কিছু মনের সত্যি কথা - অধ্যায় ১০০

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-3428308.html#pid3428308

🕰️ Posted on June 26, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 339 words / 2 min read

Parent
#কথোপকথন -"হ্যালো, কে বলছেন?" -"বাড়ির সামনে জল জমেছে এবারও? সবজি টবজি...মুদি দোকানের জিনিস...আছে তো বাড়িতে?" -"কে বলছেন বলুন তো?" -"ওহ! গলাটাও অচেনা বুঝি এখন!" -"তুমি!" -"আজ ই পেপারে দেখলাম ওইদিকে বৃষ্টি হচ্ছে খুব..." -"কাল থেকে একটু কম... শুক্র, শনি ভাসিয়ে দিয়েছিল একেবারে।" -"তাই তো জিজ্ঞেস করছি, সব আছে তো বাড়িতে?" -"আছে বোধহয়।" -"বোধহয়! সেই, কোনোদিন তো দেখলেই না কিছু..." -"সোমা, জানি কিছু দেখিনি। তবে এই নিয়ে তো কথা হয়েছে অনেকবার। এখন আর কি..." -"হ্যাঁ, স্যরি, আমার আর কি! আজ পেপারে না দেখলে মনেও পড়ত না। " -"তাই কি?" -"আবার কি!" -"আমার কাছে তো অন্যরকম খবর আছে, সোমা।" -"কি বলতে চাও তুমি? আমি সেপারেশানের পরেও তোমাকে ভুলতে পারিনি? তোমার খোঁজ রাখি? এটাই তো? ভুল কথা! একদম ভুল! আমি...ইয়ে, মানবিকতার খাতিরে ফোন করেছিলাম।" -"আসলে বৃষ্টি পড়ছে শুনে ই পেপার খুঁজে পড়েছ। আর তাই, চিন্তা হচ্ছিল তোমার...আমার বাড়ির সামনে জল জমেছে কিনা...তাই না?" -"বললাম তো, ভুল হয়েছে। স্যরি। " -" না না স্যরি কেন। এ তো তোমার ও বাড়ি।" -"মোটেও না।" -"তাই? তাহলে জানলায় তোমার লাগানো জবা, বেল, নয়নতারার টবগুলোকে সরিয়ে দিই?" -"গাছ অবলা জিনিস। ওদের ওপর আমার রাগটা কেন ফলাবে?" -"রাগ! রোজ জল দিই, জানো?" -"জানি।" -"কিভাবে?" -"মানে...মনে হয় আরকি!" -"আমিও একটা জিনিস জানি!" -"কি?" -"সুলতা মাসি ভালোই স্পাইয়ের কাজ করছে! 'ফ্যামিলি ম্যানে'র নেক্সট সিজনে টাস্ক জয়েন করতে বললেই হয়!" -"সু..সুলতা মাসি মানে?" -"মানে, গাছে জল দেবার খবর তো উনিই দেন..." -"কিভাবে বুঝলে?" -"যেভাবে বুঝলাম তুমি আজ ওনাকে রান্না করতে আসার সময় মুদি দোকান থেকে খিচুড়ি রান্নার জিনিস কিনে আনতে বলেছিলে একেবারে... যাতে এই বৃষ্টির দিনে আমার ভাল লাগে.." -"মোটেও না.." -"সোমা, তাহলে যে গোবিন্দভোগ চাল, সোনামুগ ডালের গন্ধটা বেরোচ্ছে রান্নাঘর থেকে, সেটা এমনি এমনি?" -"জানি না যাও!" -"ভালো ও বাসবে, আবার দূরেও থাকবে! কি যে করো!" -"রাখছি আমি!" -"এই, রেখো না...শোনো..." -"কি?" -"তোমার জবা গাছে অনেক ফুল ফুটেছে, মাথা দুলিয়ে গুড মর্নিং বলে আমাকে সকালে। দুপুরে নয়নতারা ফিকফিক করে হাসে। রাতে বেলফুল বলে শুভরাত্রি...কালকের দিন ভাল কাটুক..." -"হুম, তো?" -"তো...ওরা তো তোমার রিপ্রেজেন্টটেটিভ, তাই না?" -"..." -"ফিরে এসো, সোমা! দেখো, এখন গোবিন্দভোগ আর সোনামুগের নাম জানি, গন্ধ জানি। বাকিটাও... শিখে নেব...প্রমিজ! " -"পাক্কা?" -"হিমসাগরের মতো পাকা!" -"ধ্যাত!" -"হা হা হা!"
Parent