অঞ্জলী দি - অধ্যায় ৩৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30921-post-2438712.html#pid2438712

🕰️ Posted on September 21, 2020 by ✍️ Kolir kesto (Profile)

🏷️ Tags:
📖 669 words / 3 min read

Parent
৩৩ পর্ব দুজনে কখন ঘুমিয়ে গেছে তা কেউ বলতে পারবে না।অঞ্জলীর ভোরে ওঠার অভ্যাস যখন ঘুম ভাঙলো ভোর সাড়ে পাঁচটা।নিজের দিকে তাকিয়ে লজ্জা পেল সারা শরীরের অমিতের পরিয়ে দেওয়া অলংকার ছাড়া একটা সুতাও নেই।অমিতের ও একই অবস্থা।উঠা দরকার কিন্তু উঠবে কি করে তার রাজকুমার যে তার শরীর জরিয়ে এক দুগ্ধ শিশু বালকের মত বুকের মাঝে মুখ গুজে শুয়ে আছে।কিন্তু অঞ্জলী ও আর থাকতে পারছেনা প্রস্রাবের বেগ পেয়েছে তলপেট ব্যথায় চিন চিন করছে। অঞ্জলী আস্তে করে নিজেকে মুক্ত করলো অমিতের থেকে তারপর পরম যত্নে সাবধানে পাশের বালিশে শুইয়ে দিলো অমিতকে।তারপর বিছানা থেকে নেমে ঘুমিয়ে থাকা অমিতের দিকে তাকালো,চিৎ হয়ে শুয়ে থাকার ফলে বাড়াটা দেখা যাচ্ছে ছোট হয়ে আছে সেটা।ওটার দিকে তাকিয়েই অঞ্জলী শিউরে উঠলো,উফ কাল রাতে কি ভয়ংকরই না ছিলো ওটা যখন ভিতরে ঢুকছিলো মনে হচ্ছিলো একেবারে চিরে দিচ্ছে ভিতরটা। অঞ্জলী আরো একবার ঘুমন্ত অমিতের দিকে দেখে কাছে গিয়ে কপালে ছোট একটা চুম্বন এঁকে ওয়াশরুমে ঢুকলো।তাড়াতাড়ি ফ্রেস হতে হবে,একটু পরেই আশ্রমের সবাই জেগে উঠবে।ওয়াশরুমে যাবার আগে সব অলংকার গুলো খুলে আবার সেই লাল ব্যাগে ভরে রাখলো। কমোডে বসতেই তীব্র বেগে হিস হিস করে প্রস্রাব বেড়িয়ে এলো সাথে কাল রাতের অমিত আর তার নিজের মিশ্রিত বীর্য।চেরার মুখে হালকা জ্বালা করছে,শয়তানটা কাল যা করেছে।তাছাড়া প্রথম ওমন জিনিস প্রবেশ,ভিতরটা যেন খাঁ খাঁ করছে।তখনি মনে হলো অঞ্জলীর কালতো অমিত তার ভিতরেই ফেলেছে কিন্তু কোন প্রটেকশন তো নেওয়া হয়নি।পরক্ষণে ভাবলো যা হবার হবে,একদিন তো নিতেই হতো।তারপর ভালো করে স্বান সেরে বের হয়ে দেখে,অমিত তখনো বেঘোরে ঘুমোচ্ছে ডাকবে বলে ভেবেও ডাকলো না থাক আর একটু ঘুমাক।চাদরটা অমিতের গায়ে টেনে দিলো অঞ্জলী।তারপর নিজে রেডি হয়ে বের হলো আশ্রমের দিকে,মন আজ তার বেজায় খুশি,নিজেকে আজ সম্পূর্ণ মনে হচ্ছে।  অমিতের যখন ঘুম ভাংলো তখন সকাল আটটা,উঠে ঘরে অঞ্জলীকে দেখলো না বুঝলো বেড়িয়ে গেছে।নিজের শরীরের দিকে তাকতেই রাতের কথা মনে পরলো।মনটা খুশিতে ভরে উঠলো অমিতের বিছানা থেকে নেমে ফ্রেস হতে গেলো।ফ্রেস হয়ে রেডি হয়ে অঞ্জলীকে কল দিলো।রিং হচ্ছে ধরছেনা।একটু পর চায়ের কাপ হাতে ঢুকলো অঞ্জলী।অমিতের দিকে কাপটা বাড়িয়ে দিয়ে মাথা একটু নিচু করে আছে।