বিটারনেস ইজ সুইটার দ্যান হানি-১ (Bitterness is Sweeter than Honey) by Monirul - অধ্যায় ২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-39269-post-3508025.html#pid3508025

🕰️ Posted on July 18, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 381 words / 2 min read

Parent
মেয়েটার ওড়নার এক মাথা রেলিঙে আটকে গিয়ে ওর গলায় ফাঁস লাগার উপক্রম হলো। আমি লাফ দিয়ে গিয়ে তাড়াতাড়ি ওড়নাটা ছাড়িয়ে দিলাম। মেয়েটা কৃতজ্ঞ চোখে আমার দিকে তাকালো এবং মিস্টি হাসি দিয়ে বললো, “থ্যাঙ্কস এ লট”। আনন্দে আমার বুক ধড়ফড়ানি শুরু হয়ে গেল। কিন্তু আমার হাতে আর সময় ছিল না। তাই মেয়েটার পিছন পিছন উঠতে লাগলাম। একটা ল্যান্ডিং পার হয়েই আমাকে দেখতে পেয়ে ঐ কথাগুলো বললো ও। আমাকে কোন কিছু বলার সুযোগ না দিয়েই আমার উঠতে লাগলো ও। আমি এক মুহুর্ত থামলাম, কিন্তু আমাদের প্রথম ক্লাসটা ছিল ইলেকট্রনিক্স আর ইলেকট্রনিক্সের সাব্বির স্যার ছিলেন বিটিভি’র ইঞ্জিনিয়ার এবং সাংঘাতিক সময় সচেতন আর কড়া। কেউ এক মিনিট দেরি করলে তাকে আর সেদিনের ক্লাসে ঢুকতে দিতেন না। কাজেই ঘড়ির দিকে তাকিয়ে আমি আবারো এক এক লাফে দুটো করে ধাপ উঠতে লাগলাম।   তিন তলার ল্যান্ডিঙে আবারও মেয়েটার পিছনে এসে পড়লাম আর আমাকে দেখেই রাগে ফেটে পড়লো। চিৎকার করে বলতে লাগলো, “এ ম্যান, আপনাকে ফলো করতে নিষেধ করেছি না? আপনি আমাকে হেল্প করেছেন আর তার বিনিময়ে আমি আপনাতে থ্যাঙ্কস বলেছি। ব্যস মিটে গেছে, কিন্তু এখন দেখছি আপনি একটা লোফারের মতো যেই সুন্দরী মেয়ে দেখেছেন আর অমনি তার পিছু নিয়েছেন? আমি ঐরকম মেয়ে না, আন্ডারস্টুড? সো প্লিজ লিভ মি এন্ড মাইন্ড ইয়োর ওউন বিজনেস”। আমি আবারও ভিষন অবাক হলাম কিন্তু আমাকে কিছু বলার সুযোগই দিল না মেয়েটা। তখন সাব্বির স্যারের ক্লাসের মায়া ত্যাগ করে আমি একটু দাঁড়ালাম, মেয়েটা আড়াল হওয়ার পরে আবার উঠতে লাগলাম। কিন্তু আমার দূর্ভাগ্য, মেয়েটা ক্লাসে ঢোকার মেইন গেটের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। আমাকে দেখেই রাগে ফেটে পড়লো এবং যা তা বলে গালি দিতে লাগলো। বললো, “ইউ ব্লাডি বাগার, লুচ্চা, বদমায়েস, এখনো ফলো করছিস? আমি কে জানিস, আমি তোকে দেখে নেবো, বাপের নাম ভুলিয়ে দেবো শালা। ইডিয়েট, গো টু হেল”। আমার আর ক্লাসে ঢোকা হলো না। আমি বুঝতে পারলাম, সাথে ব্যাগ না থাকাতেই এই সমস্যাটা হয়েছে, মেয়েটা বুঝতে পারেনি যে আমিও একজন ছাত্র, ও আমাকে একজন আউটসাইডার ভেবেছে। ভুল বুঝাবুঝির ফলে এসব পরিস্থিতি নিয়ে মন খারাপ করার কিছু নেই, মেয়েটা তো জেনে বুঝে কিঝু করেনি, ভুল বুঝে করেছে। ক্লাস শেষে সবাই যখন বেরুচ্ছি হঠাৎ করেই মেয়েটা ক্লাসের বাইরে এসে আমাকে কাঁধে ব্যাগ নিয়ে অন্যান্য ছাত্রদের সাথে বেরুতে দেখলো। ওর আর বুঝতে বাকী রইলো না সে কি ভুলটাই না করেছে। বিস্ময়ে আর অপরাধবোধে ওর চোখ দুটো বড় বড় হয়ে মুখটা যখন হাঁ হয়ে যেতে দেখলাম, আমার কেন যেন হাসি পেয়ে গেল। আমি মুখ ফিরিয়ে নিয়ে চলে গেলাম।
Parent