কাজল নদী Written By Tumi_je_amar - অধ্যায় ৩

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-28266-post-2120177.html#pid2120177

🕰️ Posted on July 2, 2020 by ✍️ Kolir kesto (Profile)

🏷️ Tags:
📖 276 words / 1 min read

Parent
(#০২) মানসী বুদ্ধিমতী মেয়ে। পড়াশুনাতেও ভাল। ঘরের সব কাজই করতে পারে। রান্নাও ভালই করে। সমাজের হিসাবে ওর একটা জায়গাতেই সমস্যা আছে। ওর গায়ের রঙ খুব কালো। বাড়ীতে মায়ের আদরের মেয়ে আর সুলগ্না বৌদির ভালবাসার ননদ হলেও কলেজে কোন বন্ধু নেই। মানসী এতদিন ক্লাসের অনেককেই বন্ধু ভাবত। আজ ওর সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। যেহেতু ও পড়াশুনায় ভাল ছিল প্রায় সব শিক্ষক বা শিক্ষিকারাই ওকে ভাল চোখে দেখতেন। যদিও কেউ ওকে কোন বেশী সুবিধা দিতেন না বা প্রশ্রয় দিতেন না। কিন্তু কেউই ওকে তিরস্কার করার সুযোগ পেতেন না।  ক্লাসের প্রায় পনেরো জন ছেলে মেয়ে, যাদের মানসী এতদিন বন্ধু বলে জানত, সবসময় ওর সাথেই ঘুরত। সাথে না বলে বলা যায় ওর পেছন পেছন ঘুরত। মানসী যা বলে সব কথা শুনত। একসাথে আড্ডা দিত। ওর সব থেকে কাছের ছিল কস্তূরী, শিলা, অমিত আর অসীম। সেদিন বাংলা সাহিত্যের ইতিহাস ক্লাসে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস নিয়ে আলচনা হচ্ছিল। গোবিন্দদাসের দুটো কবিতা নিয়ে সেদিন অনেক কথা হয়। ১। মন্দির বাহির কঠিন কপাট। চলইতে শঙ্কিল পঙ্কিল বাট।। তঁহি অতি দূরতর বাদল দোল। বার কি বারই নীল নিচোল।। সুন্দরী কৈছে করবি অভিসার। হরি রহ মানস সুরধুনী পার।। ঘন ঘন ঝন ঝন বজর নিপাত। শুনইতে শ্রবণে মরম মরি জাত।। দশ দিশ দামিনী দহই বিথার। হেরইতে উচকই লোচনভার।। ইথে যদি সুন্দরি তেজবি গেহ। প্রেমক লাগি উপেখবি দেহ।। গোবিন্দদাস কহ ইথে কি বিচার। ছুটল বাণ কিয়ে নয়নে নিবার।। ২। সই , কেমনে ধরিব হিয়া ?  আমার বঁধুয়া আন বাড়ি যায়  আমার আঙ্গিনা দিয়া!  সে বঁধু কালিয়া না চায় ফিরিয়া ,  এমতি করিল কে ?  আমার অন্তর যেমন করিছে  তেমনি হউক সে!  যাহার লাগিয়া সব তেয়াগিনু,  লোকে অপযশ কয় ,  ওই ক্লাসের পড়ের ক্লাস অফ ছিল। দুপুর বেলা বাইরে ভীষণ রোদ, তাই ছেলে মেয়েরা ওই ক্লাসে বসেই আড্ডা দিচ্ছিল।
Parent