আসলে যতোই হোক বাঙ্গালী মেয়ে তো প্রথম পুরুষ সঙ্গম তার উপর প্রানের থেকে প্রিয় মানুষ একটু লজ্জা লজ্জা করছে অঞ্জলীর অমিতের দিকে তাকাতে।অমিতের ভিতর খুব বেশি লাজুক ভাব নেই চায়ের কাপটা অঞ্জলীর হাত থেকে নিয়েই একটা চুমুপ দিয়ে বললো,অঞ্জু ঠাম্মীর কথা মতো কাগজ গুলো পুড়িয়ে ফেলা উচিত।অঞ্জলীও এবার স্বাভাবিক হয়ে বললো হা রাজকুমার সেটাই উচিত তুমি চা খাও আমি লাইটার নিয়ে আসি। তারপর অঞ্জলী লাইটার নিয়ে এলো দুজন মিলে সব কাগজ গুলো পুড়িয়ে ফেললো।আর লাল ব্যাগটা অঞ্জলী তার গোপন লকারে রেখে দিলো।সব কাজ শেষে দুজনে পাশাপাশি বসলো।দুজনেই চুপচাপ বসে আছে, কারণ কেন জানি অঞ্জলীর বার বার লজ্জা এসে ভর করছে। অমিতই প্রশ্ন করলো প্রথমে আচ্ছা তাহলে এখন আমাদের শক্রকে??এবার অঞ্জলী অমিতের দিকে তাকিয়ে বললো তা তো জানিনা রাজকুমার কিন্তু সে যেই হোক তাকে খুঁজে বের করতেই হবে।না হলে তারা বার বার তোমার ক্ষতি করার চেষ্টা করবে,বলতে বলতে অঞ্জলীর চোয়াল শক্ত হয়ে এলো।অমিত তা লক্ষ্য করে অঞ্জলীকে কাছে ঢেনে নিয়ে বললো তুমি থাকতে কে আমার ক্ষতি করবে!!?  এতো রোমান্টিক হবার মূহুর্তে বেসুরে বেজে উঠলো অঞ্জলীর ফোনটা,হাতে নিয়ে দেখে বন্যা কল করেছে।হা বন্যা বলো? - কি গো মাসি মনি,তুমি কি আমার কাকুটাকে একেবারের জন্য রেখে দিলে?এতো বেলা হয়ে গেল কোন খবর নেই।  - পাঁকা বুড়ি হয়েছো তাই না? কাকুর জন্য একদম মন পুড়ে যাচ্ছে।এই তো এখুনি বের হবে তোমার কাকু।বলে ফোন রেখে দিলো অঞ্জলী । তোমার এবার যেতে হবে রাজকুমার বাড়ির সবাই অপেক্ষা করছে।চলো আমি তোমাকে পৌঁছে দিয়।না না আমি একাই যেতে পারবো তুমি বরং গাড়ির চাবিটা দাও। অঞ্জলী আর কথা না বাড়িয়ে উঠে চাবিটা বাড়িয়ে দিলো। অমিত যেতে গিয়েও ফিরে এসে অঞ্জলীর কপালে একটা চুম্বন এঁকে বেড়িয়ে পরলো।অঞ্জলী দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে আবার বিছানায় বসে ভাবতে লাগলো কে তাহলে রায় পরিবারের শক্র?বাড়ির ভিতরের কেউ নাকি বাইরের?আর কেনই বা এই শক্রতা?আগে অমিতের উপর রাগ ছিলো বড় জেঠুর কিন্তু তিনি আজ নেই।তাই আর তো অমিতের ক্ষতি করতে পারে তেমন কেউতো নেই!!তাছাড়া ঠাকুমা মনি শংকর কে সন্দেহ করেছিলো,সেটা আমিও করিছিলাম,এমন কি মনি শংকর একবার তারউপর এটাকও করেছিলো,কিন্তু বিন্দু বৌদির কাছ থেকে যা শুনলাম আর নিজের চোখেও যা দেখছি তাতে করে মনি শংকর যে আর অমিতের ক্ষতি করবে সেটার সম্ভবনাও তো বেশি নেই!! তাহলে কে আসল শক্র??? এতো ভেবেও অঞ্জলী কোন কূল কিনারা পেলনা।বাধ্য হয়ে উঠে আশ্রমের কাজ দেখতে বেড়িয়ে গেলো।।
Parent