গৃহবধূর গোপন প্রেম by senian - অধ্যায় ৮০

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-2633-post-5115839.html#pid5115839

🕰️ Posted on January 29, 2023 by ✍️ ronylol (Profile)

🏷️ Tags:
📖 680 words / 3 min read

Parent
তুশি নিজের নতুন নতুন বিয়ের সময়কার কথা ভাবছিল। তখনই তুশির ফোন বেজে উঠল। ফোন বাজার আওয়াজ তুশির কল্পনার ব্যাঘাত ঘটালো। এই সময়ে আবার কে ফোন দিল? তুশি ওসব চিন্তা ছেড়ে ফোন ধরতে গেল। ফোনটা হাতে নিয়ে দেখে আলম ফোন দিয়েছে। নিজাম ফোন দিলে তুশি যতটা খুশি হত, আলম ফোন দেয়াতে তুশি ততটা খুশি হলো না যতটা আগে হত। তুশি নিজেও জানেনা কেন? তবুও তুশি ফোনটা ধরল কেননা, আর যাই হোক, আলম তুশির প্রকৃত স্বামী, ওরা দুজন আজ এতটা বছর ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ। ফোনটা ধরেইঃ তুশিঃ হ্যালো। কেমন আছেন আপনি। আজ এতদিন পর বউয়ের কথা মনে পড়ল? আলমঃ হ্যালো জান। সরি আসলে কাজে ব্যস্ত থাকি তো তাই তোমাকে ফোন দিয়ে তোমার সাথে কথা বলবো সে সময়টুকুই পাই না। আমারও মন চায় যে আমিও আমার জান পাখি তুশির কাছে থাকি, বাহুবন্ধনে তোমাকে জাবড়ে ধরে সব ক্লান্তি আর গ্লানি ঝেড়ে ফেলি।  (কিন্তু বেচারা আলম কি জানে যে ওর জান পাখিকে এখন ওদেরই প্রতিবেশী নিজাম বাহবন্ধনে আঁকড়ে ধরে পরম সুখ আর শান্তিতে ভরিয়ে রেখেছে আর এখন এই জান পাখিটিই সেই নিজামের সংস্পর্শে মত্ত থাকার জন্যেই ব্যাকুল হয়ে বসে আছে আর মনে মনে নিজামের ফোনেরই আশা করছিল?) তুশিঃ আমারও তো মন চায় যে আপনার বাহুবন্ধনে নিজেকে সপে দেই। কতদিন হয়ে গেল আপনার আদর পাই না জানেন? (আর পাবো কিনা সেটাও নিশ্চিত বলতে পারছি না) আলমঃ ধূর বোকা, এভাবে বলতে হয় নাকি? আর শোন তা তোমাকে ফোন করেছি একটা বিশেষ সারপ্রাইজ দেয়ার জন্যে।  (এই মুহুর্তে তুশিকে নিজামের কাছে কিংবা নিজামকে তুশির কাছে এনে দিক, সেটাই হবে তুশির জন্যে বড় সারপ্রাইজ - তুশি মনে মনে এটা ভাবতে থাকে।) তুশিঃ কি সারপ্রাইজ? আলমঃ আমি আগামীকাল বাসায় আসছি, পুরো এক মাসের লম্বা ছুটিতে। তারপর এসে তোমাকে পরম স্নেহ মমতা, ভালোবাসা আর আদর দিয়ে মাতিয়ে রাখব।  তুশিঃ সত্যি...!!!!!! (আগে যেমনটা খুশি হত এ কথা শুনে এখন ততটা খুশি হলোনা। প্রিয় পাঠক, ঘটনাটা আপনারা জানেন) আলমঃ হ্যাঁ সত্যিই। আমি আসার জন্য ট্রেনের টিকেটও কেটে ফেলেছি। আর এবার এসে তোমাকে, রাফিনকে আর রিতিকে নিয়ে ঘুরতে যাবো।  