এক ফালি রোদ আর তার নাম আশা by nandanadas1975 - অধ্যায় ১৯

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-39435-post-3568918.html#pid3568918

🕰️ Posted on August 6, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 230 words / 1 min read

Parent
বাব্বাহ কত বড় ফ্ল্যাট রে শিবা??? জিনিয়া শিবা কেই প্রশ্ন টা করল। শিবা নিজেও ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। মুম্বাই এর মতন জায়গায় এতো বড় ঘর এ বাস করা কি মুখের কথা? মুস্তাফা দার চাচা সামনেই আছে। জিনিয়ার বাংলা কথা গুলো বুঝতে না পারলেও ফ্ল্যাট নিয়েই কথা হচ্ছে সেটা বুঝতেই পারল। পাপি বড় জায়গা পেয়ে দৌড়তে শুরু করেছে। একটা ঘরে যা যা থাকা দরকার সব ই আছে এই ঘরে। শিবা বুঝতে পারল না মুস্তাফা দা এতো লাক্সারির ব্যবস্থা কেন করল। উসমান চাচা বলল- “ বেটা ইয়ে হামারা সবসে মেহফুজ জাগাহ হ্যায়। বহু অউর বিটি রানি আছছে রেহেগি ইধার। পুরে কে পুরে মহল্লে মেরা হি আদমি হ্যায়। কই চিন্তা নেহি”। চাচার মুখে “বহু” কথাটা শুনে জিনিয়া শিবার দিকে তাকাতেই শিবা লজ্জা পেল। জিনিয়া ভাবল “ উফফ কার পাল্লায় পড়লাম” ।জিনিয়ার শিবার এই লজ্জা পাওয়া অসহায় মুখ টা দেখতে বেশ লাগে। শিবা চাচার প্রতি কৃতজ্ঞে চাচার হাত ধরে বলল- “ বহত বহত সুক্রিয়া চাচাজান”। সুক্রিয়া কিস বাত কা বেটা, তুম ভি তো মেরা বেটা হি হ্যায়। তুমহারে লিয়ে মেরা হোটেল মাই বাওরচি কি নোকরি পাক্কি হ্যায়। দো দিন বিশ্রাম করো। উসকে বাদ মেরে ঘর পে আ জানা” বলে উসমান চলে যাচ্ছিল। কিন্তু কি মনে করে পিছিয়ে এসে শিবার দিকে তাকিয়ে বলল – “ মুস্তাফা নে বাতায়া থা, এক হার্ট স্পেশালিষ্ট কে লিয়ে। হ্যায় বরিভেলি মে। তুম জিসদিন বোল গে মাই অ্যাপয়েন্টমেন্ট কর লুঙ্গা। দোস্ত হ্যায় মেরি” বলে শিবা কে হ্যান্ড শেক করে চলে গেল।
Parent