কিছু মনের সত্যি কথা - অধ্যায় ৩২১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-4733653.html#pid4733653

🕰️ Posted on March 22, 2022 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 153 words / 1 min read

Parent
বৈশাখ বলল ইস্ আমি ছিলাম ভাগ্যিস                তাই নতুন বছর আসে ।   জষ্ঠী বলল থাম্ লোকে কেমনে খেত আম               যদি আমি না থাকতাম পাশে ।।   আষাঢ় বলল থাক্  তোদের বর্ষপূর্তি রাখ্              আমিই বাঁচাই গরমের শেষে ।   শ্রাবণ বলল ইশশ্ লোকে কোথায় পেত ইলিশ              নদীর পাশে না দাঁড়ালে এসে ।।   ভাদ্র বলল ইসে আমি কম যাই বা কিসে            আমার সাথেই শুরু শরতের যাত্রা ।   আশ্বিন বলে থাম্ তোর গরমে ঝরে ঘাম           আমিই আনি আগমনীর বার্তা ।।   কার্তিক বলে বেটা  তোদের ঝগড়া এবার মেটা            চেয়ে দেখ গাঁয়ে নবান্নের সুর ।   অঘ্রাণ বলে ঠিক  বলেছিস সঠিক            আনন্দের মাঝে ঝগড়া থাকুক দুর ।।   পৌষ বলল বেশ  হোক ঝগড়া ঝাটির শেষ            আমি বইয়ে দিলাম শীতল হাওয়ার রেশ ।   মাঘ বলল ওরে  তুই টেক্কা দিবি মোরে           আমি না থাকলে লেপের মজা শেষ ।।   ফাগুন বলল দেখ্ আমি এনেছি রঙের ব্যাগ            রঙিন ফুলে বৃক্ষ উঠবে দুলে ।   চৈত্র বলল আন্ হোক বছরের অবসান           নতুনের ভার বৈশাখে দিই তুলে ।।  --ভারতীয় দাদা--
Parent