তুুশিঃ মা কে নিবেন না? (কপট রাগ দেখিয়ে) আলমঃ সে কি! মাকে নেব না, সে কি হয় না কি? অবশ্যই উনাকেও নেব আমাদের সাথে। যেন রাফিন আর রিতিকে উনার কাছে রেখে তুমি আর আমি মিলেমিশে একাকার হয়ে যাই।  তুশিঃ তো আমি কি জানতে পারি আমরা যাচ্ছি কোথায়? আলমঃ আমরা যাবো, ঢাকায় “ক” এলাকায় আমাদের জন্য একটা হোটেল বুক করেছি যেখানে আমরা পুরো এক সপ্তাহ থাকব।  এলাকার নামটা শুনে ‍তুশির পেট গুড়গুড় করতে শুরু করে দিল। কেননা সেই এলাকাতেই নিজাম থাকে তার পরিবার সহ। আর নিজামের বাসা থেকে পায়ে হাঁটার দূরত্বেই একটা হোটেল আছে, যদি আলম সেই হোটেলটাই বুক করে রেখে থাকে, তবে তো সোনায় সোহাগা। এটা শুনে তুশি যারপরনাই অত্যন্ত খুশি হয়ে গেল। কেননা আলম তুশিকে কেবল নিজের সাথে ছুটি কাটানোর জন্যেই না, বরং তুশিকে গোপনে গোপনে নিজামের কাছে গিয়ে নিজামের সংস্পর্শ পাওয়ার সুবর্ণ সুযোগ প্রদান করার জন্যও নিয়ে যাচ্ছে।এতে তুশি অনেক বেশি খুশি হয়ে গেল আর বললঃ তুশিঃ সত্যিই বলছেন??? আপনি আমি আর আমরা সবাই ঘুরতে যাবো ঢাকায়?  আলমঃ হ্যাঁ। তবে আমার জান পাখি এতটা খুশি? ঘটনা কি?? ;)  তুশিঃ হুঁ, সারাদিন আপনাকে এই চৌকোণা ঘরের ভেতর বন্দি করে রাখা হোক লম্বা সময় পর্যন্ত তাহলেই বুঝবেন। বাহিরে যাওয়ার সুযোগ পাচ্ছি তো খুশি হব না তো কি কাঁদব?  আলমঃ (একটু জোড়ে হেসে) হাহা হা, বুঝেছি। আমার জান ফ্রেশ বাতাস নিতে চাইছে। সমস্যা নেই কাল আসি তারপর সব হবে। আর শোনো, আমি আসছি আর আমরা ঢাকায় এক সপ্তাহের জন্য ঘুরতে যাচ্ছি এই ব্যাপারে এখনই মা’কে কিছু জানিও না। আমি এসে সারপ্রাইজ দেব।  তুশিঃ আচ্ছা।  আলমঃ  আচ্ছা তাহলে এখন আমি রাখি তোমার সাথে পরে আবার কথা বলব নে রাতের বেলা।  তুশিঃ ঠিক আছে। ভালোমতো খেয়ে নিয়েন। বায়।  আলমঃ বায় যেই তুশি সকাল থেকে নিজের আর নিজামের মিলনের ভিডিও দেখে উদাসীন হয়ে পড়েছিল যে আবারও যদি নিজামের কাছে যেতে পারত তো ভালো হত। সেই তুশি দু দুটো খুশির খবর পেয়ে অতি উৎসাহিত হয়ে পড়েছে। প্রথমত আলম আসছে আর এসেই তুশিকে পরিবার সমেত ঢাকায় বেড়াতে নিয়ে যাবে। আর দ্বিতীয়টা হল, যে এলাকায় ওরা থাকতে যাচ্ছে পুরো এক সপ্তাহ, সেখানেই নিজামদের বাসা। তাই তুশি যে কোন সময়েই ফাঁকি দিয়ে নিজামের কাছে যেতে পারবে নিজের গোপন প্রেমিকের আদর নেয়ার জন্য। এতসব ভাবতে ভাবতে অনেকটা খুুশিতে নেচে নেচে তুশি গোসল করার জন্য ওয়াশরুমে গেল। আর তুশির এহেন আচরণ সাফিরার নজর কেড়ে নিল।
Parent