অবচেতন ভালোবাসা - অধ্যায় ৯

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-26532-post-1995601.html#pid1995601

🕰️ Posted on May 27, 2020 by ✍️ eklasayan (Profile)

🏷️ Tags: None
📖 2028 words / 9 min read

Parent
নবম পর্ব : সৌমিত্রর টিচিং রামু কাকা ওদের ডিনারের ব্যবস্থা করছিলো, কিন্তু ঐশী এসে ওর হাত থেকে প্লেট টা নিয়ে নিজেই টেবিলে রাখতে লাগলো | এরপর রামু কাকা গ্লাসে জল দিতে লাগলো, আর ঐশী মাইক্রোওয়েভে খাবার গুলো গরম করতে লাগলো | সৌমিত্র ঐশীকে ওর টি শার্ট টা দিয়ে দেওয়ায় শুধু একটা স্যান্ডো গেঞ্জি পরে আছে | হাত ধুয়ে এসে ঐশীর সব কাজ কর্ম দেখতে থাকলো | ধীরে ধীরে কিচেনের দিকে যেতে যেতে সৌমিত্র ঐশীকে দেখতে লাগলো, ঐশী ওর টি শার্ট টা পড়ে আছে, যদিও এটা ওর তন্বী শরীরে ঢিলেঢালা হচ্ছে, কিন্তু তাও এতে ওকে বেশ মিষ্টি লাগছে | ওর চোখ দুটো কিছুটা খুশিতে ভরে উঠতে লাগলো, আর ওর ঠোঁটে একটা হালকা হাসি খেলে গেল | ঐশী যখন কারোর পায়ের আওয়াজ শুনতে পেলো ঘুরে দেখলো, আর সৌমিত্রকে দেখতে পেলো | আর এতেই হয়ে গেল | যেখানে ছিল ঐশী ওখানেই স্থির হয়ে গেল, কি করছিলো, সেটাই ভুলে গেল | ঐশী সৌমিত্রর দেহের সুঠাম কাঠামো দেখে ওতেই হারিয়ে গেল | ঐশী প্রতিটা ভাঁজ লক্ষ্য করতে লাগলো | দেখে যেন গ্রীক দেবতা মনে হচ্ছে | ওর ফেভারিট স্টার হৃত্বিক রোশনের থেকে কোনো অংশে কম মনে হচ্ছে না | আর সেই মুহূর্তে ওর নিজেকে যোধা আকবর এর ঐশ্বর্যা রাই মনে হচ্ছে | এই সব ভাবতে ভাবতে নিজেই লজ্জা পেয়ে গেল | সৌমিত্র দূর থেকে ওকে লক্ষ্য করছিলো | এতক্ষণে ঐশীর ওপর ওর উপস্থিতি যে প্রভাব ফেলছে, সেটা বুঝতে পেরে গিয়েছে | তাই আর কোনো সময় নষ্ট না করে ঐশীকে অবাক করে দিয়ে ওই জায়গা ছেড়ে দিয়ে চলে গেল | ঐশী ওকে কিছুক্ষন খুঁজতে লাগলো, তারপর আবার কাজে মন দিলো | দুই তিন মিনিট পরে চেয়ার টানার আওয়াজ পেলো | ঐশী ঘুরে দেখলো সৌমিত্র নিজে ডাইনিং টেবিলে এসে বসে পড়েছে | ঐশী সৌমিত্রকে এখন টি শার্ট পরে থাকতে দেখে কিছুটা আশ্চর্য্যই হলো | সৌমিত্র : ঐশী !! কেন তুমি এই সব করছো ?? কাকা তো আছে এখানে | প্লিজ তুমি এখানে এসে বসো | ঐশী : বলেছি তো যে খাবার বানাতে পারি না | কিন্তু তার মানে এই নয় যে মাইক্রোওয়েভ কি ভাবে ব্যবহার করতে হয় সেটাও জানি না | সৌমিত্র : ( হেসে ) অবশ্যই তুমি জানো, কিন্তু.......  ঐশী : তোমার জন্য কিছু করতে আমার ভালো লাগে | সৌমিত্র হাসলো | ঐশী : এমনিতেও আজ আমি একটু ভয়ে আছি | সৌমিত্র : কেন ?? কি হয়েছে ??  ঐশী : হুমমম, মনে হচ্ছে তুমি চিঠি গুলো পড়ো নি সৌমিত্র | সৌমিত্র : ওহহ আচ্ছা আচ্ছা | না, আমি ওই গুলো পড়েছি | ঐশী : তুমি ওই গুলো পড়েছো ??  