কিছু মনের সত্যি কথা - অধ্যায় ২৩

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-2590927.html#pid2590927

🕰️ Posted on November 4, 2020 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 379 words / 2 min read

Parent
#কথোপকথন -'হাই!' -'হাই!' -'স্যরি, ঠিক বেরোবারে মুখে গেছিলাম ফেঁসে..' -'ইটস ওকে!' -'কি অর্ডার করবে? চা?' -'আমি আর খাই না..' -'তুমি চা এ না! সেকি!' -'ছেড়ে দিলাম...ডায়েট করছি...আস্তে আস্তে হবো মেকি..' -'চন্দ্রানী, প্লিজ...আমাদের দুজনের সিদ্ধান্ত এটা..' -'অস্বীকার করেছি সেটা?' -'আমাকে গিল্টি ফিল করিও না তবে...' -'স্যরি বিমান, মনে হয় না এরকম আর হবে...' -'এমনি তোমার অফিসের সব ঠিক তো?' -'হ্যাঁ, সবই চলছে আগের মতো...' -'আর...আর সব...' -'সব ভালো...সব টিপটপ...' -'অফিস থেকে আসছ, খাবে না কিছু? তোমার প্রিয় চাউমিন?' -'বললাম না,,ডায়েটে আছি, ফাস্ট ফুড খাব না কোনোদিন...' -'তুমি ফাস্ট ফুড ছাড়া? হা হা...স্যরি, কিছু মনে করো না..' -'না না, আমি তো মোটা হাতি, ডায়েট করতে পারি না...' -'স্যরি চন্দ্রানী, কিন্তু তুমি হাতি না, কিউট, মিষ্টি..' -'কিউট! মিষ্টি! বাদ দাও, তাতে আর তোমার কী!' -'কয়েকমাস আগেও তো ছিল সব আমার...' -'ছয়মাস পরে...যোগাযোগ ও থাকবে না আর...' -'হুম...ছয়বছরের সংসার...ছয়মাসে শেষ...' -'সেটা হলেই তো ভালো হয় বেশ..' -'সেই! এনেছ? কাগজপত্র?' -'হ্যাঁ...আচ্ছা একটা কথা বলো, বিয়েতে তো চেঞ্জ হয় গোত্র?' -'হ্যাঁ, তাই তো শুনেছি। গোত্রান্তর নাকি বলে?' -'আচ্ছা, ডিভোর্স হলে কি আবার পুরোনো গোত্রটাই ঝোলে গলে?' -'আমার জানা নেই চন্দ্রানী। কিন্তু এসব কথা হঠাৎ...' -'জানি না...মাঝে মাঝে ভাবি, বুকটা করে ওঠে ছ্যাঁত..' -'আমার ও...দুজনে তো ভালবাসতাম দুজনকে...তাহলে...কেন হলো এসব...' -'এখন যদি বলো আমি সংসার চাই নি, সেটা হবে ডাহা ঢপ!' -'ক্যান উই স্টপ ব্লেমিং ইচ আদার?' -'বয়ে গেছে ব্লেম করতে! আমি এমনিতেও মুখ লাগি না কোনো গাধার।' -'হ্যাঁ আমি তো গাধা ই। অযোগ্য, স্টুপিড, ইডিয়ট' -'সাথে স্নব! অহঙ্কারে করো মটমট!' -'আপনিও কম না ম্যাডাম...মুখ খোলাবেন না...' -'হ্যাঁ আমিও ঝগড়াটি...তবে তুমি তো কালিঘাটের কুকুর!' -'হোয়াট! কালিঘাটের কুকুর!' -'জানো না, কাউকে কিছু দিয়ে ফেরত নিলে হয়?' -'হা হা, শুনেছি ছোটবেলায়..' -'খুব তো বড় বড় কথা বলে বলেছিলে আই লাভ ইউ.. নিজেকে দিয়ে নিচ্ছো ফিরিয়ে...' -'চন্দ্রানী...তুমি আটকাতে চেয়েছ? ফিরিয়ে না দিয়ে?' -'তুমি একবার ও বলেছ? যে ফিরে এসো...বাড়ি কি তোমার একার?' -'বাড়ি আমার কোথায়! ও তো তোমার!' -'নেকু! মিটমিটে শয়তান..' -'জানো, তুমি নেই, তাই বাড়িতে নেই কোনো প্রান..' -'সেকথা আগে বলতে কি হয়েছিল? শুধু শুধু উকিলের লাগল ফি...' -'স্যরি বাবু...আর হবে না...কোনওদিন ও না...এবারকার মতো দিয়ে দাও মাফি..' -'প্রমিস? আর ছেড়ে যাবে না তো...বলো? প্রমিস?' -'কক্ষনো না...খুব, খুব, খুউউউউব করেছি মিস...' -'আমিও! ভালো কিছু খাওয়াও দেখি...' -'তোমার ডায়েটের কি হবে? সেকি!' -'কাল থেকে, আজ করব সেলিব্রেট..' -'বেশ...কাল থেকে...জীবনের সবকিছু হবে সেট...' -'বিমান, আই লাভ ইউ, উইথ অল মাই সোওল অ্যান্ড হার্ট..' -'সবসময় পাশে থাকব...টিল ডেথ টু আস পার্ট...'
Parent