বন্ধু (As collected from Net) - অধ্যায় ৩৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-11115-post-677708.html#pid677708

🕰️ Posted on July 22, 2019 by ✍️ dweepto (Profile)

🏷️ Tags: None
📖 758 words / 3 min read

Parent
অনেকদিন পর জুলিয়েটের সাথে আবার একদিন রাতে চ্যাট জমে উঠল। এর মাঝে অল্প কথা, ক্লাসের পড়াশুনার বাইরে তেমন কিছু হয় নি। মাঝে কিছুদিন আমাদের সেই চ্যাটের ফ্যান্টাসি যেন হারিয়ে গেল। এদিকে মিলিও বাইরে স্বাভাবিক দেখালেও বুঝতে পারছি ভিতরে ঐ ঘটনা নিয়ে স্বাভাবিক থাকতে পারছে না। আর নারী বিষয়ে আমার যাবতীয় পরমার্শ ভান্ডার হল জুলিয়েট। তাই সেইদিন চ্যাটে এগুলো নিয়ে কথা বলব বলে ভাবছিলাম। কিন্তু মিলির ব্যাপারটা না বলে কিভাবে ঘটনা তুলা যায় এটা মাথায় আসছিল না। এদিকে আগে কাল্পনিক গার্লফ্রেন্ডের নামে সমস্যা গুলো তুলতাম। এখন নিজেই সেই রাস্তা বন্ধ করে দিয়েছি মিলির সাথে খাতিরের জন্য। বিভিন্ন কথার মধ্যে আসল কথা তুলতে না পেরে আশা ছেড়ে দিলাম। এদিকে জুলিয়েট কে কেমন আছিস জিজ্ঞেস করতেই একটা মন খারাপেরে ইমো পাঠাল। আমি লিখলাম কি হয়েছে। লিখল কিছু না। আমি আবার লিখলাম ফারিয়া বলল তোর নাকি মন খারাপ। জুলিয়েট বলল তাহলে তুই তো জানিস। আমি বললাম না, ফারিয়া বলেছে তোর পাওলোর সাথে সমস্যা চলছে কিন্তু বিস্তারিত কিছু বলে নি। জুলিয়েট বলল সমস্যা চলছে গত কয়েকদিন ধরে। ফারিয়া কে আসলে সব বলা হয় নি। জুলিয়েট লিখল তোকে বলে শান্তি লাগে। তুই জাজ করিস না, শুনিস। কিছু বলার থাকলে বলিস। তুই হলি আমাদের সিন্দুক। কথা জমা রাখার সিন্দুক। ফারিয়া কে বলেছি ঝগড়া চলছে তবে আসল কারণ টা বলা হয় নি। আমি কিছু না বলে লিখলাম- বল। জুলিয়েট বলল আসলে দোষ টা আমার। আগে বলেছি গত দুই বছর ধরে আমাকে একটা সমস্যায় ঔষুধ খেতে হয়। এত হর্নিনেস বেড়ে যায়। এর মধ্যে পাওলোর সাথে আমার প্রেম প্রায় সাড়ে তিন বছর। পাওলো আর আমি দুই জনেই ক্রিশ্চান কনজারভেটিভ ফ্যামিলির। পাওলো একটু বেশি কনজারভেটিভ। ধর্মে কর্মে ওর মন বেশি। আমি এত না। প্রথম প্রথম যখন সেক্স নিয়ে কথা হত ও উতসাহী ছিল। কাউকে বলা হয় নি কিন্তু তোকে বলি এই পর্যন্ত আমরা আসলে সত্যিকার অর্থ ইন্টারকোর্স বলতে যা বোঝায় তা করেছি পাঁচ বার। লাস্ট বার মাস দুয়েক আগে। কিছুটা সুযোগের অভাবে আর অনেকটা পাওলোর আগ্রহের অভাবে। প্রথম প্রথম পাওলো আগ্রহী থাকলেও প্রথমবার করার পর ওর মধ্যে একটা গিলটি ফিলিংস কাজ করত। আমার মধ্যেও ছিল। সময়ের সাথে আমার টা কেটে গেছে। পাওলোর যায় নি। এরপরেও অবশ্য আর চারবার আমাদের মধ্যে হয় কিন্তু বললাম না গিলটি ফিলিংস যায় নি। পাওলোর ভিতর