সৌমিত্র : আমার মনে হয় তুমি ওগুলো আমার পড়ার জন্যই লিখেছিলে, তাই তো ?? ঐশী দুটো পাত্র হাতে নিয়ে টেবিলের সামনে এসে দাঁড়ালো | কাকা ওর হাত থেকে ওগুলো নিয়ে টেবিলে রাখলো | ঐশী সৌমিত্রকে লুচি আর ফুলকপির তরকারি দিলো, আর তারপর ওর টেস্ট করার জন্য অপেক্ষা করতে লাগলো | ঐশী সৌমিত্রর পাশে নার্ভাস ভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছিলো | ওর হাত ঘামতে শুরু করেছে, অস্বাভাবিক ভাবে নি:স্বাস পড়ছে | সৌমিত্র ওকে দেখে ওর কোমরটা ধরলো | সৌমিত্র : তুমি দাঁড়িয়ে আছো কেন ?? বসো এখানে | ঐশী এতটাই নার্ভাস হয়ে আছে যে একদম পুতুলের মত কাজ করছে | সৌমিত্র ওকে টেনে ওর পাশে বসালো | ঐশী প্লেটের থেকে চোখ না সরিয়েই বসলো | লুচি আর ফুলকপির তরকারিটার দিকেই তাকিয়ে রয়েছে | সৌমিত্র লুচির এক টুকরো ছিঁড়ে সবজির মধ্যে ডুবিয়ে মুখে নিতে যাবে ঠিক সেই সময়........  ঐশী : ওয়েট !! তুমি এটা খাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই যে এটা পুরোটা আমি নিজে বানাই নি | ( কিছুটা চিন্তিত হয়ে বললো ) সৌমিত্র লুচির টুকরোটা প্লেটে রেখে ওর দিকে তাকালো | ঐশী : কাকা, ময়দা মাখতে সাহায্য করেছে, আর এই গুলো গোল গোল বানিয়েও দিয়েছে | আমি শুধু এগুলো ভেজেছি | আর সবজি টাও আমি শুধু কড়াইতে নেড়েছি, মশলা আর বাকি সবকিছুই কাকা দিয়েছে | সৌমিত্র ওর সারল্যতা দেখে নিজেকে আর আটকে রাখতে পারলো না, ঐশীর গালটা ধরে টেনে দিলো | ঐশী : আউচ !!  সৌমিত্র : থ্যাংকস ঐশী | ঐশী : থ্যা......... ংকস ??!!  সৌমিত্র : আমি জানি এগুলো করতে তোমার কতটা কষ্ট হয়েছে | কিন্তু এটা সত্যিই খুব স্যুইট যে তুমি এগুলোতে তোমার হাতের ছোঁয়া দিতে চেয়েছো | তুমি টেস্ট করেছো ??  ঐশী মাথা নেড়ে না জানালো | সৌমিত্র প্লেটে রাখা টুকরোটা তুলে নিয়ে ওর মুখের সামনে ধরলো | ঐশী একবার ওর দিকে দেখলো, তারপর ওর হাতের দিকে দেখলো, তারপর আবার ওর দিকে তাকালো | সৌমিত্র ওটা, খাওয়ার জন্য ইশারা করলো |  ঐশী ওর ঠোঁট দুটো আলাদা করলো, আর সৌমিত্র ওকে খাইয়ে দিলো | ঐশী টুকরোটা নিয়ে মুখের মধ্যে রাখলো | ও এতটাই নার্ভাস হয়ে আছে যে ওটা চেবাতেও পারছে না | সৌমিত্র ওর অবস্থাটা দেখে নিজে চেয়ারে হেলান দিয়ে বসলো | সৌমিত্র : ঐশী !!  ঐশী : হুমমম ??  সৌমিত্র : খাও | ঐশী শেষ পর্যন্ত চেবালো | হঠাৎ করেই ওর নার্ভাস ভাবটা একটা মিষ্টি হাসিতে পরিণত হয়ে গেল | তারপর বললো.......  