কিছু মনের সত্যি কথা - অধ্যায় ১১৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-3595809.html#pid3595809

🕰️ Posted on August 14, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 146 words / 1 min read

Parent
অ্যাডমিন পোস্টটা করে দিয়ে লজ্জা লজ্জা লাগছিল রিয়ার। প্রায় বছরখানেক হলো ফেসবুকে এই ফুডগ্রুপটিতে আছে ও। রান্না ওর সখ। আর সেই সুবাদেই একদিন আলাপ হয় গ্রুপের অ্যাডমিন প্রীতমের সাথে। প্রথমে টুকটাক কমেন্টে কথা, তারপর ইনবক্স, হোয়াটসঅ্যাপ। 'আপনি' থেকে 'তুমি' হলেও কখনই  সীমা অতিক্রম করেনি প্রীতম। করে ফেলেছে রিয়া নিজেই। ভালবেসে ফেলেছে শান্ত আর গভীর স্বভাবের প্রীতমকে। আর আজ, প্রীতমের জন্মদিনে আর থাকতে না পেরে কেক বানিয়ে 'হ্যাপি বার্থডে পি' লিখে, ছবি তুলেছে। আর সেটা ওই গ্রুপেই পোস্ট করে দিয়েছে। কিন্তু এবার বড্ড লজ্জা লাগছে! পোস্ট অ্যাপ্রুভ করার সময়ে তো প্রীতম দেখবেই, কি ভাববে! যদি ভুল বোঝে? "তোমার জন্য না" বলে কাটিয়ে দেবে? তাহলে তো মনের কথা মনেই থেকে যাবে... ইস! কেন যে করল এরকম! ভাবতে ভাবতেই 'টুং' করে শব্দ। হোয়াটসঅ্যাপ। প্রীতমের! কাঁপা কাঁপা হাতে ফোনটা হাতে নিল রিয়া। এক লাইনের মেসেজ "আই লাব্বিউ টুউ, রি!" হাতটা এখনও কাঁপছে রিয়ার... বুকে লাবডুব প্রীতম আর রিয়া...খুশি থাকুক খুব...।।  
Parent