কিছু মনের সত্যি কথা - অধ্যায় ১৮৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-3866015.html#pid3866015

🕰️ Posted on October 23, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 165 words / 1 min read

Parent
এক অল্পবয়সী সুন্দরী মোহময়ী যুবতী মোবাইলে কথা বলতে বলতে লিফ্ট এ প্রবেশ করলো। তার একটু আগেই আমিও লিফ্টের মধ্যে ঢুকে পড়েছিলাম। আমার দিকে তার পটল চেরা চাউনির এক ঝলক সামান্য তীর্যক আঘাত দিয়ে সে তার বান্ধবীর সাথে কথাবার্তায় মগ্ন হয়ে পরল, "ছাড়, আমি এখন মোবাইল রাখছি। এখন আমি লিফ্টের মধ্যে আছি। লিফ্টে এক দূর্দান্ত, হ্যান্ডসাম, মেয়েদের ক্রাস্ হওয়ার মত একজনকে পেয়েছি। তাকে একটু বাজিয়ে দেখতে হবে। তোকে আপডেট্ পরে জানাবো।বাই... সি ইউ "। এই বলে সে মোবাইল রেখে দিল। এর আগে আমি কিছু বলি, মেয়েটি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল...... "সরি আঙ্কল, আমার বান্ধবী কখন থেকে জোঁকের মত মোবাইলের সাথে চিপকে রয়েছে এবং আমার সাথে কথা বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে, তাই পেছন ছাড়ানোর জন্যে এই মিথ্যেটুকু বলতেই হোলো। কিছু মনে করবেন না।" সত্যি কথা বলতে কি... আজ পর্যন্ত এইরকম ইজ্জতের সাথে বেইজ্জত কখনও হতে হয়নি। সেই জন্যেই লোকে বলে  চল্লিশের পরে শান্ত থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় সিড়ির ব্যবহার করে ফিট্ থাকুন, লিফ্ট ব্যবহার করবেন না। সমগ্র চল্লিশোর্ধ বন্ধু দের জন্য (Collected)
Parent