ঐশী : নাইস !! সৌমিত্র একটু মুচকি হাসলো, তারপর আবার একটা টুকরো নিয়ে নিজে খেলো | আর চেবাতে চেবাতে ঐশীর দিকে তাকালো | সৌমিত্র : এটা সত্যিই খুব সুন্দর হয়েছে | ঐশী হাত তালি দিয়ে সৌমিত্রর গালে কিস করলো | কাকা সামনে থাকার জন্য সৌমিত্র একটু লজ্জা পেলো, কিন্তু এর জন্য ঐশীকে সরিয়ে দিলো না বা ওকে বকাঝকা করলো না | এরপর ঐশী নিজের জন্যও বের করলো | আর তারপর দুজনেই একসাথে খুশি খুশি খাবার খেলো | সৌমিত্র ভাবতে লাগলো - ঐশী আমি আজ পর্যন্ত কখনোই জানতাম না যে তুমি এতটা স্যুইট | আমি সবসময়ই তোমার মধ্যে অন্য একজন মেয়েকে দেখেছি | আমি কখনও তোমাকে এইভাবে দেখবো আশা করিনি | সবকিছু ঠিক করার জন্য এত চেষ্টা করা, সঠিক কাজের জন্য ফাইট করা, ঐশী যে কিনা কখনও এক গ্লাস জল নিজে নিয়ে খায় নি, আজ সে আমাকে রেঁধে বেড়ে খাওয়াচ্ছে, আর সেটা করতেও পছন্দ করছে, আর সবথেকে আশ্চর্য্যের ব্যাপার হলো সেটা খোলাখুলি ভাবে স্বীকার ও করছো !! মম যখন আমাকে বলছিলো তখন আমি কেন তোমার এই দিকটা দেখতে পাই নি ?? আমার মনে হয় আমি কখনও এটা দেখতে চাই নি | কিন্তু কেন ??!!  ************************************* ঐশী এখনও ওর টি শার্ট টাই পড়ে আছে, বেশ খুশি খুশি ওদের বেডরুমের বিছানা তৈরি করছে, সব জিনিস গুলো জায়গায় জায়গায় রাখছে | আর সৌমিত্র নিজের ল্যাপটপ নিয়ে বসে কিছু কাজ করছে | সবকিছু গুছিয়ে শেষ পর্যন্ত ড্রেসিং টেবিলের সামনে এসে নিজেকে দেখলো | নিজেকে সৌমিত্রর টি শার্ট এ দেখে হাসলো | আয়না দিয়েই সৌমিত্রকে দেখতে লাগলো | ঐশী : সৌমিত্র !! সৌমিত্র ওর মাথাটা ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে বললো.........  সৌমিত্র : কি হলো ??  ঐশী : এখানে এসো | সৌমিত্র : এখন নয় ঐশী, পরে | ঐশী ওর সামনে গিয়ে ওর হাতটা ধরলো | সৌমিত্র : এখন নয় | ঐশী কোনো কথা না শুনে ওকে টেনে টেনে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে এলো |  সৌমিত্র আয়না দিয়ে ওর দিকে তাকিয়ে ক্ষুব্ধ হয়ে বললো........  সৌমিত্র : কি ??  ঐশী ওর দিকে ঘুরে সৌমিত্রর গলা জড়িয়ে ধরলো, তারপর সোজা ওর চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বললো........  ঐশী : আমার মনে হয় ডিনারের পর তুমি আমাকে কিভাবে শাড়ি পড়তে হয় শিখিয়ে দেবে বলেছিলে, ঠিক বললাম তো ??  সৌমিত্র এতক্ষণে বুঝতে পারলো যে তখন ঠিক কি কথা বলে ফেলেছে | এই কথাটা বলে নিজেই নিজের মৃত্যু ডেকে এনেছে | ঐশী বেডরুমে চলে এলে একদম জংলী বিড়াল হয়ে যায় | সৌমিত্র একটা ঢোক গিলে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো যে এত সুন্দর একটা মিষ্টি মুহূর্তের পর বাকি সময়টা যেন লড়াই ঝগড়া করে না কাটে | সৌমিত্র : আচ্ছা আমরা কাল করতে পারি না ??  