ঝাপটা (Flapping) --- রাখাল হাকিম - অধ্যায় ১৮

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-43995-post-4131366.html#pid4131366

🕰️ Posted on December 20, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 385 words / 2 min read

Parent
হাঁটতে হাঁটতে সাগর এর খুব কাচাকাছিই চলে এসেছিলাম। রেখা দিদি বিস্ময় ভরা চোখ নিয়ে বললো, বাহ, সাগর এর ঢেউ এত সুন্দর! কাছ থেকে না দেখলে তো জানাই হতো না। আমি বললাম, বলেন কি? সাগরের এত কাছাকাছি থাকেন, অথচ সাগর এর ঢেউ কখনো দেখেন নি? সাগরের ঢেউ দেখে অতি বিস্ময়ে রেখা দিদি কেমন যেনো থ হয়ে ছিলো। বিড় বিড় করেই বললো, বলিনি তোমাকে? আমরা * । একটু অন্য রকম। চাইলেও অনেক কিছু পারি না। আমি বললাম, চাওয়া পাওয়া হলো নিজ ইচ্ছার উপর। রেখা দিদি হঠাৎই আনন্দে চিৎকার করে উঠলো, হ্যা খোকা, আমি আর পিছুটান মানিনা। এই পৃথিবীর যত সব সুন্দর, তা একা একা উপভোগ করা যায়না। পাশে কেউ থাকলে সাধারন সাগরের ঢেউও অদ্ভুত সুন্দর লাগে! অদ্ভুত! রেখা দিদি কাছাকাছি থেকে সাগর এর ঢেউ দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠলো। ছুটতে ছুটতে সাগরের পানিতেই নামলো। চিৎকার করেই ডাকতে থাকলো, খোকা তুমিও এসো। দেখো, কি শীতল পানি! আমি সাগর পারের ছেলে। সাগর এর পানিতেই আমার যুদ্ধ, জয়। সাগরের পানি কতটা শীতল, আর কতটা উষ্ণ, আমার না জানার কথা না। তবে, রেখা দিদির আনন্দ দেখে আমার মনটাও আনন্দে লাফাতে থাকলো। রেখা দিদি সাগর এর অগভীর পানিতে কাৎ হয়ে শুয়েই পরলো। আমিও হাঁটু পানিতে সাগরের বুকেই কোমর ভিজিয়ে বসলাম রেখা দিদির সামনা সামনি। রেখা দিদি মুচকি হাসিতেই বললো, জীবন এত যে সুন্দর, বুঝিনি কখনো আগে। রেখা দিদিও কি আমার প্রেমে পরে গেলো নাকি? রেখা দিদির চমৎকার ঠোটগুলোতে চুমু দিতেই ইচ্ছে করছিলো। আমি আমার ঠোটগুলো বাড়িয়ে নিয়েও ফিরিয়ে আনলাম। না, শিশির এর বড় বোন। এতটুকু এগুনো বোধ হয় ঠিক হবে না। রেখা দিদি আমার চোখে চোখেই তাঁকিয়ে রইলো। বললো, মন যা চাইছে, করে ফেলো। নইলে গ্যাষ্ট্রিক কিংবা আলসার হতে পারে। গ্যাষ্ট্রিক হলে ভালো, তবে আলসার হলে সর্বমাশ। আমার মন তো বেশী কিচু চাইছে না। শুধু রেখা দিদির চৌকু ঠোটে একটা চুমু। আমিও সাগরের পানিতে কাৎ হলাম। রেখা দিদির দেহটার দু পাশে হাত ভর করে তার ঠোটের দিকেই আমার মুখটা বাড়ালাম। রেখা দিদি কঁকিয়ে উঠে বললো, এই করো কি? করো কি? আমি তৎক্ষনাত রেখা দিদির কাছ থেকে সরে গিয়ে বললাম, আপনিই তো বললেন মন যা চাইছে করতে? নইলে গ্যাষ্ট্রিক আলসার কি কি হবে বললেন? রেখা দিদি খিল খিল করেই হাসতে থাকলো। আমি বললাম, আবার হাসছেন কেনো? রেখা দিদি বললো, হাসছি তোমার বোকা বোকা ভাব দেখে। এর জন্যেই তোমাকে এত ভালো লাগে। তোমার মন তাহলে বলছে, আমাকে চুমু দিতে? আমি উপর নীচ মাথা দোলালাম। রেখা দিদি চোখ দুটি বন্ধ করে বললো, ঠিক আছে, দাও।
Parent