কিছু মনের সত্যি কথা - অধ্যায় ১০৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-3528705.html#pid3528705

🕰️ Posted on July 24, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 236 words / 1 min read

Parent
#কথোপকথন -" এক্সকিউজ মি! আপনি কি বাঙালি?" -"হ্যাঁ, কেন বলুন তো?" -"ইয়েস! ইয়েস! ইয়েস!" -"এক্সকিউজ মি!" -" স্যরি... আসলে নিজের সাথে বাজি ধরেছিলাম যে আপনি বাঙালি কিনা... আসলে বিদেশ বিভুঁইতে নিজের লোক পেলে যা মজা হয় না..." -"আমি আপনার নিজের লোক না!" -"হ্যাঁ তো! মানে, না তো! ইয়ে মানে বাঙালি বাঙালি একটা ইয়ে আর কি..." -"ইয়ে, মানে?" -"মানে ইয়ে...কিছু না!" -"আশ্চর্য ইরিটেটিং পাবলিক তো!" -"আ..আমি ইরিটেটিং? " -"অফকোর্স! চেনা নেই শোনা নেই, 'নিজের মানুষ'! ডিসগাস্টিং!" -"প্লিজ এভাবে বলবেন না...আমি একজন ভাল মানুষ। নিরীহ মানুষ।" -"..." -"ইয়ে... একটা কথা বলব? এটাই শেষ কথা, প্রমিস!" -"বলুন" -"গ্রাউন্ড ফ্লোর এসে গেল। আপনার শরীর এখন ঠিক লাগছে তো?" -"মা...মানে?" -"মানে... লিফটে উঠেই দেখলাম আপনি ভীষণ ঘামছেন... চোখ বন্ধ করে এই স্টিলের রডটাকে ধরে আছেন...এত সুন্দর ভিউ...তাও উল্টোদিকে ফিরে...তাই মনে হচ্ছিল আপনার বোধহয় বন্ধ, বদ্ধ জায়গায় থাকার ভয়, মানে ক্লসটোফোবিয়া আছে... তাই ভুলভাল কথা বলে ডিস্ট্র‍্যাক্ট করছিলাম... স্যরি..." -"শুনুন, এই যে, এক্সকিউজ মি!" -"হ্যাঁ, বলুন..." -"আপনি ঠিক বলেছেন। আমি বদ্ধ জায়গায় ভয় পাই। তবে আজ...ভাগ্যিস আপনি ছিলেন..." -"" -"আই অ্যাম স্যরি। রিয়েলি। খুব রুডলি কথা বলেছি আপনার সাথে..." -"ইটস ওকে!" -"নো ইট ইজ নট! আপনি অচেনা মানুষ হয়েও আমার সমস্যা বুঝে আমাকে হেল্প করলেন..." -"আসলে...সত্যি বলতে কি...লিফটে ওঠার পর থেকেই আপনার দিক থেকে চোখ সরাতে পারিনি...তাই তো খেয়াল করলাম..." -"তাইই বুঝি?" -"হুম..." -"স্টিল...আই ওয়াজ রুড। কফি অন মি? চলবে?" -"দৌড়বে..." -"চলুন তবে...নেক্সট স্ট্রিটে একটা ভাল ক্যাফে আছে..." -"গ্রাউন্ড ফ্লোরে তো? নইলে তো আবার বকা খেতে হবে আপনার কাছে..." -"হা হা হা!"
Parent