দিদির বান্ধবী যখন বউ (সম্পুর্ণ) - অধ্যায় ২৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-22634-post-1871310.html#pid1871310

🕰️ Posted on April 22, 2020 by ✍️ Biddut Roy (Profile)

🏷️ Tags:
📖 982 words / 4 min read

Parent
পর্ব-২৪ সকালে বিকেল ফোনে কথা না বললে যেন দিনটা ঠিক মতন কাটে না আর। দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস কেটে যায়। পুবালী ইতিমধ্যে ফোনে জানিয়েছে যে স্যামন্তক আর পুবালী এপ্রিলে কোলকাতা আসছে, পয়লা বৈশাখ কলকাতায় কাটাবে, সিতাভ্র কাজের চাপে আসতে পারবে না। ঠিক যাবার আগের রাতে স্যামন্তক জিজ্ঞেস করে পুবালীকে “এই দিদি, এবারে তো বাড়ি যাচ্ছি। আমাদের কথা কিছু বলবি নাকি বাড়িতে?” একমনে টিভি দেখছিল পুবালী, মাথা ঘুড়িয়ে দেখে যে পেছনে স্যামন্তক দাঁড়িয়ে “দেখা যাক, কিছু তো আস্তে আস্তে হিন্ট দিতে হবে তবে না বুঝতে পারবো যে মা কাকিমার মনের কথা। তবে তুই চিন্তা করিস না, সব ঠিক করে দেব।” “হ্যাঁ তুই তো মা অন্নপূর্ণা আমার।” হেসে পেছন থেকে জড়িয়ে ধরে বলে স্যামন্তক। “ব্যাগ গুছানো হয়ে গেছে তোর, বন্দনার জন্য কিছু কিনেছিস?” “হ্যাঁ রে বাবা কিনেছি।” “বাঃ বা আমাকে তো দেখালি না।” “সারপ্রাইস, তবে বেশি কিছু না, ছোট্ট একটা সোনার আংটি।” বলে পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করে দিদিকে দেখায়। বাক্স খুলে আঙ্গুলে আংটিটা নাড়িয়ে হেসে ফেলে পুবালী “হাঁটু গেড়ে হাতে পড়িয়ে দিবি নাকি। আর পারি না।” সিতাভ্র আসতে পারেনি, অফিসের কাজের চাপে ছুটি পায়নি। পুবালী আর স্যামন্তক কোলকাতা এল এপ্রিলে, পয়লা বৈশাখে। অনেক দিন পরে ছেলে এসেছে, তাই বাড়ি বেশ জমজমাট। সোনারপুর থেকে বড়দি একদিন আগেই কাকুর বাড়ি দমদমে চলে এসেছে। এখানে দু’দিন থেকে পুবালী দুর্গাপুর চলে যাবে। স্যামন্তক থাকবে দিন চারেক তারপরে দিন দুয়েকের জন্য দুর্গাপুর তার পরে আবার কোলকাতা এসে ফিরে যাওয়া নিজেদের কর্মস্থল, দিল্লী। বাড়ি পৌঁছে রাতের বেলা ফোন করেছিল বন্দনা কে, বন্দনা বেশ খুশী, কাল দেখা করবে স্যামন্তক। কি পরে যাবে কি করবে, কিছুই যেন ঠিক মতন ভেবে পাচ্ছে না। ওদিকে মা বলে রেখেছে যে স্যামন্তক এলে যেন একদিন বাড়িতে নিয়ে আসা হয়। ভোরবেলা ফোন করে স্যামন্তক “শোনো আমি এই ব্রেক ফাস্ট করে বেড়িয়ে যাবো, তোমাকে বাড়ির সামনে থেকে তুলে নেব।” “আরে না, মা বলেছেন আজ দুপুরে তুমি আমার বাড়িতে খাবে।” “বাপরে, তাহলে হয়েছে। আচ্ছা দেখা