অন্ধকারের গান --- রাখাল হাকিম - অধ্যায় ৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-54659-post-5204542.html#pid5204542

🕰️ Posted on April 14, 2023 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 212 words / 1 min read

Parent
ঝোকের মাথায় হঠাৎ আমি এ কি করে ফেললাম। একটা অবুঝ মেয়েকে বিয়ে? অহনার সাথে ভালোবাসার কুন্দলে আমার না হয় মাথাটা একটু খারাপই ছিলো। প্রথম দেখাতেই তানিয়াকে খুব ভালো লেগে গিয়েছিলো। কিন্তু তানিয়ার মা, সে তো জানতো তানিয়ার বয়স, অপরিপক্কতা। আমার সমস্ত রাগ এসে জমা হলো তানিয়ার মায়ের উপর। আমি রাগ করেই তাদের বাড়ী থেকে বেড়িয়ে যেতে চাইলাম। তানিয়ার মা ছুটতে ছুটতে আমাকে ডাকতে থাকলো, খোকা, যেওনা, আমার কথা শোনো। তানিয়ার মা সত্যিই সহজ সরল মহিলা। এমন সহজ সরল হাসি হেসে মায়া ভরা গলায় কথা বলে যে, খুব সহজে এড়িয়ে যাওয়া যায়না। কিন্তু আমি সহজ সরল মানুষ না। বিশিষ্ট ব্যাবসায়ী সালমান হাকিম এর একমাত্র পুত্র রাখাল হাকিম। সবাই আমাকে খোকা বলে ডাকলেও, এলাকায় হাকিম পরিবার এর আলাদা একটা মর্যাদা আছে। আমি বদমাশ লোচ্চা হতে পারি, কিন্তু তানিয়ার মা একটা জুচ্চোর। সুযোগ বুঝে তার বোকা মেয়েটাকে আমার হাতে তুলে দিয়েছে। এটা আমি মেনে নিতে পারিনা। আমি তানিয়ার মায়ের ডাকে পাত্তা দিলাম না। পেছন ফিরে দাঁড়ালাম ঠিকই। কিন্তু কঠিন গলায় বললাম, আর কি বলবেন? আমি মেয়ে চিনি না? তানিয়ার বয়স কিছুতেই বিশ হতে পারে না। আচ্ছা, তানিয়া কোন ক্লাশে পড়ে বলুন তো? তানিয়ার মা বললো, মেয়েদের আবার পড়ালেখা কি? আমি তো ফাইভ পর্য্যন্তও পড়িনি। আমার কি বিয়ে হয়নি? তানিয়ার বাবা এক্সিডেন্টে মারা গেছে। আমিই তানিয়ার মা, আমিই তানিয়ার বাবা। আর তানিয়া তোমার বিয়ে করা বউ।
Parent