ভিন্ন স্বাদের কিছু গল্পের ঠিকানা - অধ্যায় ২১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-33818-post-2837397.html#pid2837397

🕰️ Posted on January 14, 2021 by ✍️ Mr Fantastic (Profile)

🏷️ Tags: None
📖 162 words / 1 min read

Parent
" তারপর বুঝলাম যে ইনি যে গ্রহে ফিরে যাচ্ছেন সেটা স্বর্গ । যেখানে যেতে গেলে মৃত্যুর দরজা অতিক্রম করতে হয় " - তুমি গল্পটা যে দৃষ্টিভঙ্গিতে উপলব্ধি করলে আমি কিন্তু সেটা ভেবে লিখিনি, কিন্তু তোমার এই অনুধাবন সম্পূর্ণ যুক্তিযুক্ত। এই আঙ্গিক থেকে আমি ভেবে দেখিনি, কিন্তু এখন মনে হচ্ছে এটাও একদম সঠিক বিশ্লেষণ।  "অথচ এই অফিসারের অফিসার নাকি একদা এই পৃথিবীতে এসেছিলো ভালোবাসার প্রচার করতে ।" - নাহ, একথা তো বলিনি  তবে এমনও তো হতে পারে যে গল্পের "আমি" ক্রমাগত নিজের বিবেকের সাথে দোটানায় পড়ে একসময় সব নিষেধ-নিয়মের তোয়াক্কা না করে নিজের গ্রহের মানুষদের বিরুদ্ধে গিয়ে সব নিরাপত্তার বেড়াজাল ভেঙে নিজস্ব স্পেসশিপে চেপে আবার ফিরে এলো এই সবুজ পৃথিবীর বুকে সেই প্রিয়তমা রমণীটির কাছে যে উদাস ভঙ্গিতে অশ্রুসিক্ত বিনিদ্র চোখে জানলার ধারে বসে আকাশ পানে চেয়ে আছে এক ক্ষীণ আশা নিয়ে যে - সে আসবে, ঠিক আসবে...আমার ভালোবাসা আসবে ওই মেঘের কোল বেয়ে।  তাই বলি, এটা তোমার মনের মানুষের সাথে শেয়ার করো, এতে ভালোবাসা বাড়বে বই কমবে না। মিলিয়ে দেখো আমার কথা 
Parent