যাবে খানে।” “না না, তুমি সোজা আমার বাড়ি চলে এসো, মায়ের সাথে একবার দেখা করে যাও তারপরে আমরা না হয় বেড়াতে বের হব।” “ওকে অ্যাজ ইউ সাজেস্ট। আই কান্ট ডিসঅবে মাই হার্ট, রাইট।” “উম্মম…” ফোনের রিসিভারে চুমু খেয়ে দেয়। সকাল বেলা বের হবার আগে মা জিজ্ঞেস করলেন “এই তো এলি কাল এর মধ্যে আবার কোথায় বের হচ্ছিস তুই?” দিদির দিকে তাকায়, পাশে সবাই বসে কি বলবে কিছু মাথায় আসছে না স্যামন্তকের। পুবালী বলল “ওকে আমি একটু কাজে পাঠাচ্ছি, আসতে দেরি হবে ওর।” তারপরে ভাইয়ের দিকে তাকিয়ে চোখ টিপে বলে “সাবধানে যাস আর কাজটা ঠিক করে আসিস।” মাথা নাড়িয়ে জানিয়ে দেয়, চেষ্টা করবে, বেড়িয়ে পরে স্যামন্তক। যাই হোক না কেন, আজকেই আংটি টা দেবে আর দিদি যা বলেছে সেটা বলবে। বালিগঞ্জফাঁড়ী নেমে হেঁটে চলে হাজরা রোড ধরে, কিছুটা গেলে বন্দনার বাড়ি। নিচে দাঁড়িয়ে ফোন করে “আমি এসে গেছি, তুমি কি নিচে আসবে না আমি ওপরে যাবো।” আওয়াজ শুনে যেন ঘরের মধ্যে পা থাকে না বন্দনার “এই দাঁড়াও, আমি এখুনি আসছি।” ফোন টাকে একদম ঠোঁটের কাছে নিয়ে এসে বলে “তোমাকে খুউউউব দেখতে ইচ্ছে করছে গো!!” “ওকে বাবা, আমি নিচেই আছি, এসো তারপরে একসাথে ওপরে যাবো।” বন্দনার লাফালাফি দেখে ওর মা হেসে দেন, বলেন “দেখিস সিঁড়ি দিয়ে নামার সময় যেন পা হরকে পরে যাস না।” এক লাফে প্রায় দু’তিন সিঁড়ি ডিঙ্গিয়ে নিচে নেমে আসে বন্দনা। নিচে নেমে দেখে স্যামন্তক বারবার ঘড়ি দেখছে আর সিঁড়ির দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবে “যাক বাবা, শুধু আমি না, তাহলে।” স্যামন্তক দেখে বন্দনা এক রকম প্রায় ছুটে আসার মতন, আসতে করে এগিয়ে গিয়ে হাত দেখিয়ে বলে “আছি তো আমি।” চারদিকে রাস্তার লোকজন দেখছে। একটু নিরিবিলি হলে বন্দনাকে কোলে তুলে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেয়ে নিত, কিন্তু এটা আমেরিকা নয় এটা যে বঙ্গভূমি। স্যামন্তকের বাঁ হাত নিজের বাহুপাসে নিয়ে বুকের ওপরে নিবিড় করে জড়িয়ে ধরে, জনসমক্ষে এইটুকু তার ভালবাসার অধিকার আছে। মুখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে “মিসড মি?” “হেল লট।” বন্দনার দিকে তাকিয়ে থাকে স্যামন্তক। ওর দেহ থেকে নির্গত বেশ একটি মিষ্টি সুবাস ওর নাকে লাগছে আর মনের ভেতর টাকে কেমন ছিন্ন ভিন্ন করে তুলছে। কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলে “গায়ে কি লাগিয়েছ, গন্ধে যে পাগল হয়ে যাচ্ছি আমি।” “হ্যাঁ, রাস্তার