কিছু মনের সত্যি কথা - অধ্যায় ১১৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-3630631.html#pid3630631

🕰️ Posted on August 24, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 273 words / 1 min read

Parent
#কথোপকথন    -" কি রে, চোখে জল কেন?" -"আমি...আমি খুব খারাপ, তাই না?" -"মানে?" -"আহ্! বাংলা বুঝিস না নাকি? আমি খুব খারাপ, তাই না? " -"কেন, শুনি?" -"আমি মোটা, কালো..." -"বেঁটে, নাক বোঁচা..." -"এই... ভাল হবে না কিন্তু..." -"আহা, না হয় এই দুটো নয়। তুই নাক চোখা, লম্বা, কিন্তু মোটা আর কালো... তাতে কি হলো?" -"তো, আমাকে বাজে লাগে তো দেখতে? সবাই বলে?" -"অ্যাঁ! সবাই বলে! কে বলে? এই একবিংশ শতাব্দীতে যারা এসব বলে, তাদের স্রেফ 'ওম ইগনোরায় নমঃ' করে সরিয়ে দে।" -"আমি খুব বাজে রে। সবদিক দিয়ে" -" এটা কে বলেছে? কুচুটে বন্ধু? হিংসুটি কলিগ? না ছিদ্রান্বেষী আত্মীয়? " -"অনেকেই বলে..." -"কৌন হ্যায় ইয়ে 'অনেকে'ই, কাঁহা সে আতেঁ হ্যায় ইয়ে 'অনেকেই'!" -"উফ, তুই না..." -"সিরিয়াসলি, যারা তোর ভাল না দেখে খালি খারাপটাই দেখে, তারা কি আদৌ তোর কেউ ছিল কোনোদিন? হ্যাঁ, ভুল করলে বলতেই পারে... তুই ভুল করলে ইগনোর করতে পারে...তবেই না..." -"মনটা ঠিক হচ্ছে না কিছুতেই।" -"কেন? তোর নিজের জন্য কি তুই যথেষ্ট না?" -"ওরম মনে হয়।" -"না। এরকমটাই হয়।" -"কি যে বলিস!" -"ভাব তো, ছোটবেলা থেকে এই এখন পর্যন্ত, কতবার, কত তুচ্ছ কারণে চোখে জল এসেছে তোর? কত তুচ্ছ মানুষের জন্য? তখন কষ্ট পেয়েছিস, তারপরেই ভুলে গেছিস, তাই না? নিজেকে বাজে ভাবলে কি এতদূর এগোতে পারতিস? আর এতদূরে, এই আজকের দিনটা অব্দি এসেছিস যখন, বাকিটাও পারবি।" -"থ্যাংকইউ! অনেক বেটার লাগছে এবার।" -"ইউ আর ওয়েলকাম! আচ্ছা শোন, একটা কথা বলার আছে..." -"বল, বল..." -"তুই বেঁটে না ঠিক ই... কিন্তু নাকটা কিন্তু বোঁচাই..." -"কিইইইই? আমার নাক বোঁচা? আয়, ঘুঁষি মারি তোর নাকে.." -"একটুউউউ টেকনিক্যাল সমস্যা আছে ডার্লিং... আমাকে মারতে গেলে সেটা তোর নিজের নাকেই পড়বে... আর আয়নায় মারলে, হাত কাটবে... " -"ধ্যাত!" -"চল, আজ ঘুমিয়ে পড়...কাল আবার নতুন সকাল...হাসি হাসি দিন..." -" "
Parent