ফিরেছি, আর না কোনো আদর না কোনো কিছু ??!!  সৌমিত্র : আমি এরকমই ঐশী | সে তুমি আমাকে এরকম পছন্দ করো বা না করো | ঐশী : তুমি আগেও এরকম ছিলে নাকি ??!!  সৌমিত্র : আগেও মানে ??!!  ঐশী : হ্যাঁ, মানে আমার অ্যাক্সিডেন্টের আগে | সৌমিত্র : আমি জানি না | ঐশী : তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন ??!!  সৌমিত্র : আমি তোমাকে অ্যাভয়েড করছি না ঐশী | ঐশী : আমাদের বেডরুম কোথায় ??  সৌমিত্র বড় বড় চোখ করে বললো যে......  সৌমিত্র : বেডরুম ??  ঐশী : হ্যাঁ, আমি নিশ্চিত যে এই বাড়িতে আমাদের বেডরুম আছে, কি আছে তো ??  সৌমিত্র : হুমমম আমার আছে | ঐশী : উমমম হুমমম..... আমাদের আছে.... মি. দে | সৌমিত্র : কাকা, ওকে বেডরুমটা দেখিয়ে দেবে ??  ঐশী : কি ??!! তুমি তাহলে কি করবে এখন ??!!  সৌমিত্র : আমার কিছু দরকারি কাজ আছে | ঐশী : নিজের ওয়াইফের থেকেও বেশি দরকারি কি কাজ সৌমিত্র ??!!  সৌমিত্র : কিছু না | (মনে মনে ভাবতে থাকে, অনন্যা তোমাকে কল করতেও পারছি না | আজ আমাদের দেখা করার কথা ছিলো | তোমাকে এখন আমি কি বলবো !!!) ঐশী : এই যে, তুমি এরকম অদ্ভুত ব্যবহার কেন করছো সৌমিত্র ??!!  সৌমিত্র : এটা তোমার আমাকে তোমার হাজব্যান্ড বানানোর আগে ভাবা উচিত ছিলো | ঐশী : আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ হয়েছিল ??  সৌমিত্র কি উত্তর দেবে ভেবে না পেয়ে ওর দিকে তাকিয়ে রইলো | ঐশী : তুমি কি সবসময় এরকম অন্যমনস্ক হয়ে থাকো ??!!  সৌমিত্র : অ্যারেঞ্জ ম্যারেজ | ঐশী : ওহহ আচ্ছা..... আমি তোমার পছন্দ ছিলাম নাকি তোমার মা বাবার পছন্দ ছিলাম ??  সৌমিত্র ওর থেকে আরও প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য বললো........  সৌমিত্র : আমার যেটা পছন্দ নয় আমি সেটা করি না | ঐশী ওর কাছে এসে ওর গালে কিস করলো | সৌমিত্র লাফিয়ে পিছিয়ে গেলো | সৌমিত্র : কি করছো কি তুমি ??!!  ঐশী : তুমি এরকম করছো কেন ??!! আমি তোমাকে শুধু কিস করলাম হাবি..... আমি তোমাকে মার্ডার করছি না | সৌমিত্র মনে মনে (হায় ভগবান আমি এই ভয়টাই করছিলাম | আমি জানি এই মেয়েটা পুরো পাগল, আর এ যে কোনো কিছু করতে পারে)  ************************** ঐশী : ওয়াও কি সুন্দর রুমটা সৌমিত্র !!!  সৌমিত্র : হুমমম | ঐশী : কি হুমমম ??  সৌমিত্র : আমি খুশি যে তোমার রুমটা পছন্দ হয়েছে | ঐশী : তুমি আমার সাথে এরকম ফর্মালি বিহেভ করছো কেন সৌমিত্র ??!!  এরপর ঐশী সৌমিত্রর কাছে এসে দুহাতে ওর গলা জড়িয়ে ধরে ওকে কাছে টানলো, তারপর ফিসফিস করে বললো.......  ঐশী : আমি শিওর তুমি আমাকে সাতদিন এখানে খুব মিস করেছো | (বিছানার দিকে ইশারা করে) চিন্তা করো না সোনা, আমি সব মেক আপ করে দেবো | এরপর সৌমিত্রর ঠোঁটে একটা কিস করলো | সৌমিত্র এক ঝটকায় লাফিয়ে উঠলো | গলা থেকে ঐশীর হাত ছাড়িয়ে বললো.......  সৌমিত্র : ডোন্ট টাচ মি !!  ঐশী ক্ষুব্ধ হয়ে বললো........  ঐশী : কেন ??!! আমি কি করলাম ??!! এর মধ্যে কি সমস্যা আছে ?!!! সৌমিত্র : ঐশী প্লিজ একটা দূরত্ব বজায় রাখো | ঐশী : কিন্তু কেন সৌমিত্র ?!!!!
Parent