মধ্যে এবার কিছু করে বস না, তোমার ওপরে এক পয়সার ভরসা নেই আমার।” স্যামন্তকের বাজুতে আলতো করে ঠোঁট ঘষে বলে। ঘরে ঢুকে, বন্দনার মাকে দেখে পায় হাত দিয়ে প্রনাম করে স্যামন্তক। বন্দনার মা বেশ খুশী, ছেলেটা সংস্কারি বটে। হারিয়ে যাওয়া মেয়েকে ওদের বুকে আবার ফিরিয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ কথা বার্তা বলার পরে বললেন যে খেতে যেতে। খাওয়ার সময়ে স্যামন্তক তো দেখে হাঁ, এত তো কোনদিন খায় না। মুড়ো ঘন্ট, চিংড়ী মাছের মালাই কারি, বাপরে, একবার থালার দিকে তাকায় একবার বন্দনা আর ওর মায়ের দিকে তাকায়। খাওয়া শেষে, বেড়িয়ে পরে দুজনে। এপ্রিল মাস, হাওয়ায় এখন ঘাম ছোটান গরম আসেনি, বেশ সুন্দর হাওয়া চলছে। স্যামন্তকের সাথে মানিয়ে আজ ড্রেস করতে হবে, কি পড়বে, শাড়ী। সুন্দর একটা কটনসিল্কের সাড়ী পরে বন্দনা, সাধারন ভাবে সাজতে বলেছিল স্যামন্তক। ওর নাকি একটা ন্যাচারাল বিউটি আছে, আয়নার সামনে নিজেকে দেখে বলে “ঘেঁচু কলা।” “কোথায় যাবো আমরা” বন্দনা জিজ্ঞেস করে। “পুরানো জায়গা, আউট্রাম ঘাটের স্কুপ।” “উম… দারুন…” বাইক তো দিল্লীতে তাই ট্যাক্সি নিয়ে যেতে হবে। ট্যাক্সিতে চেপেই স্যামন্তক বাঁহাতে জড়িয়ে ধরে গালে একটি চুমু খায়, বলে “অনেক অনেক দিন ধরে তোমার মিষ্টি গালে চুমু খাই নি।” “উম…” কানে কানে ফিসফিস করে বলে “চুমু তো অনেক জায়গায় খাওয়ার বাকি আছে সেগুলর কি হবে?” “বলত শুরু করবো নাকি? চল আজ রাতে কোথাও…” “মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার” হেসে বলে বন্দনা। স্কুপে বসে আইস্ক্রিম খেতে খেতে অনেক সুখ দুখের গল্পে মেতে ওঠে দুই চাতক চাতকি। চোখের দেখাতে নিজদের ভেতরের মরুভুমিতে বারী সিঞ্চন করে নিজেদের পরিতৃপ্ত করে। “আমি একটা প্রেসেন্ট এনেছি তোমার জন্য।” এক চামচ আইস্ক্রিম বন্দনার ঠোঁটে লাগিয়ে বলে। “কি কি” গলায় বেশ উতফুল্লের সুর। পকেট থেকে ছোট্ট ভেল্ভেটের বাক্স বের করে স্যামন্তক। আলতো করে খুলে ভেতরের সোনার আংটিটা বের করে বন্দনার বাঁ হাতের অনামিকায় পড়িয়ে দেয়। আংটি দেখে বন্দনা স্তব্ধ হয়ে যায়, ভেবে পায়না কি বলবে, চোখের কোলে জল চলে আসে। খুব ইচ্ছে করছে বন্দনার, দুহাতে জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ লুকিয়ে চুপ করে বসে থাকার। হাতের আঙটিটা বার বার করে দেখে, খুব সাধারন একটি সোনার আংটি, কোন হীরে জহরত বসান নেই, দামের চেয়ে ভালোবাসা জড়িয়ে আছে ঐ সোনার টুকরো তে। চলবে....
Parent