কাজল নদী Written By Tumi_je_amar - অধ্যায় ৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-28266-post-2121123.html#pid2121123

🕰️ Posted on July 2, 2020 by ✍️ Kolir kesto (Profile)

🏷️ Tags:
📖 279 words / 1 min read

Parent
(#০৫) মানসী পরদিন কলেজ যায়। তারপর দিনও যায়। রোজই কলেজ যায়। ও নিজেকে একটুও বদলায় না। মানে নিজের মনে অনেক বদল আনে। তবু ওর তথাকথিত বন্ধুদের সাথে ওর ব্যবহার বদলায় না। ও এখন খোলা মনে বুঝতে চেষ্টা করে কে কে ওকে এক্সপ্লয়েট করছে। আর কে কে ওর সত্যি কারের বন্ধু। কিছু ছেলে মেয়ে কোনদিকেই ছিল না। একমাত্র কস্তূরীকে দেখে ওর মনে হয় শুধুই বন্ধু। একদিন সেই কস্তূরীর সাথে ওর কথা হচ্ছিল। কস্তূরী – তুই একটুও বদলালি না মানসী – কিসে বদলাতে বলছিস কস্তূরী – এই যে যাদের তুই বন্ধু ভাবতিস, ওরা তোকে কি ভাবে সেটা জানার পরেও তুই ওদের সাহায্য করিস  মানসী – ওরা আমাকে বন্ধুর মত দেখে না, কিন্তু আমিতো ওদের আমার বন্ধুই ভাবি কস্তূরী – সে আবার হয় নাকি ! বন্ধুত্ব কখনো একতরফা হয় না মানসী – সে ঠিক। ওরা আমাকে কি ভাবে তাতে আমার কি আসে যায়। আমি আমার মতই ভাববো। কস্তূরী – অদ্ভুত মেয়ে তুই ! মানসী – কার যেন লেখায় একটা কথা পড়েছিলাম, মনে হয় বিবেকানন্দ বলেছিলেন। কস্তূরী – কি ? মানসী – সে উত্তম না বলে তুমি উত্তম কেন হইবে না।  আরেকদিন ওদের মধ্যে কথা হচ্ছিল। কস্তূরী – তুই এত কালো বলে তোর খুব দুঃখ না ? মানসী – আমি কালো বলে আমার কোন দুঃখ নেই কস্তূরী – এই যে সবাই তোকে কালো বলে নাক সিটকায়, তোর খারাপ লাগে না ? মানসী – আমি কালো বলে আমার খারাপ লাগে না। বা আমি কালো বলে আমার কোন দুঃখ নেই। কস্তূরী – তোর একটুও দুঃখ নেই ! মানসী – আমার দুঃখ আমার বন্ধুদের জন্য। ওরা এখনও মানুষ চিনতে পারে না। ওরা জানে না কার কাছ থেকে কি আশা করতে হয়।  কস্তূরী – আর সবাই এখনও তুচ্ছ গায়ের রঙকে বেশী মর্যাদা দেয় ! প্রথম পরিচ্ছদ সমাপ্ত
Parent