গল্পের মত বাস্তব - অধ্যায় ৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-24738-post-1824915.html#pid1824915

🕰️ Posted on April 11, 2020 by ✍️ eklasayan (Profile)

🏷️ Tags: None
📖 517 words / 2 min read

Parent
- রুপসা তোমার সাথে কথা আছে, কলেজের পর গেটের বাইরে অপেক্ষা করো | - নিশ্চই স্যার....  | - ( এক বান্ধবীর উদ্দেশ্যে ) কি রে দেখলি, বলেছিলাম না অনিরুদ্ধ স্যার একদিন আমার পেছন পেছন ঘুরবে, এখন মিলল তো??!!  - সত্যি বাবা, তোর কথার দম আছে বটে | অমন একগুঁয়ে লোকটাকেও নিজের পিছনে ঘুরিয়ে ছাড়লি | - হুহু!! আচ্ছা চলি, একটু ফ্রেশ হয়ে নি কি বলিস!!                   ************** - হ্যাঁ স্যার, বলুন কি বলবেন | - হুম্ম, আচ্ছা তোমার দেরি হয়ে যাবে না তো.........  - না না স্যার, কোনো অসুবিধা হবে না | আপনি বলুন | - উমমমম, তাহলে এমন দাঁড়িয়ে কথা না বলে সামনের কফিসপ টায় যাওয়া যেতে পারে, কি বলো?  উফফফফফ, এতদিন তো এটাই চাইছিলাম | এমন একজন হ্যান্ডসাম ছেলের সাথে কফিসপে যাওয়ার ব্যাপার টাই আলাদা | ওহহ, আজ যে কার মুখ দেখে উঠেছি, শেষ পর্যন্ত অনিরুদ্ধ স্যারও ধরা দিলেন তাহলে | - এই রুপসা, রুপসা!! কি ভাবছো? অসুবিধা থাকলে.......  - আরে না না, তেমন কিছু না | চলুন যাওয়া যাক | - হুমমম, চলো | - কফি তো প্রায় শেষ হতে চললো, আপনি বললেন না কি বলবেন বলেছিলেন | - ওহ হ্যাঁ, আসলে আমি অনেক ভেবে দেখলাম, তোমরাই ঠিক ছিলে | এইসব আঁখিদের মত মেয়েদের কোনো স্ট্যান্ডার্ড হয় না | এদের থেকে দূরে থাকাই ভালো | - এবার বুঝলেন তো স্যার, কেনো আপনাকে সাবধান করছিলাম? সম্পর্কে আমার বোন হলেও, আমি বলছি ও খুব লোভী, সুযোগসন্ধানী | সময়মত না ফিরে এলে আপনি ঠিক ফেঁসে যেতেন | ও আপনাকে ব্যবহার করতো, আপনি বুঝতেই পারতেন না | - আর তার জন্যই তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে | তুমি না থাকলে, আরও অনেক খারাপ হতে পারত | - আরও মানে??? কেনো স্যার, ও কিছু করেছে নাকি????  - আর বোলো না, জানো তো একলা মানুষ | তাই রান্নার কাজের জন্য ওকে রেখেছিলাম | ভাবলাম আমার কাজও হবে, ওর ও একটু সাহায্য হবে | তা না, চুরি করে পালালো | - কি:!!!!!! চুরি??????  - হ্যাঁ, আর বোলো না | আর এমন জিনিষ নিয়ে পালিয়েছে যে হাজার অসুবিধা হলেও কাউকে বলতে পারছি না | - আপনি আমায় বলতে পারেন স্যার | তারপর আমি বাড়ি গিয়ে ওর ব্যবস্থা নিচ্ছি | - না না, তোমায় কিছু করতে হবে না | একবার সামনে পাই না, যা করার আমিই করবো | যাক গে, শুধু শুধু ওর কথা বলে আমরা আমাদের সন্ধ্যাটা খারাপ করবো কেনো....বলো?  - হ্যাঁ স্যার, ঠিক বলেছেন | - উফফফফফ, রুপসা | তোমার মুখে এই স্যার ডাকটা শুনতে আর ভালো লাগছে না | এবার কি অনিরুদ্ধ বলে ডাকা যায় না? অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে তো | ওরেব্বাস, এ যে মেঘ না চাইতেই জল | এবার মনে হয় সত্যিই উনি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, যাক শেষমেষ আঁখির ভূতটা নেমেছে মাথা থেকে | না হলে কদিন ওরা যা একসাথে ঘোরাঘুরি করছিলো, আমি তো ভাবলাম....... যাই হোক বেশি ভেবে কাজ নেই বাবা, একবার যখন ফাঁসিয়েই ফেলেছি আর বেশি ঝুলিয়ে কাজ নেই | এমনি আমাদের কলেজের মেয়ে গুলো যা হ্যাংলা | - রুপসা, কি হল? কিছু বলছো না যে? সব ঠিক আছে তো?  - আরে হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে স্যার | ওহ হো সরি সরি....... অনি, কি চলবে তো এবার???  - আরে চলবে কি বলছো, এ তো পুরো দৌড়োবে | হা হা হা হা |
Parent