কিছু মনের সত্যি কথা - অধ্যায় ২৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-2594051.html#pid2594051

🕰️ Posted on November 5, 2020 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 192 words / 1 min read

Parent
*HEART- TOUCHING*            বাস থেকে নেমে *পকেটে* হাত ঢুকিয়ে আমি চমকে উঠলাম।    *পকেটমার* হয়ে গেছে।    *পকেটে* ছিলটাই বা কি?   মোট *90* টাকা আর *একটা চিঠি,*    যেটা আমি  *মা*কে লিখেছিলাম যে—   আমার *চাকরি* চলে গেছে;   এখন আর *টাকা* পাঠাতে পারব না।      তিনদিন ধরে ঐ *পোস্টকার্ডটাও* পকেটে পড়েছিল।    *পোস্ট* করতে *মন* করছিল না।   *90 টাকা* পকেটমার হয়েছে। এমনিতে *90 টাকা* কোন  *বড় অংকের* টাকা নয়,   কিন্তু ,যার *চাকরি* চলে গেছে তার কাছে *90 টাকা* ,, *900টাকার* থেকে কম নয়।    কিছুদিন পর।  *মায়ের*  *চিঠি* পেলাম।    *পড়ার* আগেই আমার *লজ্জা ও ভয়* লাগছিল।    নিশ্চয়ই *টাকা* পাঠাতে লিখে থাকবে।….   কিন্তু,  *চিঠিটা* পড়ে আমার *মাথাটা* ঘুরে গেল।    *মা* লিখেছে— *“বেটা,* তোর পাঠানো *1000 টাকার*   *মানি অর্ডারটা* পেয়েছি।    বাবা তুই কত *ভাল* রে *সোনা*!…   *টাকা* পাঠাতে  কখনও *অবহেলা* করিসনি।   ” আমি *আকাশ-পাতাল* চিন্তায় ব্যস্ত ছিলাম... তাহলে    *মা* কে *মানি অর্ডার* কে পাঠাল?   কিছু *দিন* পর, আর একটা *চিঠি* পেলাম।    *কয়েক লাইন* লেখা ছিল— *আঁকা-বাঁকা।*  খুবই *কষ্ট* করে *চিঠিটা* পড়তে পেরেছি।    লেখা ছিল— *“ভাই,*  *90 টাকা* তোমার আর *910 টাকা*  আমার কাছ থেকে দিয়ে আমি  তোমার *মা* কে *মানি অর্ডার*পাঠিয়ে দিয়েছি।    *চিন্তা করো না।….*   *মা* তো সবারই *একই রকম* হয়..তাই না?।    *সে কেন না খেয়ে কষ্ট করে  থাকবে…*   ইতি! *তোমার--- পকেটমার??..*
Parent