দেবলীনার সংসার জীবন by MANOJ M - অধ্যায় ১৮

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-38668-post-3445671.html#pid3445671

🕰️ Posted on July 2, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 186 words / 1 min read

Parent
অধ্যাপক চন্দ সঞ্জীববাবুর সামনের চেয়ারের মুখোমুখি বসে বললেন - জানেন সঞ্জীববাবু এ মেয়েটার অসাধারণ প্রতিভা। যে কটা ভাষা ও আমার কাছে শিখেছে, সবগুলোতেই খুব কম সময় লেগেছে আর শিখেছেও নিপূনভাবে। সঞ্জীববাবু বিস্ময়ে দেবলীনার দিকে তাকালো। অধ্যাপক চন্দ আর কিছু বলার জন্য শুরু করলেন। দেবলীনা অনুপায় হয়ে বাধা দিয়ে কিছু বলতে যাচ্ছিলো কিন্তু বলার মত কিছুই মনে এলো না। শুধু বললো - স্যার.... অধ্যাপক চন্দ বললেন - আহা, লেখাপড়ার ব্যাপারে অমন লজ্জা করলে চলবে কেন? নিজে থেকেই তোমার এ প্রপোজালটা দেওয়া উচিত ছিলো। নইলে তোমার ভেতরে যে জ্ঞান সংগ্রহ করার একটা স্পৃহা আছে, এ কথাটা ইনি জানবেন কি করে? কি বলেন সঞ্জীববাবু ? সঞ্জীববাবু বললেন - না--না এতে বউমার কোন দোষ নেই। আমাদেরই দোষ। এটা কোন প্রোপোজালের কথা নয়, আমাদেরই অন্তরিকতার অভাব। আমি বউমার পড়াশুনার ব্যবস্থা যত শীঘ্র পারি করবো। দেবলীনা শ্বশুরের কথা শুনে হতবাক হয়ে তাকিয়ে রইলো। সঞ্জীববাবু যে কতো বড় মনের মানুষ, দেবলীনা তা নিজে থেকেই এ মুহুর্তে অনুভব করতে পারলো। শ্বশুরের কাছে সে যেন হেরে গেলো। এমনি করেই যেন সঞ্জীববাবু প্রতিটি অনুক্ষণ তার মন কেড়ে নিচ্ছেন। স্টেজের ড্রপসিন আবার উঠলো। কবিতা পাঠ চলতে লাগলো পরে রবীন্দ্রসঙ্গীত। এরপর একটা সাঁওতালী নাচ আরম্ভ হলো। অনুষ্ঠান শেষ।।
Parent