বন্ধুকে বৌ ধার দিলাম --- fer_prog - অধ্যায় ৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-54457-post-5191157.html#pid5191157

🕰️ Posted on April 3, 2023 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 488 words / 2 min read

Parent
"ওকে একটা বান্ধবী জুটিয়ে দাও, নাহলে একটা কলগার্ল ভাড়া করে এনে দিতে পারো তুমি"-সুহা পরামর্শ দিলো। "না, কবির, বেশ লাজুক প্রকৃতির, অপরিচিত মেয়েদের সাথে সে সহজে মিশতে পারে না, আর কলগার্লের কথা ওকে বলেছিলাম, সে রাজী নয়...কিন্তু ওর যে মানসিক অবস্থা এখন, তাতে একটা মেয়ের শরীরই ওকে যেন এই ধ্বংসের মুখ থেকে ফিরাতে পারে, ও যেন নিজেকে নিজে ধংস করার খেলায় মেতে গেছে...ওকে দেখে এমনই মনে হয় আমার..."-লতিফ বেশ উদ্বিগ্ন মুখে বললো। সুহা কোন কথা না বলে চুপ করে রইলো। "আজ কি রান্না করেছো জান?"-লতিফ জানতে চাইলো। "হাসের মাংসের রোস্ট আর নান রুটি...খাবার দিয়ে দিবো, টেবিলে?" "আমরা খাওয়ার পর ও কিছু মাংস রয়ে যাবে, নাকি অল্প করে রান্না করেছো?" "না, অল্প না, পুরো একটা হাস রান্না করেছি...আমরা কাল ও খেতে পারবো...কেন, তুকি কি কাউকে দাওয়াত দেয়ার চিন্তা করছো?" "কাউকে না জান..."-লতিফ একটু চিন্তা করে বললো, "আমরা খাওয়ার পরে যেটুকু থাকে তুমি ওটা কবিরের বাসায় গিয়ে ওকে দিয়ে আসলে, আর আমি এই ফাঁকে সব কিছু গুছিয়ে রাখলাম। এর পরে তুমি ফিরলে আমরা ঘুমিয়ে পরবো" "হঠাৎ করে কেন এই চিন্তা এলো তোমার?"-সুহা একটু ভ্রু কুচকে জানতে চাইলো। "কবিরের সাথে তোমার অনেকদিন দেখা হয় নাই, তাই না?" "হ্যাঁ, মলি মারা যাবার পর আর দেখা হয় নাই..." "সে তো প্রায় এক মাস হতে চললো, আজ তুমি ওকে দেখলে একদম অবাক হয়ে যাবে, ওর ওজন কমে গেছে, চোখ, চুল, শরীর যেন একদম ভেঙ্গে পড়েছে..." "কিন্তু তুমি নিজে ওর জন্যে খাবারা নিয়ে না গিয়ে আমাকে যেতে বলছো কেন?" "কারন, আমি জানি ও ঠিক মত খাবার খাচ্ছে না...দু দিন আগে ওকে জিমে দেখে আমি নিজে ও খুব কষ্ট পেয়েছি...ওর একটু ভালো খাওয়া দরকার..." "ঠিক আছে, তুমি নিয়ে যাও খাবারটা..." "আমার সাথে তো ওর প্রতি সপ্তাহেই দেখা হয়, তোমার সাথে হয় না...আর আমি জানি তুমি মানুষকে কথা দিয়ে বুঝানোর ব্যাপারে বেশ দক্ষ। আর কবির ও তোমাকে বেশ পছন্দ করে, ওকে বিভিন্ন কথা বলে একটু বুঝাতে চেষ্টা করো, ওকে একটু হাসানোর চেষ্টা করো, ওকে কিছু আশাব্যঞ্জক কথা শুনিয়ে চাঙ্গা করতে চেষ্টা করো, আমি জানি তুমি এসব কাজ করতে পছন্দ করো...তাহলে ও হয়ত একটু নিজের দিকে ফিরার চেষ্টা করবে, ওর মনের কষ্ট কিছুটা লাঘব হবে..." "ওয়েল... আমার মনে হয় তুমি ঠিকই বলছো...ওকে কিছুটা বিভিন্ন কথা বলে বুঝানো দরকার, যেন ও নিজের দিকে একটু খেয়াল করে, এভাবে চললে তো ও মানসিক রোগী হয়ে যাবে..." "ওর সাথে খুব ভালো ব্যবহার করো সুহা... ওকে কিছুটা স্নেহ দেয়ার চেষ্টা করো"-লতিফ বেশ নিচু স্বরে সুহার দিকে না তাকিয়ে কথাটি বললো। "এটা কি বললে? এর মানে কি?"-সুহা আবার ও স্বামীর দিকে ভ্রু কুঁচকে তাকালো। "এর মানে কিছু না, জান, কিছু না...আমি বোঝাতে চেয়েছি যে, যদি ও আমি সামনে নেই, কিন্তু তুমি ওর প্রতি একটু মমতা বা দরদ দেখাতে পিছিয়ে যেও না। ওকে একটু জড়িয়ে ধরো, ওর মাথায় একটু হাত বুলিয়ে দিও, আসার আগে ওর গালে একটা চুমু দিও, যেন ও বুঝতে পারে যে, আমরা ওকে খেয়াল করি, যেমন মলি বেঁচে থাকতে আমরা করতাম ঠিক তেমনই..." সুহা তারপর ও কিছুটা সন্দেহের দৃষ্টিতেই লতিফের দিকে তাকিয়ে রইলো কিছুক্ষণ, সে এখন ও বুঝতে পারছে না যে লতিফ কেন ওকে এতো রাতে খাবার নিয়ে কবিরের বাসায় যেতে বলছে।
Parent