সমাজ, ধর্ম, পরিবার আর এগুলোর নিয়ম গুলো একদম ছাপ মেরে গেছে। এই যে বিয়ে ছাড়া যৌন সম্পর্ক এটা ওর মনে ঠিকভাবে মানতে পারে নি। আমি বললাম তাও তো প্রথমবারের পর তোরা করেছিস। পাওলো নিশ্চয় রাজি ছিল। তুই তো আর ওকে জোর করে ধরে কিছু করিস নি। জুলি একটা হাসির ইমো দিল। বলল শোন, মানুষ অনেক সময় তার ভিতরের যে কামনা এর কাছে হেরে যায়। পাওলোও যেত। তবে আবার মানুসিক ভাবে সেটা মেনে নিতে পারত না। আমি আবার এইসব পরিবার, ধর্ম, সমাজের নিয়ম গুলো কখনো বেশি তোয়াক্কা করতাম না। যদিও বাসায় অন্তত সবার সামনে মেনে চলি। তাই আমার মধ্যে এই গিলটি ফিলিংস তেমন কাজ করে নি। আর পাওলো এইসব নিয়ে খুব অপরাধবোধে ভোগে। আবার আমাকেও ভালবাসে। আমি যখন হর্নিনেসের চুড়ান্ত পর্যায়ে থাকে তখন আমাকে ফেলতে পারে না। আসলে আমি অনেক সময় ওকে সিডিউস করি। বুঝিস তো বাংগালি মধ্যবিত্ত খুব বেশি জায়গায় যাওয়ার উপায় নেই, হোটেলে সম্ভব না। তাই এই কয় বছরে মাত্র পাঁচ বার। তবে আমাদের মধ্যে ফোন সেক্স হত মাঝে মধ্যেই। পাওলো এটা নিয়েও সংসয়ে থাকত। একবার ও নাকি চার্চে গিয়ে কনফেশন দিয়েছে। এটা নিয়ে প্রচন্ড ঝগড়া হয়েছিল একবার। এইবার আমার হর্নিনেস বেড়ে যাওয়ার একদিন ও কে একটু ফোনে একটু বাজে কথা বলেছিলাম এতে ও ক্ষেপে গেল। বলল আমার নাকি খালি সেক্স সেক্স। মানুষ আর মন নাকি আমার কাছে দামি না। এই থেকে লেগে গেল। এখন এই নিয়ে চলছে। আমি বললাম তাহলে পাওলোর সমস্যা টা কি দাড়াল? জুলিয়েট লিখল শোন সংস্কার ভাংগা এত সহজ না। আর ছোটকাল থেকে যদি কেউ তোর কাছে এইসব সংস্কার জপে যায় তাহলে আর কঠিন। অনেক সময় আমরা আমাদের মনের শরীরের চাহিদা কে এই মন্ত্র জপার ভয়ে লুকিয়ে রাখি, অস্বীকার করি। এর ফল ভাল কখনোই হয় না। কঠিন সমস্যা। এর সমাধান আমার কাছে অবশ্য নেই। তাই চুপ করে থাকি। অন্য দিকে কথা ঘুরাই। ওই রাতে জুলিয়েটের সাথে কথা বলার পর মন টা একটু খারাপ হল। বেচারা জুলিয়েট। সমাজ আর ভালবাসার মধ্যে পরে পাওলো তাল রাখতে পারছে না আর ভুগতে হচ্ছে জুলিয়েট কে। এইসব নিয়ে ভাবতে ভাবতে হঠাত করে মনে হল মিলির সমাধান জুলিয়েটের কথায় আছে। সংস্কার ভাংগা ইজি না। ওইদিন সন্ধ্যার ঘটনা মিলি হয়ত তার সংস্কারের কারণে ভালভাবে নিতে পারে নি। আমি জোর করি নি। সব কিছুই সম্মতিতে তার মানে মিলির চাহিদা আছে তবে যে মানসিক সিস্টেমে আমরা গড়ে উঠেছি মিলি তা ভাংগতে পারছে না। তাই মাঝখানে ওই ঘটনা কে অস্বীকার করার চেষ্টা করছে। আমার মনে হল আবার সেই পরিকল্পনায় যেতে হবে। ওর মনের ভিতর গড়ে উঠা সেই রক্ষণবহ্যু ভাংগতে হবে। কিভাবে করব এটা জানি না, তবে করতে হবে এই ঠিক করে সেদিন ঘুম দিলাম। 
Parent