কিছু মনের সত্যি কথা - অধ্যায় ৩৭০

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-4998943.html#pid4998943

🕰️ Posted on October 23, 2022 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 225 words / 1 min read

Parent
#কথোপকথন   -"শুনছ? সিমি?" -"..." -"কোথায় যে সব রাখো? দরকারের সময় খুঁজে পাই না কিছু। সিমি?" -"উফ! কি খুঁজে পাচ্ছ না তুমি?" -"এদিকে এসো, বলছি।" -"কাজ করছি, এখন যাবার উপায় আছে কি?" -"আরে দরকারি জিনিস! এসো… দু মিনিট!" -"নিজের জিনিস কেন রাখো না? এখন করবে খিটখিট! " -"উফ! আজব পাবলিক! এসো বলছি।" -"আশ্চর্য! আসছিইই!" -"..." -"কি পাচ্ছ না? বলো?" -"বলছি। কিন্তু তার আগে, মুখটা খোলো…" -"মুখটা? এই না না, আজ না লক্ষ্মীপুজো?" -"তারজন্য কি পশ্চিমে উঠেছে সূর্য?" -"আরে! আজ আমার উপোস!" -"না খেয়ে থাকার মেয়ে তো তুই নোস!" -"এই, আবার তুইতোকারি? মা বকা দেবেন।" -"ওসব পরে হবে। আপনি এখন চুপচাপ খাবেন।" -"রাতুল, এটা কি ঠিক হবে?" -"খাওয়াটা বেঠিক হল কবে?" -"না, বিয়ের পরে প্রথম লক্ষ্মীপুজো…" -"না খাবার অন্য অজুহাত খুঁজো।" -"আরে, বাড়ির বৌ আমি এখন।" -"তাতে কি পালটে গেছে তোমার হরমোন?" -"মানে?" -"না খেয়ে থাকলে তোমার শরীর খারাপ হয় এটা কে না জানে?" -"তাও…" -"প্লিজ কথা শোনো। খাও।" -"মা লক্ষ্মী যদি রাগ করেন?" -"মা? মা তো তোমার… আমাদের? তবে খুশিই হবেন।" -"তোমার যুক্তির কাছে আমি বারবার হেরে যাই!" -"আর প্রশংসা করো না,আই অ্যাম ফিলিং শাই!" -"শোনো… তোমার মনে আছে প্রথমবার তোমাকে দেওয়া আমার কম্পলিমেন্ট?" -"হা হা হা! তা আবার থাকবে না? আমি নাকি ডানদিক থেকে হৃত্বিক রোশন ফিফটি পারসেন্ট?" -"কথাটা পাল্টাতে চাই, বুঝলি?" -"এবার কে 'তুই' বলছে? আচ্ছা, কি পাল্টাবি?" -"আই লাভ ইউ অ্যান্ড ইউ আর বেটার দ্যান রোশন!" -"আই ব্বাস! এ কি শুনলাম! থ্যাংকইউ! জানেমন!"  
Parent