বন্ধুর বোনকে নিয়ে তুলকালাম --- মনিরুল - অধ্যায় ১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-51698-post-5056119.html#pid5056119

🕰️ Posted on December 10, 2022 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 352 words / 2 min read

Parent
বন্ধুর বোনকে নিয়ে তুলকালাম    মনিরুল সেদিন যখন রাকিব আমার বাসায় আসলো আমি যেমন অবাক তেমনি খুশি হয়েছিলাম। রাকিবের বাবা কবে যে বগুড়া শহরে বাড়ি বানালো আমি সেটা জানতেও পারিনি। কারন, প্রায় ৫ বছর ওদের সাথে যোগাযোগ নেই। রাকিবের বাবা আর আমার বাবা দুজনে কলিগ, সে থেকেই রাকিবের সাথে পরিচয় এবং বন্ধুত্ব। আমাদের ছোটবেলার প্রায় ১০/১২টা বছর একসাথে কেটেছে। রাকিবের ছোট আরেকটা ভাই আর দুটো বোন আছে। আসলে বাবা আগের অফিস থেকে বদলী হয়ে আসার পরই ওদের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাকিবের কাছে জানতে পারলাম, এরই মধ্যে ওদের পরিবারে অনেক ঘটনা ঘটে গেছে, ঘটেছে আমার পরিবারেও। দুজনেরই বাবা মারা গেছে। তবে পার্থক্য এই যে, রাকিব লেখাপড়ার পাট চুকিয়ে একটা চাকুরী করছে আর আমি তখনো বেকার। আসলে রাকিব আমার কাছে এসেছিল একটা রিকোয়েস্ট নিয়ে, ও কার কাছ থেকে যেন জেনেছে যে প্রাইভেট টিউশনিতে আমার প্রচুর সুনাম হয়েছে। আসলেও তাই, চাকুরী না পেয়ে বাবার অবর্তমানে সংসারের বোঝা টানার জন্য টিউশনি করতে শুরু করি। আমার পড়ানোর নিজস্ব আবিস্কৃত কিছু পদ্ধতি ছিল, যা দিয়ে আমি অনেক দুর্বল ছাত্র-ছাত্রীদেরও অংক আর ইংরেজী খুব সহজে শেখার রাস্তা করে দিতাম, ফলে আমার সব ছাত্র-ছাত্রীই পরীক্ষায় বেশ ভাল ফলাফল করতো। আর সেই কারনেই আমার ছাত্র-ছাত্রীর অভাব ছিল না বলে আমি বছরের মাঝামাঝি কোন ছাত্র-ছাত্রী নিতাম না। কিন্তু রাকিব এসেছিল বন্ধুত্বের দাবী নিয়ে, যাতে আমি ওর বোন রেবেকাকে পড়াই। তখন জুন মাস, গড়পড়তায় এসএসসি পরীক্ষার আর মাত্র ১০/১১ মাস বাকী। রাকিবকে কি আমি ফেরাতে পারি? রাকিবের কাছেই শুনলাম রেবেকার জীবনের করুণ ইতিহাস। ৪ বছর আগে রেবেকা যখন এসএসসি পরীক্ষা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই রেবেকার একটা বিয়ের প্রস্তাব আসে। ছেলে আমেরিকা প্রবাসী, উচ্চ শিক্ষিত, সম্ভ্রান্ত পরিবারের ভদ্র ও বিনয়ী। ছেলে প্রচুর টাকা কামায়, বিয়ের পরপরই বৌকে আমেরিকা নিয়ে যাবে। মেয়ে সুখে থাকবে ভেবে রাকিবের বাবা-মা আর পিছন ফিরে তাকাননি। রেবেকার আর এসএসসি দেয়া হলো না। সত্যি সত্যি বিয়ের ৬ মাসের মধ্যে ওকে ওর স্বামী আমেরিকায় নিয়ে গেল। রাকিবের বাবা-মায়ের স্বপ্নকে সত্যি করে রেবেকা খুব সুখে দিন কাটাতে লাগলো। ২ বছরের মাথায় ওদের একটা মেয়েও জন্মালো। মেয়ের বয়স বছর ঘুরতে না ঘুরতেই রেবেকার কপাল পুড়লো। একদিন রাতে বাসায় ফিরতে গিয়ে রোড এক্সিডেন্টে রেবেকার স্বামী মারা গেল। বিধবা হয়ে রেবেকা মেয়েকে নিয়ে বাবার সংসারে ফিরে এলো, কিন্তু ততদিনে রাকিবের বাবাও মারা গেছে।
Parent