কিছু মনের সত্যি কথা - অধ্যায় ৩১০

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-4680811.html#pid4680811

🕰️ Posted on February 10, 2022 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 362 words / 2 min read

Parent
# নানা_রঙের_প্রেম -"হাই রাতুল!" -"হেই, হাই রিমি!" -"আজ খুব বিজি নাকি তুই? দেখাই নেই যে!" -"হ্যাঁ রে, একটা কাজের ডেডলাইন আজ। যেভাবেই হোক শেষ করতে হবে।" -"ও হো! কোনো সাহায্য লাগবে? বলতে পারিস..." -"না না, আমার প্রায় হয়েই গেছে... একটু ব্রাশ আপ করতে হবে জাস্ট!" -"আচ্ছা! তাই ভাবি, এত খাইখাই করিস সবসময়, তোকে লাঞ্চরুমেও দেখলাম না..." -"আমি আজ প্যান্ট্রিতে যাইনি রে... ডেস্কেই বসে খেয়ে নিয়েছি।" -"চা খাবি?" -"না রে... এই একটু আগেই তো লাঞ্চ করলাম। এখন চা খেলে যদি অম্বল হয়ে যায়?" -"রাতুল? একটা সত্যি কথা বলবি?" -"যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না!" -"তুই কি আজ আমাকে অ্যাভয়েড করছিস?" -"তুই একটা পাগলি!" -"না, সত্যি বল। আজ সকাল থেকে একবারও আসিস নি ডেস্কে! রোজ অন্ততপক্ষে গুড মর্নিং টুকু তো করিস? লাঞ্চে এলি না... তোকে একবার হোয়াটসঅ্যাপে 'হাই' পাঠালাম, দেখলিও না!" -"হুহ্, আমার মতো ঠ্যালার নাম বাবাজী হলে বুঝতিস!" -"ঠ্যালার নাম বাবাজী? মানে? ও হ্যাঁ... তোর অনেক কাজ... তাই না?" -"কাজকে রাতুল পাত্তা দেয় না, বুঝলি? অন্য একটা ব্যাপার আমাকে পাগল করে দিয়েছে।" -"অন্য একটা ব্যাপার? ওহ্... আমি ভাবলাম ওয়ার্কলোড..." -"বিশ্বাস করছিস না, তাই না?" -"না না, অবিশ্বাস কেন করব?" -"গলা শুনেই বুঝতে পারছি!" -"তোর মুন্ডু!" -"আচ্ছা আচ্ছা... এই যে, আমার ডেডলাইনের আপডেট হোয়া তে পাঠালাম... সেন্ট... দ্যাখ...তবেই বুঝবি!" -"রাতুল...এটা কি... আংটি..." -"মেমসাব হামি গরীব আদমী আছি!" -"মানে?" -"আপাতত আংটির ছবি পাঠালাম...কাজ চালিয়ে নে, প্লিজ!" -"আংটির ছবি? তুই একটা আংটির ইমোজি পাঠিয়েছিস!" -"রাগ করলি নাকি, পাগলি?" -"ইস! পাগলি নাকি!" -"পাগলী, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাব পাগলী, তোমার সঙ্গে ধুলোবালি কাটাব জীবন এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেব কাদা পাগলী, তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দু’কদম। অশান্তি চরমে তুলব, কাকচিল বসবে না বাড়িতে তুমি ছুঁড়বে থালা বাটি, আমি ভাঙব কাঁচের বাসন পাগলী, তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাব পাগলী, তোমার সঙ্গে ৪২ কাটাব জীবন।" -"রাতুল!" -"রিমি!" -"তুই...এটা..." -"সারাদিন ধরে মুখস্ত করছি, বুঝলি? চুপিচুপি বলি... একবার বাথরুমে গিয়ে মহড়াও দিয়ে দিয়েছি! বাইরে কে যেন ঠকঠক করছিল, দরজা খুলিনি!" -"তুই একটা আস্ত পাগল!" -"গিল্টি অ্যাজ চার্জড! পাগলি তোমার জন্যে..." -"এভাবে কেউ বলে...?" -"কিভাবে? ওহ্! চকোলেট দেওয়া উচিৎ ছিল, তাই না? কিন্তু ইতনা মেঁ ইতনা হি মিলেগা!" -"তো চকোলেট কব মিলেগা?" -"হা হা! ওয়েট আর ওয়াচ!" -"পাগল একটা!" -"সবার কাছে সেন্সিবল, একজনের কাছেই পাগল... ওরে মেয়ে, কখনও তো মনের দরজা খোল.." -"উফ!" -" "
Parent