কিছু মনের সত্যি কথা - অধ্যায় ৩৮০

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-5022967.html#pid5022967

🕰️ Posted on November 12, 2022 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 238 words / 1 min read

Parent
এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো  লিস্ট আরো লম্বা। কয়েকটাই দেওয়া হয়েছে মাত্র।   ১. মার খাবার পরে কাঁদলে ২. মার খাবার পরে না-কাঁদলে ৩. না-মারা সত্ত্বেও কান্নাকাটি করলে ৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে ৫. না-খেললে ৬. বড়দের আড্ডায় ঢুকলে ৭. বড়দের কথার উত্তর না-দিলে ৮. বড়দের কথায় প্রম্প্ট উত্তর দিলে ৯. অনেকদিন মার না-খেয়ে থাকলে ১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে ১১. বাড়িতে অতিথি এলে বা কারো বাড়ি গিয়ে প্রণাম না-করলে ১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় হাতসাফাই করতে গিয়ে ধরা পড়লে ১৩. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে ১৪. খেতে না-চাইলে ১৫. সন্ধে্ নামার আগে বাড়ি না-ফিরলে ১৬. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে ১৭. জেদ দেখালে ১৮. অতি উৎসাহী হলে ১৯. কারো সাথে মারামারি করে হেরে এলে ২০. কাউকে বেশ করে পিটিয়ে এলে ২১. স্লো মোশনে খেলে ২২. ফাস্ট ফরোয়ার্ড কলেজে যাওয়ার সময় খেলে ২৩. সকালে ঘুম থেকে উঠতে না-চাইলে ২৪. রাতে ঘুমোতে না-চাইলে ২৫. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে রইলে। ২৬. শীতকালে স্নান করতে না চাইলে ২৭. গ্রীষ্মে বেশীক্ষণ স্নান করলে ২৮. অন্যের গাছ থেকে আম, পেয়ারা পেড়ে খেলে ২৯. কলেজে টীচারদের কাছে মার খেয়েছি খবর পেলে ৩০. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান করলে বা বিড়বিড় করে পড়লে   আমাদের না ছিল মান, না অভিমান, না ডিপ্রেশন। মার খেতাম আবার চোখে জল নিয়ে হেসেও ফেলতাম...   এখন আর মার খাই না ভাল আছি? জানিনা!!  
Parent