ঐশী মুচকি হাসলো | তারপর লাজুক চাহুনি দিয়ে বললো........  ঐশী : আমি তো শুধু শাড়ির ব্যাপারে জিজ্ঞেস করছি, আর তুমি........  সৌমিত্র : ( আবার একটা ঢোক গিলে ) না না, আমি সেটা বলতে চাই নি | ঐশী : আচ্ছা, তুমি তো জানোই আমার কোনো সমস্যা নেই | সৌমিত্র : শাড়ি কই ??  ঐশী : ( হেসে ) ওয়ারড্রবে, আমি এক্ষুনি নিয়ে আসছি | সৌমিত্র একটা দীর্ঘশ্বাস ফেললো | তারপর নিজের মনে ভাবতে লাগলো - তুই এরকম গাধা কেন সৌমিত্র ?? কিছু ভেবে বলবি তো ?? এটা ঐশী, আর ওকে হ্যান্ডেল করা এত সহজ নয় | ঐশী শাড়িটা নিয়ে এসে সৌমিত্রর হাতে দিলো | সৌমিত্র ওকে আয়নার দিকে ঘুরিয়ে শাড়ির একটা কোনা সায়ার মধ্যে গুঁজতে লাগলো | ঐশী : টি শার্ট এর উপরই পড়াবে ??  সৌমিত্র : আমাদের হয়ে গেলে তুমি ওটা খুলে নিতে পারবে | ঐশী : সবকিছু করার পর খুলে আর কি মজা আসবে ?? সৌমিত্র বুঝতে পারলো আবার ওর সামনে ভুল কথা বলে ফেলেছে | সৌমিত্র : তুমি কি চাও ??  ঐশী : তোমাকে পুরোটাই | সৌমিত্র : আমি যাচ্ছি.......  ঐশী : আমিও আসছি | সৌমিত্র : শাট আপ !!  ঐশী : ওকে ওকে, আমি টি শার্ট টা খুলতে চাই | সৌমিত্র : তাহলে খোলো | ঐশী মাথা নাড়াতে সৌমিত্র ক্ষুব্ধ হয়ে গেল | ঐশী : তুমি পরিয়েছো, তুমিই খোলো | সোমিত্র : কি ??!!  ঐশী : ওহ, কাম অন গোলু, তুমি আমাকে কিভাবে শাড়ি পড়তে হয় শেখাতে পারো, আমার ব্লাউজের ওপর টি শার্ট পড়াতে পারো, তাও আবার পড়ানোর সময় প্রায় আমার সব জায়গায় টাচ করে | আর এখন তুমি খুলতে লজ্জা পাচ্ছো ??  ঐশীর মুখে এই সব কথা শুনে সৌমিত্রর কান মাথা সব গরম হয়ে যাচ্ছে | সৌমিত্র আর এই সব কিছু শুনতে না চেয়ে তাড়াতাড়ি করে সব সম্পূর্ণ করতে চাইলো | বুঝতে পারছে যে যত ওকে এড়িয়ে যাবে, তত আরও বেশি কিছু ওকে দিয়ে করাবে |  সৌমিত্র টি শার্ট টা ধরে ওর শরীর থেকে খুলতে লাগলো | ওর আঙুল গুলো ঐশীর কোমর ছুঁয়ে যেতে লাগলো | আর টি শার্ট টা খোলার সময় শরীরের দুই সাইড স্পর্শ করে চলেছে | শেষ পর্যন্ত টি শার্ট টা খুললো | সৌমিত্র ওর দিকে তাকিয়ে রইলো | ওর পারফেক্ট ফিগার, যেখানে যতটা দরকার ততটা দিয়েই তৈরি | ওর মাখনের মত উজ্জ্বল কমনীয় কোমর.........  সৌমিত্রকে ওই ভাবে ওকে দেখতে দেখে ঐশী অস্বাভাবিক রকম ভাবে ব্লাশ করতে লাগলো | আর তাড়াতাড়ি ওকে জড়িয়ে ধরলো নিজেকে লুকানোর জন্য | সৌমিত্রর হাত দুটো নিজের থেকেই ওকে জড়িয়ে ধরলো | ওর বুকে ঐশীর নরম শরীর অনুভব করতে লাগলো, ওর চুলের গন্ধ, ওর বুকে ঐশীর ঠোঁটের উষ্ণ স্পর্শ, ওর গরম নি:শ্বাস সব অনুভব করতে লাগলো | সৌমিত্র : তুমি কি শিখতে চাও না ??  