অন্ধকারের গান --- রাখাল হাকিম - অধ্যায় ৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-54659-post-5204674.html#pid5204674

🕰️ Posted on April 14, 2023 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 180 words / 1 min read

Parent
আরেক ঢোক মদ গেলার খুবই ইচ্ছা ছিলো। অথচ, মেয়েটির কথায় আমার গায়ে আগুন ধরে গেলো। আমি মদ না গিলে ধমকেই বললাম, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। কে তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে পশু বলছো? মেয়েটির সাহসের তারিফ করা যায়। বললো, পশু নয় তো কি? আমাদের মা মেয়ের খরচ বেশী কিছু না। ভাঙাচুড়া একটা বাড়ীতে থাকি। ভাড়া এক হাজার টাকা। খাবার দাবার ছশ টাকাতেই চলে যায়। আমার কলেজ ফি তিনশ টাকা। আর এটা সেটায় একশ টাকা। মাত্র দু হাজার টাকার জন্যে মা এত খাটে, অথচ সেই টাকাটাও ঠিক মতো দেন না। আর আপনি আয়েশ করে মদ টানছেন? এক বোতল মদের দাম কত? আপনার এক বোতল মদের দামে তো আমাদের সংসার চলে। আমি রাগ করেই পকেট থেকে মাণি ব্যাগটা বেড় করলাম। না গুনেই পাঁচশ টাকার কয়টা নোট বাড়িয়ে দিয়ে বললাম, এই নাও টাকা। তুমি আমাকে চেনো না। আমি পারলে এই পুরু তল্লাটটাই কিনতে পারি। শুধু কিনতে পারিনা এক টুকরো ভালোবাসা। কে তোমার মা আমি জানিনা। এই টাকায় তোমার মায়ের চিকিৎসা না হলে জানাবে। আরো দেবো। তারপরও আমাকে বিরক্ত করতে আসবে না। আমি আরেক ঢোক মদ গিলে, সোফাতেই লুটিয়ে পরলাম।
Parent