গণদেবতা : --- virginia_bulls - অধ্যায় ১৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-42629-post-3944963.html#pid3944963

🕰️ Posted on November 11, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 699 words / 3 min read

Parent
মহিলার এমন অকপট সমর্পণে নির্বাণ অনেক সাচ্ছন্দ অনুভব করলো । " আচ্ছা সেদিন আমি যে আপনার সাথে ইচ্ছাকৃত নোংরামি করলাম তাঁর জন্য ক্ষমা চাইছি !" মোহনা কিছু বলে না লজ্জায় মুখটা লাল হয়ে যায় তাঁর । তাঁর পর জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বলে " ওই অবস্থায় আপনাকে আঁকড়ে ধরা ছাড়া আমার রাস্তা ছিল না , ছেলেটা আমায় না পেলে কাঁদে তাই বাড়ি আমায় ফিরতেই হতো , অতো পয়সা নেই যে গাড়ি করে যাবো ! আমি কিছু মনে করি নি ! আপনাকে দেখে আমার মনে হয় নি আপনি খারাপ লোক !" স্টেশন-এ আজকাল সিগারেট খাওয়া যায় না , নাহলে একটা সিগারেট খেত নির্বাণ । মাঝে মাঝে দু একদিন পর পর একটা সিগারেট খায় শখে । কথা শুনে নির্বাণ মৃদু হেসে বলে " আমি কিন্তু খুব খারাপ লোক !" মোহনা ম্লান হয়ে যায় , নির্বানের মজা করাটা সে ধরতে পারে না । শুধু আস্তে আস্তে বলে " খারাপ হলে খারাপ , অনেক খারাপি তো দেখলাম , কি আর করবেন পয়সা দেবার অছিলায় আমায় বলবেন বিছানায় শুতে এই তো !" নির্বাণ রেগে যায় " আপনি এমন ভাবছেন কেন , চি চি আমি তাই বলেছি নাকি ! আপনার যেমন আমায় ভালো লেগেছে ,আপনাকেও আমার ভালো লেগেছে একে অপরকে সাহায্য করতেই পারি বিপদে ! আপনার এমন ভাবা ঠিক নয় !" মোহনা বলে " আপনি জানেন না কত লোক চার পশে আসে তাদের চাহিদা নিয়ে , আমি ক্লান্ত সত্যি আমি ক্লান্ত!" মোহনা এর পর নির্বানের হাঁটু ধরে বলে " একটা কাজ দিন না , ঘরের তোলা কাজ ও করবো যদি দু এক হাজার হাতে আসে বড্ডো উপকার হয় ! আমি সম্মানের সাথে মাথা তুলে দাঁড়াতে চাই আমার ছেলের জন্য ! " নির্বাণ বলে " আচ্ছা দেখি এখুনি জানি না বলতে পারছি না তবে আমি চেষ্টা করবো ! কিন্তু আপনাকে যোগাযোগ করবো কি ভাবে !" মোহনা বলে " চিত্তরঞ্জন আমার স্বামী আছে অর্থোপেডিক বেড 32 ! ওখানেই থাকি বেশির ভাগ সময় খুঁজলেই পেয়ে যাবেন । এরই মধ্যে ট্রেন ছেড়ে দিলো ! নির্বানের মনে পড়লো আবিরের কথা । উত্তর পাড়া ফেরিঘাটে ওহ একটা লজ খুলেছে , খুব ভালো মানের ,সেখানে একটা মেয়ে রিসেপশনিস্ট চাইছিলো কম মাইনে তে দিন দশেক আগে ! মোহনার দিকে আচমকা তাকিয়ে বলে " একটা কাজ আছে দাঁড়ান দেখি !" বলেই নিজের মোবাইল খুলে আবির কে ফোন লাগলো নির্বাণ ! খানিক খান বেল বাজার পর আবির ধরলো " কিরে সালা কোথায় থাকিস , ফোন নেই কিছু নেই , তোর বাড়ি থেকে বললো দিল্লী গেছিস তাই ফোন করি নি ! তাঁর পর গণ দেবতার কি খবর ?" নির্বাণ আবির কে থামিয়ে বলে " গণদেবতার খবর রাখ , একে একটা উত্তর দেয়া তুই একটা মেয়ে লজ এ রাখবি বলেছিলি তুই পেয়েছিস !" ওপর দিক থেকে উত্তর আসলো " অরে বলিস না রাখলাম তো বাগনানের একটা মেয়েকে 4000 তাকে দেব ,কেঁদে কেটে বললো 5000 না দিলেই নয়, রাজিও হলাম তিন দিন এসে বলে তাঁর বয়ফ্রেইন্ড নাকি তাকে কাজে আস্তে মানা করেছে , আবার খুঁজছি ! কেন তুই হটাৎ এ কথা জিজ্ঞাসা করছিস ? তোর তো আজকেই ফেরার কথা ছিল তাই না !" নির্বাণ বলে " পেয়েছি এক জন কে তাঁর কাজের সত্যি দরকার , তুই তাকে কাজ ডিবি? তাকে একটু শিখিয়ে পরিয়ে নিতে হবে , কিন্তু কাজের তাঁর বড়ো দরকার ! আমি এখুনি তাকে নিয়ে আসছি তোর লজ-এ ।" আবির ওদিক থেকে বলে " আমি সালা 9 টায় ঘুম থেকে উঠি , তুই সকাল 7 টায় ফোন করেছিস ? আমি লজ-এ 10 টার আগে যাই না , কি ব্যাপার বলতঃ !" নির্বাণ একটু আবেগ নিয়ে বলে " সব বলবো তুই তাড়াতাড়ি আয় !" " কিন্তু আমার তৈরী হতে ঘন্টা দুয়েক লাগবে , আমি বরণ জীবনদাকে বলি আমার ঘরটা খুলে দিক , তুই স্নান করে ফ্রেশ হয়ে নে, আর ওদের ব্রেকফাস্ট বানাতে বলে দিচ্ছি দুজনের জন্য ! অপেক্ষা করিস চল ওকে টাটা !" ফোন ছেড়ে একটা স্বস্তির নিঃস্বাস নেয় নির্বাণ , নিশীথের কথা টার খুব মনে পড়ছে , এসব ব্যাপারে সে খুব একটিভ ! মোহনার দিকে তাকিয়ে অবাক হয়ে চেয়ে রইলো নির্বাণ । চক দিয়ে টার ঝড় ঝড় করে জল গড়িয়ে পড়ছে , মুখে এই কৃতজ্ঞতা জানবার ভাষায় নেই পর্যন্ত !" নির্বাণ মুখটা নামিয়ে বলে " একটা হিল্লে হলো মনে হয় , আমার সাথে উত্তরপাড়া যেতে আপত্তি নেই তো ?" মোহনা মাথা নাড়ে চক মুছতে মুছতে । বাড়ি ছেড়ে ট্রেন উত্তর পাড়া এসে পৌঁছলো । " নিন চলুন " বলে মোহনা কে নিয়ে উঠে গেলো নির্বাণ !
Parent