গল্পের মত বাস্তব - অধ্যায় ৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-24738-post-1821201.html#pid1821201

🕰️ Posted on April 10, 2020 by ✍️ eklasayan (Profile)

🏷️ Tags: None
📖 449 words / 2 min read

Parent
আজ দু'দিন হয়ে গেল জ্বরের জন্য উঠতে পারিনি, কিন্তু আঁখি তো সেদিনের পর একবারও খোঁজ নিল না? ঠিক আছে আজ কলেজে দেখা তো হবেই, ওকে বলতেই হবে এসবের মানে কি | এই দু'দিনে একবারও আমার কথা মনে হল না? বাড়ি তো এলই না, না ফোন না কিছু | পরীক্ষার আগে পড়াশোনা না করে কি করছে আজ আমাকে জানতেই হবে | এমনকি ফোন করলে বন্ধ বলছে, সব ঠিক আছে তো !!!!  এসব ভাবতে ভাবতে কখন কলেজে পৌঁছে গিয়েছি খেয়াল নেই | তাড়াতাড়ি গাড়িটা রেখে একবার দেখে নিলাম আঁখির সাইকেলটা আছে কিনা | তখন থেকে ওর সাথে কথা বলার চেষ্টা করছি কিন্তু আঁখি যেনো আমাকে দেখেও না দেখার ভান করে সরে সরে যাচ্ছে | লাইব্রেরী তে ফাঁকা পেয়ে কথা বলতে যাবো, লাইব্রেরীয়ান ওকে ডাকায় সেটাও হল না | তবে এটা বুঝতে পেরেছি যে ও কোন কারণে আমাকে এড়িয়ে যেতে বাধ্য হচ্ছে | কিছু একটা সেদিন হয়েছে যার জন্য ও এমন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে |                      *********************** স্যার আপনি হয়ত আমাকে অকৃতজ্ঞ মনে করছেন, কিন্তু আপনাকে এড়িয়ে যাওয়া ছাড়া আমার আর কোন উপায় নেই | আমি যদি আপনার সাথে কোনো রকম যোগাযোগ রাখি, তাহলে আমার কাকা নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে আপনার ক্ষতিও করতে পারে | কারণ ওরা চায় না আমি পড়াশোনা করি বা বাইরের কারোর সাথে আমার কোনো রকম যোগাযোগ থাকুক | তাই কাকীমার দূর সম্পর্কের কোন এক ভাই এর সাথে আমার বিয়ের কথাও চলছে, যাতে আমার সম্পত্তি হাতছাড়া হয়ে না যায় | সবকিছু বুঝতে পেরেও আমি নিরুপায়, এতবড় দুনিয়ায় আপন বলতে আমার যে কেউ নেই | আপনি মানবিকতার খাতিরে আমাকে সাহায্য করেছিলেন, কিন্তু আপনার সেই চিন্তা, মানবিকতার মর্যাদা আমি দিতে পারিনি | আমি ভালোবেসে ফেলেছি আপনাকে | জানি আপনি বিপত্নীক, আমার থেকে বয়সে শিক্ষা দীক্ষা রুচিতে আপনি অনেক অনেক বড় | আপনার পাশে দাঁড়ানোর মত কোন যোগ্যতাই হয়ত আমার নেই, তবু বলব আপনার সান্নিধ্যে কাটানো প্রতিটা মূহুর্ত আমার জীবনের সবথেকে বড় পাওনা | প্রতিটি অনুভূতি আমি মনের গোপনে সবার থেকে আড়াল করে সারা জীবন নিজের কাছে রেখে দিতে চাই | এগুলোই আমার আগামী অনিশ্চয়তাপূর্ন জীবনে পথ চলার শক্তি | ভগবানের কাছে অতিরিক্ত কিছুই কোনো দিন চাইনি বা বলা ভালো চাওয়ার কিছু ছিল না | তবে আজ শেষ বারের মত একবার আপনাকে কাছ থেকে দেখতে চেয়েছিলাম | অনুভব করতে চেয়েছিলাম | বলতে চেয়েছিলাম আমি শুধু আপনার একলা ঘরে মন খারাপের সঙ্গী হতে চেয়েছি | আপনাকে ভালোবেসে ফেলেছি | এই কথা গুলো আপনার সামনে দাঁড়িয়ে বলার মত সাহষ আমার নেই | আর আমার জন্য ক্ষতি হোক, সেটা আমি মেনে নিতে পারবো না | তাই আজ সমস্ত কথা এই চিঠিতে লিখতে বাধ্য হলাম | এটা পরে আপনি কি ভাববেন আমি জানি না | হয়ত এরপর অন্য কাউকে সাহায্য করতেও আপনার বাঁধবে, তবু অনুরোধ রইল ভুল বুঝবেন না আমায় | ভালোবাসার কাঙাল, তাই আপনার মানবিকতার যথাযথ সম্মান বা মর্যাদা, কোনোটাই দিতে পারলাম না | ইতি,  আঁখি
Parent