কিছু মনের সত্যি কথা - অধ্যায় ২৪৯

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-4089210.html#pid4089210

🕰️ Posted on December 9, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 218 words / 1 min read

Parent
# কথোপকথন   -"এত নিয়ম কেন? অ্যাঁ?" -"পাগল হয়ে গেলি নাকি? কিসের নিয়ম?" -"মোবাইলটাও নাকি ঘরে রেখে যেতে হবে? কেন র‍্যা?" -"কী যে বকছিস পাগলের মতো!...এই শোন? মোবাইল হারিয়েছিস নাকি তুই? তাহলে এটা কোথা থেকে কথা বলছিস?" -"আরে না রে উজবুক! দিনকাল কি পড়ল তাই ভাবছি! অতিথিদের কোনো সম্মান নেই!" -"উজবুক আমি, না তুই? তখন থেকে বাজে বকছিস?" -"ভাব একবার... মামার বাড়ির আবদার এক্কেবারে... " -"দীপ! এনাফ! আমি অফলাইন হচ্ছি, কাল অফিস আছে!" -"আর ম্যেনুর তো ওই ছিরি! বিরিয়ানি নেই। নলেন গুড়ের রসগোল্লা নেই!" -"মাথাটা গেছে!" -"আমাদের বিয়েতে কিন্তু আমরা এরকম করব না! বরং গেস্টদের বলব বেশি বেশি করে ছবি তুলতে। বলব, আমার বৌ ছবি তুলতে খুব ভালবাসে..." -"এই দাঁড়া, দাঁড়া, আমাদের বিয়ে মানে?" -"ব্রিয়ানি কিন্তু মাস্ট, হ্যাঁ? আর যাই বল, ফুচকা, কফি, আর চিকেন পকোড়া ছাড়া বিয়েবাড়ি হয় নাকি?" -"কার বিয়ের মেনু?" -"কেন? বুঝতে পারছিস না?" -"না, পারছি না!" -"তোর আর আমার, আবার কার! সাধে উজবুক বলি!" -"মানেটা কি?" -"দ্যাখ ভাই, ভিকি তোর ক্রাশ ছিল জানি, কিন্তু ও তো তোর মন ভেঙে দিল... তাই আমি ফেভিকল হয়ে জোড়া লাগাতে চাই!" -"দীইইইপ!" -"ভাব, কি কোইন্সিডেন্স... ভিকি নামেও দু অক্ষর, দীপ নামেও তাই!" -"রেলগাড়ি ছোটাস না! ভাবতে দে।" -"ভাবাভাবির কি আছে? আমার মতো পাবি কাউকে আর?" -"আচ্ছা! ওভার কনফিডেন্স!" -"শোন না, চারলাইন কবিতা লিখেছি... বিরাটের আছে অনুষ্কা দীপিকার রণবীর তুলি আর দীপের প্রেমটাও জমে হবে ক্ষীর!" -" যা তা! "  
Parent