বন্ধুর দিদির মেয়ের সাথে by Raunak_3 - অধ্যায় ৬৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-38716-post-3800900.html#pid3800900

🕰️ Posted on October 8, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 380 words / 2 min read

Parent
আরো দুটো দিন কেটে গেছে। বইপত্র গোছানোর কাজ প্রায় শেষের দিকে। কল্পনার আঁকিবুকিতে ঘটনাটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারিনি আবার মাথার ভেতর থেকে বের করে দিতেও পারিনি একেবারে। একা থাকলেই হঠাৎ করে বুদবুদের মতো কখন যেন ভেসে ওঠে ব্রেন-এর গভীর থেকে...জ্বালাতে শুরু করে আমাকে...তারপর কি হয়েছিল জানার জন্য মনটা ছটপট করে ওঠে। কিভাবে জানা যাবে সেই চিন্তায় মাথার ভেতরে একের পর এক উদ্ভট রাস্তার খোঁজ পাই, নিজেই আবার নাকচ করে দি এই ভেবে যে ধুস, তাই আবার সম্ভব নাকি! সন্দেহের তালিকায় একেবারে প্রথম যে নামটা রাখতে পেরেছি সেটা ছোড়দির কিন্তু বড়দি যে নয় সেটাই বা বলি কি করে। ছোড়’দি নাকি বড়’দি এই করতে করতে গোয়েন্দাদের মতো চুল চেরা বিশ্লেষন করে গেছি। বারে বারে ছোড়’দির নামটাই থেকে যাচ্ছে লিস্টের শুরুতে। হঠাৎ করে মনে পড়ে গেল গত পুজোর আগে ছোড়’দি কি যেন একটা খুব জরুরী কথা বলবে বলেছিল কিন্তু সেটা আর শোনা হয়ে ওঠেনি। তাহলে কি এই ঘটনাটার সাথে ছোড়’দির সেই জরুরী কথার কোনো সম্পর্ক আছে? নিজে নিজেই ভেবে নিয়েছি অনেক কিছু। বেশ ভালো লাগছিল। উত্তেজনা আসতে শুরু করল সাঙ্ঘাতিক ভাবে। জরুরী কথাটা কি আমাকে জানতেই হবে। ইশ, তখন যদি একবার নিজের থেকেই জিজ্ঞেস করতাম ছোড়’দিকে তাহলে কি ভালো হত ভেবে নিজের উপরেই রাগ করতে যাচ্ছিলাম কিন্তু করতে পারলাম না। নিজেই নিজেকে বোঝালাম ভুলবো না কেন? আমার মাথায় যে পূর্বা ছাড়া আর কিছু ছিল না তখন। যাকগে, ভুলে গিয়েছিলাম তাতে আমার কোনো দুঃখ নেই। বরং, ভালোই হয়েছে। যদি কোন যোগসুত্র থেকে থাকে তাহলে এখন যেভাবে ব্যাপারটা নিয়ে এ্যানালাইজ করতে পারবো ঠিক সেভাবে করতে পারতাম না তখন। কারন আর কিছু নয়। ছোড়’দি তো আর নিজের মুখে সোজাসুজি বলে দিত না যে...শোন, সুর্য কাকুর সাথে আমার...। আবার উল্টো দিক থেকে যদি ভাবতে চাই তাহলে দাঁড়াচ্ছে গিয়ে যে রহস্যময়ী সেই মেয়েটির সাথে ছোড়’দির জ রুরি ক থার কোনো সম্পর্কই নেই। আমি হাঁদারাম নিজে নিজেই সব ভেবে বসে আছি। এহেন পরিস্থিতে কি ক রা যায় ভাবতে ভাবতে মাথায় খেলে গেল পরবর্তী পদক্ষেপ। আমাকে ছোড়’দির সাথে কথা বলতে হবে আর ওই না শোনা জরুরী কথা শুনতে চাওয়াটাই হবে আমার তদন্তের প্রথম ধাপ। যা ভাবা তাই কাজ। সুযোগ বুঝে ফোন করলাম ছোড়’দিকে...তুমি কি যেন বলবে বলেছিলে। ভুলেই গেছিলাম। ও হ্যাঁ বলে ছোড়’দি চুপ করে গেছে। ততক্ষনে আমার হার্ট বিট বোধহয় ডাবল হয়ে গেছে। ছটপট করছি শোনার জন্য। কেন সময় নিচ্ছে? নির্ঘাত সোজা কিছু ব্যাপার নয়। ভাবতে ভাবতেই শুনলাম...তুই ভুলে গিয়েছিলি সে ঠিক আছে। আমিই আসলে বলতে চাইনি তখন।
Parent