গল্পের মত বাস্তব - অধ্যায় ৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-24738-post-1817575.html#pid1817575

🕰️ Posted on April 9, 2020 by ✍️ eklasayan (Profile)

🏷️ Tags: None
📖 685 words / 3 min read

Parent
- সামনে থেকে সরে যা বলছি, ভালো হবে না কিন্ত |  - সে ভালো খারাপ আমরা বুঝব মামনি | তুমি এখন........  কথাটা শেষ করার আগেই কোথা থেকে আধলা ইঁট এসে কপালে লাগায় ছেলেটা কঁকিয়ে উঠলো | অন্যজন কিছু বুঝে ওঠার আগেই তারও একই অবস্থা হল | এই পরিস্থিতিতে কি করব বুঝে ওঠার আগেই হাতে টান পড়তে তাকিয়ে দেখি অনিরুদ্ধ স্যার | - এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক না, ওরা উঠে পড়ার আগেই পালাতে হবে | চলো | বলেই আমার হাত ধরে টানলেন | আমিও কেমন মন্ত্র মুগ্ধের মত ওনার সাথে চলতে লাগলাম | এই মূহুর্তে ঠিক কি বলা উচিত বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম........  - আপনি এখন এখানে?  - (গাড়িতে বসতে বসতে বললেন) এত রাত হয়ে গিয়েছে বলে তোমাকে দাঁড়াতে বললাম, তুমি তো শোনার আগেই.... তারপর আবার বাহাদুরি করে সর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছো | - না মানে, আপনার তো আজ শরীরটা তেমন ভালো ছিলো না | আর তাছাড়া এটা ভালোও দেখায় না, তাই আর কি......  - খুব বড় হয়ে গিয়েছ যে ভালো মন্দ বিচার করতে বসেছো? তা আজ কিছু হয়ে গেলে কি করতে ভেবেছো?  আমাকে চুপ থাকতে দেখে বলতে লাগলেন......  - আমি যখনই তোমাকে বড় রাস্তায় দেখতে পেলাম না তখনই বুঝেছি তুমি এই রাস্তায় | ভাবো কি নিজেকে, হুমমম?  গাড়িটা হঠাৎ দাঁড়িয়ে পড়ায় খেয়াল হল, কথায় কথায় কখন যে পৌঁছে গিয়েছি বুঝতে পারিনি | গাড়ি থেকে নামতে গিয়েই দেখি দরজায় কাকীমা | কিছু হয়ত বলতে যাচ্ছিলেন কিন্তু কিন্তু স্যারকে দেখে শুধু বললেন.......  - ভিতরে এসো | আজ যে কপালে কি অপেক্ষা করে আছে ভালোই বুঝতে পারছি | স্যারকে আসছি বলে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে ভিতরে পা বাড়ালাম | ভয়ে ভয়ে ভিতরে ঢুকে দেখি ড্রয়িং রুমে কাকা, কাকীমা আর রুপসা দি | সকলের গম্ভীর থমথমে মুখ গুলো দেখেই বুঝতে পারছি আজকে দেরি হওয়ার জন্য কপালে বিশেষ কিছু নাচছে | আমি ব্যাপারটা আন্দাজ করেই চুপচাপ মাথা নিচু করে নিজের ঘরে যেতে যাব, কাকীমা বলে উঠলো.........  - কতদিন ধরে চলছে এসব???  আমি ঘুরে দাঁড়াতেই দেখি মোটামুটি সবার চোখে একই প্রশ্ন তবে রুপসা দি কেমন যেনো মুচকি হাসছে | - কেন? আমি কি করলাম?  - আহা কচি খুকি, কিছু জানো না | - কি বলতে চাইছো কি তোমরা !!! কি জানি না আমি?  - কলেজের পর এতক্ষন কোথায় থাকিস, কি করিস এত রাত অবধি, কি ভেবেছিলি কেউ জানতে পারবে না, না?  - কেন আমি তো বলেছি, কলেজের কাজের পর আমি স্যারের বাড়িতে রান্নার কাজ নিয়েছি | তাই একটু..........  - রাত ৮টা একটু হল বুঝি? আর রান্নার কাজ, সে কি কাজ হয় ভালো করেই বুঝি | বয়সটা তো আর কম হল না | - কি বলছো কাকীমা? আজ একটু দেরি হয়েছে, অন্যদিন তো ৭টার ভিতরই চলে আসি | আর রান্নার কাজ না তো কি করি? কি বলতে চাইছো?  -দেখো মা, এমন ভান করছে যেনো ভাজা মাছটা উল্টে খেতে পারে না | তুই কি ভাবলি, অনিরুদ্ধ স্যার আর তোর মাঝে কি চলছে কেউ জানতে পারবে না?  - রুপসা দি !!!! - জানো বাবা ও কলেজের পর ওই অনিরুদ্ধ স্যারের বাড়িই যায় | আর স্যার ও বলিহারি যাই, এমনি তো মেয়েদের সাথে বিশেষ কথা বলে না, গম্ভীর হয়ে থাকে, আর শেষমেষ পছন্দ হল কিনা এই আঁখি কে? হা: - রুপসা দি এসব তুমি কি বলছো !!!! উনি তোমার গুরুজন, একজন শিক্ষক, ওনার সম্বন্ধে এমন কথা বল না | - ও ব্বাবা, এর মধ্যেই এত !!!! তা কি এমন রুপ দেখালি যে উনি তোকে........  - আ: রুপসা, তুমি চুপ করো | এসব ব্যাপার নিয়ে আলোচনা একদম শুনতে ভালো লাগছে না | - তাই বলে বাপি..... ও এমন......  - আ: !!! আমাকে কথা বলতে দাও | দ্যাখ আঁখি, দাদা বৌদির পর তোর সব দায়িত্ব যখন আমাদেরই দেখতে হয়, আর এখনও যখন আমাদের বাড়িতেই থাকিস, তখন এ বাড়ির নিয়ম মেনেই চলতে হবে | ওসব ফস্টিনস্টি এখানে চলবে না |  - কিন্তু কাকা আমি তো.........  - আমার কথা এখনও শেষ হয়নি | আমি রুপসার থেকে সব শুনেছি, আজ দেখলাম ও | সুতরাং এখানে যদি থাকতে হয় তাহলে ঐ স্যারের সাথে কোনো রকম যোগাযোগ রাখা চলবে না | কলেজে যাবি, কাজ করবি আর বাড়ি চলে আসবি | কোথাও রান্নার কাজ করতে হবে না | আর কাকীমা সারাদিন খাটে, তার হাতে হাতেও তো কিছু করবি | শুধু শুধু তো আর তোকে বসিয়ে......  যাক গে যা হওয়ার হয়েছে, যা বললাম যেন মাথায় থাকে, এবার যে যার মত ঘরে যাও |
Parent