বাসমতী (Completed) - অধ্যায় ১২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-52010-post-5076736.html#pid5076736

🕰️ Posted on December 26, 2022 by ✍️ Anuradha Sinha Roy (Profile)

🏷️ Tags: None
📖 228 words / 1 min read

Parent
#১  গল্পের ভাব আর সামঞ্জস্য আরও ভালো করে ফুটিয়ে তোলবার জন্য এই গল্পেতে আমায় কিছু কিছু জিনিস যেমন, ব্যাকরণ, বানান আর তথ্য এডিট করতে হচ্ছে। আশা করি তাতে আপনাদের কোন আপত্তি নেই। উদাহরণ     অরিজিনাল ভার্সন  ভোর সাড়ে চারটায় বাড়ী থেকে বেরিয়ে ওরা দশ মিনিটে স্টেশন পৌছে গেল। ট্রেন না ছাড়া পর্যন্ত সোমেন ঠায় দাঁড়িয়ে থাকল। ট্রেন স্টেশন ছাড়তে তনিমা ঠিক ঠাক করে বসে, হ্যান্ড ব্যাগটা খুলল, রুমাল বের করার জন্য। ব্যাগের মধ্যে একটা খাম। খামটা খুলে তনিমা দেখল, একটা চাবি, আর একটা চিরকুট। তাতে লেখা, নিজের বাড়ী আসতে কারো পারমিশন লাগে না। আমার এডিটেড ভার্সন  ভোর সাড়ে চারটায় বাড়ী থেকে বেরিয়ে ওরা দশ মিনিটে স্টেশন পৌছে গেল। তনিমার ট্রেন না ছাড়া অবধি প্লাটফর্মে ঠায় দাঁড়িয়ে রইল সোমেন। তারপর সময় হলে ট্রেন আস্তে আস্তে স্টেশন ছাড়তে জানালা দিয়ে শেষবারের মতন সোমেনকে দেখল তনিমা। আর প্রায় সঙ্গে সঙ্গেই মনটা খুব খারাপ লাগতে লাগল তনিমার, কিন্তু এটা তো শেষ নয়, গল্প তো সবে শুরু...সেই কথা চিন্তা করে এই বিচ্ছেদটাকে মেনে নিল সে।   একটুপরে ঠিক ঠাক করে বসে, সে হ্যান্ড ব্যাগটা খুলল, রুমাল বের করার জন্য। আর ব্যাগেটা খুলতেই ব্যাগের মধ্যে একটা খাম দেখতে পেল ও। খামটা বের করে হাতে নিয়ে নেরে চেরে দেখে তারপর সেটা খুলতেই তনিমা দেখল যে সেটার মধ্যে একটা চাবি আর একটা চিরকুট। তনিমা সেই চিরকুটটা বার করে খুলতেই সে দেখল যে তাতে লেখা, "নিজের বাড়ী আসতে কারো পারমিশন লাগে না ম্যাডাম"  এবার আপনারা যেটা চাইবেন সেইটা হবে।
Parent