ভালবাসার রাজপ্রাসাদ Written By Pinuram - অধ্যায় ৩৯

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-5264-post-210412.html#pid210412

🕰️ Posted on February 27, 2019 by ✍️ sorbobhuk (Profile)

🏷️ Tags:
📖 152 words / 1 min read

Parent
বিদায় নেবার সময়ে, তুলি অভিকে ছাড়তে রাস্তা পর্যন্ত আসে। অভি ট্যাক্সিতে চড়ার আগে তুলিকে বলে, "এবারে খুশিত, এই যে আমি তোমার বাড়ি এসেছি।" তুলি মাথা নাড়ায়, "হ্যাঁ খুশি, কিন্তু এটা নিশ্চয় আমাদের শেষ দেখা নয়, তুমি চুরনিদিকে কথা দিয়েছ।" অভি, "সত্যি কথা বলতে কি জান, আমি তোমার মন ভাঙ্গতে চাই না।" তুলি হটাত করে ওর হাত ধরে ফেলে, "কে বলেছে যে তুমি আমার মন ভেঙ্গে দেবে? আমি ত শুদু একটা সুযোগ চাই তোমার কাছে নিজেকে মেলে ধরার জন্য।" ট্যাক্সিতে চেপে গেল অভি, জানালার কাছে এসে তুলি ফিসফিস করে বলল, "তোমার জন্য অনেক কিছু লুকিয়ে রেখেছি আমি, তোমার সব স্বপ্ন পূরণ করে দেব।" শেষের কথা ঠিক অনুধাবন করতে পারল না অভি, গাড়ি ছেড়ে দিল। মনের মধ্যে উত্তাল তরঙ্গ দোলা দিচ্ছে, চুরনি তুলি, তুলি চুরনি, কি করতে চলেছে ওর সাথে। না বেশি কিছু ভাবতে পারছে না অভি, শেষমেস হাল ছেড়ে দিয়ে ভাবল, আগুন যখন সামনে জ্বলছে তাতে ঝাপ দিয়েই দেখুক না জ্বলে কি না।
Parent