ঐশী সৌমিত্রকে ছেড়ে দিয়ে ওর সামনে সোজা হয়ে দাঁড়ালো | সৌমিত্র ওকে ঘুরিয়ে আয়নার দিকে মুখ করে দাঁড় করালো | এরপর সৌমিত্র ওর শাড়ির একটা কোন ওর সায়ার মধ্যে গুঁজে দিলে ওর কোমরে হাতের ছোঁয়া ঐশীর সারা শরীরে একটা শিহরণ জাগিয়ে তুললো | এরপর ঐশীর পেছনে দাঁড়িয়ে ওর হাতের নিচ দিয়ে দুটো হাত সামনে এনে শাড়ির কুঁচি তৈরি করতে লাগলো, আর এই সময় ওর হাত দুটো ঐশীর শরীরের উপরের দিকের সব জায়গায় স্পর্শ করতে লাগলো | সৌমিত্রর হাতের স্পর্শে ঐশী পুরোপুরি হারিয়ে গেল, কোনো ভাবেই আর শেখায় মনোযোগ দিতে পারলো না | সৌমিত্র কুঁচি তৈরি করা হয়ে গেলে ঐশীকে ওই গুলো সায়ার মধ্যে গুঁজতে বললো | কিন্তু ঐশী কোনো রকম নড়াচড়া করলো না | সৌমিত্র আয়না দিয়ে ওর মুখের দিকে তাকিয়ে দেখলো ঐশী চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে | সৌমিত্র : ঐশী !!  ঐশী চোখ খুলে আয়না দিয়েই ওর চোখের দিকে তাকালো | দেখছে সৌমিত্র ওর জন্য কুঁচি গুলো রেডি করে হাতে ধরে দাঁড়িয়ে আছে |  সৌমিত্র : কুঁচি গুলো সায়ার মধ্যে গুঁজে নাও | ঐশী কুঁচি গুলো নিয়ে গুঁজতে লাগলো, আর এটা করতে গিয়ে কিছু কুঁচি ঢিলে হয়ে পড়ে গেল |  ঐশী : এই যাহ্, সরি সৌমিত্র | সৌমিত্র আবার কুঁচি গুলো তৈরি করে দিলো | এইবার ঐশী বেশ ভালো ভাবে সবকিছু লক্ষ্য করলো | কুঁচি গুলো গোঁজার জন্য ঐশীকে দিতে যাচ্ছিলো, কিন্তু তারপর কি ভেবে নিজেই করে দেবে ঠিক করলো | ঐশী ওর নি:শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলো | ঐশী ওর তলপেটে সৌমিত্রর হাতের স্পর্শ অনুভব করতে লাগলো, সৌমিত্রও ওর স্মুথ, সিল্কি, ত্বক অনুভব করতে লাগলো | দুজনেই একসাথে একটা ঢোক গিললো | সৌমিত্র হাতটা বের করতে গিয়ে, ওর শরীর স্পর্শ করতে লাগলো | ঐশী সাথে সাথেই ওর হাতটা শক্ত করে ধরলো | ঐশী : প্লিজ, প্লিজ একটু রাখো | ঐশী কি বলতে চাইছে সৌমিত্র সেটা বুঝতে পেরে সাথে সাথে হাতটা বের করে নিলো | সৌমিত্র : আমার মনে হয় আজকের জন্য এটাই যথেষ্ট | বাকিটা তুমি পরে শিখে নেবে | ঐশী এখন বেশ অস্বস্তি বোধ করতে লাগলো | এই মুহূর্তেই ওর স্নান করতে হবে মনে হচ্ছে | ঐশী : সরি সৌমিত্র, আমার মনে হয় আমি আবার আমার সেন্স হারিয়ে ফেলেছি | আমি সত্যিই দু:খিত | সৌমিত্রর নিজেরও খারাপ লাগছিলো | ঐশী : সৌমিত্র, আমি তোমার উপর নিজের কোনো জোর খাটাতে চাই না | আমি কথা দিচ্ছি !!! ঐশী কান্না ভেজা চোখে বললো, আর ঐশীকে ওইভাবে দেখে ওর হার্ট বিট মিস করতে লাগলো | আবারও ঐশী আর অনন্যার মধ্যে তুলনা করতে লাগলো | ঐশীর ভাবনায় ডুবে থেকে সোফাতে ঘুমিয়ে পড়লো, আর ঐশী বাথরুমে গেল স্নান করতে |
Parent