কিছু মনের সত্যি কথা - অধ্যায় ১৩৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-3697592.html#pid3697592

🕰️ Posted on September 13, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 252 words / 1 min read

Parent
আজ শুরু করলাম !! সম্মান ( original story in hindi by BABAN ) আমি অভিক , অভীক সেনগুপ্ত … ডকুমেন্টারি ছবি বানাই, সমাজের নানা দিক, নানা সমস্যা গুলো নিজের সাধ্যমতো তুলে ধরার চেষ্টা করি. এখন অবধি গোটাপাঁচেক রিলিজ হয়েছে ...দু একটা পুরস্কার টুরস্কার ও পেয়েছি . সে যাই হোক , এই কিছুদিন আগেই আমার ষষ্ঠ ছবিটার শুটিং শেষ করলাম . বিষয়টা ছিল কল গার্লদের নিয়ে . আর এই ছবিটা বানাতে গিয়ে জীবনে যে অভিজ্ঞতা আর শিক্ষা অর্জন করলাম , কোনোদিন ভুলতে পারবো না ! আজ সেই কাহিনী শোনাবো আপনাদেরকে ... ছবিটার জন্য একটা মেয়ে খুজছিলাম , হ্যাঁ ঠিকই ধরেছেন , একটা সত্যি সত্যি দেহ পসারিনীকে দরকার ছিল আমার . ওদের জীবনের নানা রকমের দিক , চিন্তা ভাবনা, একদম ওদেরই একজনের মুখ থেকে শোনা খুব দরকার ছিল আমার . একটু মুস্কিলে পড়ে গেলাম , এইসব ব্যাপারে আমি একেবারেই আনাড়ি,   একটু আধটু সিগারেট বা কখনো কখনো বন্ধুদের পাল্লায় পড়ে  খুব অল্প মদ্যপান ছাড়া জীবনে আর কোনো কু অভ্যাস নেই আমার !    কি করা যায় ... কি করা যায় ভাবতে ভাবতে আমার এক পুরোনো কলেজের বন্ধু প্রতীকের কথা মাথায় এলো ,  ওর  বেশ সুনাম বা দুর্নাম  আছে এইসব ব্যাপারে আমাদের বন্ধু মহলে !!! সালাকে ফোন করে বলেই ফেললাম অবশেষে , আমার দরকারের ব্যাপারটা ... প্রথমে তো যথারীতি হো হো করে হাসলো , বললো " পথে এস বাছাধন , ডুবে ডুবে ....." তারপরে জিজ্ঞেস করলো , কবে চাই . বললাম , রবিবার করিয়ে দে মিটিংটা ... আবার হাসি ... মিটিং আবার কি রে বোকা .... মাগি আসবে ... টাকা  দিবি, কাজ করবি ... হা হা !!
Parent