চাঁদের অন্ধকার_Written By Tumi_je_amar - অধ্যায় ৭৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-17908-post-1232046.html#pid1232046

🕰️ Posted on December 14, 2019 by ✍️ FuckEr BoY (Profile)

🏷️ Tags: None
📖 192 words / 1 min read

Parent
ডাঃ সুধীর রাও - মায়িল (৫২) মায়িল আর কানিমলি একে অন্যের সাথে কখনও কথা বলেনি। গ্রামে আসার পরে ও গণেশ রাওয়ের সব ভাইয়ের বাড়িতেই গিয়েছে। কিন্তু কানিমলি আর চন্দ্রানের ঘরে কখনোই যায়নি। গণেশ রাও, কঞ্জরি দেবী বা সানি আর মানি কেউ ওকে কোনদিন যেতেও বলেনি। একদিন মায়িল মায়ের সাথে এই নিয়ে কথা বলে। মায়িল – মা পিসি কেন আমাদের বাড়ি আসে না? কঞ্জরি দেবী – ওরা তোর বাবাকে হিংসা করে মায়িল – কিসের হিংসা! কঞ্জরি দেবী – তোর বাবা পড়াশুনায় ভালো ছিল আর পরে স্কুলের মাস্টার হয়। গ্রামের সবাই ওঁকে স্রদ্ধা করে, তাই মায়িল – তাতে তো দাদার জন্যে বোনের গর্ব হওয়া উচিত। আর যা জানি যে ওদের বিয়েও বাবা ঠিক করে দিয়েছিলেন। কঞ্জরি দেবী – কানি সব সময় চাইত আমার শ্বশুর যেন তরা বাবার ভাগের জমিটা ওকে দিয়ে দেয়। মায়িল – সেটা কেন হবে? কঞ্জরি দেবী সব কিছু বলেন মায়িলকে। মায়িল – মা একদিন আমি পিসির কাছে যাই? কঞ্জরি দেবী – কি করবি গিয়ে? মায়িল – দেখি পিসির মন ভালো করা যায় কি না। কঞ্জরি দেবী – তুমি যেতে চাইলে যাবে, কিন্তু আমি যাবো না তোমার সাথে মায়িল – না না তোমাকে যেতে হবে না। আমি সানি আর মানির সাথে যাবো।
Parent