কিছু মনের সত্যি কথা - অধ্যায় ৩৬৮

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-4995758.html#pid4995758

🕰️ Posted on October 21, 2022 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 386 words / 2 min read

Parent
# কথোপকথন   -"উফ! একটু তর সয় না! বেল বাজিয়েই যাচ্ছে! একটুও সিভিক সেন্স নেই... কেএএএএএ?" -"এত দেরি হল কেন? " -"তুই? হঠাৎ?" -"আগে বল, এত দেরি কেন হল?" -"তুই কে রে? যে তোকে এত উত্তর দেব?" -"সেই এক দোষ তোর! প্রশ্নের উত্তরে প্রশ্ন করতে নেই, জানিস না?" -"ব এ আকার..." -"ল! হ্যাঁ, বানান টা জানিস, আমি জানি।" -"কি চাই তোর?" -"তোর কি চাই?" -'মানেটা কি? আমার বাড়ির নিচে এসে ট্যাঁ ট্যাঁ করে বেল বাজাচ্ছিস, আবার আমাকে বলছিস আমার কি চাই?" -"হ্যাঁ বলছি। বাজার-হাট, ওষুধপত্র - চাই কিছু?" -"মানে?" -"উফ, মানে মানে আর মানে! মানেবই একটা! ফেসবুকে স্টেটাস দিয়েছিস না যে আবার 'তাঁর' কৃপা হয়েছে, তাই জিজ্ঞেস করছি। লাগবে কিছু? এনে দেব?" -'উমম... না সব আছে।" -"পাক্কা?" -"হ্যাঁ রে বাবা। অনলাইন আনিয়েছি সব। এখন দশ মিনিটেই পৌঁছে যায় সব।" -"সেই... সব ই অনলাইন হয়ে গেছে এখন। যাই হোক, ঠিক আছিস এখন? অক্সিজেন লেভেল চেক করেছিস?" -"হ্যাঁ... পঁচানব্বই আছে।" -"আর জ্বর কত?" -"এখন নেই। প্রথম দু'দিন ছিল।" -"মাথার যন্ত্রণা? সর্দি -কাশি? উইকনেস?" -"উফ! কত্ত প্রশ্ন!" -"চিন্তা হয় না বুঝি? গতবার তো খুব খারাপ অবস্থা হয়েছিল তোর।" -"তা যতই চিন্তা হোক, ব্রেক আপ হয়েছে একমাস ও হয়নি, তোর আসার কি দরকার ছিল?" -"হুঁহ! আমার জায়গায় থাকলে বুঝতিস!" -"তোর জায়গা মানে?" -"মানে আমি তোকে যতটা ভালবেসেছি, তুই ও যদি আমাকে ততটা ভালবাসতিস তবে বুঝতিস।" -"মরণ!" -"মরণ নয়, মোরোন! আমি এক্কেবারে ইডিয়ট একটা। গাধা। ছাগল। গরু।" -"এই গরু না... গরু খুব কিউট হয়। বাকিগুলো সব ঠিক। আমি কয়েকটা যোগ ও করতে পারি।" -"তোর জন্য ছুটে ছুটে এলাম, স্টেটাস দেখে - এরকম বলছিস ভাই!" -"আসতে কে বলেছিল? তোর না 'স্পেস' দরকার ছিল?" -"স্টেটাসটা দেখে থাকতে পারছিলাম না তো। পারা যায়, বল?" -"বাবা!" -"ওই যে বললাম, আমার মতো ভালবাসলে বুঝতিস।" -"তা তোর কি মনে হয়, ব্রেক আপ, আনফ্রেন্ড করা... সবকিছুর পরেও আমি পোস্ট টা 'পাবলিক' কেন করেছিলাম?" -"ওরে শয়তান।" -"আমি তো জানিই রোজ রোজ স্টক করিস তুই আমাকে।" -"হুম।" -"শোন, তোকে ভুল বলেছি। আমার একটা জিনিস চাই।" -"দেখেছিস? আমি জানতাম! কিছু না কিছু তোর লাগবেই। বল, আমি এক্ষুণি এনে দিচ্ছি। আচ্ছা, তুই কি খাচ্ছিস? তোর রজনীদি আসছে? আমি খাবার পৌঁছে দেব? উফ! এসময় প্রোটিন খেতে হয় বেশি করে..." -"সাহিল! চুপ। আমাকে বলতে দে প্লিজ, আমার কি চাই?" -"হ্যাঁ হ্যাঁ বল..." -"ক্যান আই গেট আ হাগ, প্লিজ?" -"বাবু..." -"হুম..." -"আই মিসড ইউ সো মাচ! অ্যান্ড আই লাভ ইউ। কোনো স্পেস চাই না আমার। একটা পাশবালিশের মতো স্পেস ও না..." -"সত্যি?" -"তিন সত্যি..." -" "
Parent