জীবন জুয়া ( আমার নিজের কথা ) by udashin74 - অধ্যায় ১৩

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-39859-post-3592123.html#pid3592123

🕰️ Posted on August 13, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 209 words / 1 min read

Parent
কত ক্ষণ ঘুমিয়েছি মনে নেই। মাঝে একবার অল্পের জন্য ঘুম ভেঙ্গেছিল। নিপার ব্যাড এর দিকে চোখ গিয়েছিল। নিপা ছিল না ব্যাড এ। আবার ঘুমিয়ে পরেছিলাম। কতো দিন পড়ে এতো সুন্দর ঘুম হোল আমার? থাক এশব ভেবে এখন কি হবে। ক্ষুধায় পেট চোঁচোঁ করছে। আরও ঘুমাতে ইচ্ছা করলেও টা আড় হোল না। নিপা জানালের কাছে বসে আছে চেয়ার নিয়ে। বাইরে তাকিয়ে আছে এক দৃষ্টি তে। কখন উঠেছে ঘুম থেকে? আমি উঠেই ইন্টারকম থেকে কল করে নাশতার অর্ডার করে বাথরুম এ ঢুকে গেলাম। ফ্রেস হয়ে বের হয়ে নিপার সামনে চেয়ার এ গিয়ে বসলাম। তেমন কোন দ্বিধা আজ কাজ করছিলো না। নিপাঃ ঘুম ভালো হইছে? আমিঃ হুম নিপাঃ আপনে কি কথা অনেক কম বলেন? আমিঃ হুম নিপাঃ আজব মানুষ আপনে। আমিঃ কেনও? আজবের কি হোল? কথা কি বলতেই হবে? নিপাঃ কথা না বললে কি হয়? আমিঃ আমি তো কথা বলি। কিন্তু হয়তো কম বলি। নিপাঃ অনেক ই কম বলেন। নাস্তা দিয়ে গেলো ওয়েটার। পড়োটা, সবজি, ডিম অমলেট, আর চা। অনেক খেলাম আমি। নিপা অ কম খেলো না। সব কিছু সেশ হয়ে গেলো। অনেক তৃপ্তি করে খেলাম। চাপের কাপে চুমুক দিতে দিতেই একটা সিগারেট ধরালাম। আমিঃ তোমার ঘুম ভালো হয়েছে? নিপাঃ হ্যাঁ। একটা সিগারেট দিবেন? আমিঃ তুমি সিগারেট টানও? নিপাঃ মাঝে মাঝে। সব সময় না। আমিঃ এখন টানবে? নিপাঃ হ্যাঁ। আমিঃ ওকে। নাউ
Parent