কিছু মনের সত্যি কথা - অধ্যায় ৩৮২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-5024702.html#pid5024702

🕰️ Posted on November 13, 2022 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 196 words / 1 min read

Parent
দাম্পত্যপ্রেম বড় মধুর  বিবাহের অনেক দিন পর দুই বন্ধুতে দেখা হয়েছে। প্রাণের বন্ধু দুজন একে অপরকে জড়িয়ে ধরে কত কথা.....ফুরোতেই চায়না। যাই হোক অনেক কথার পর এবার একে অপরকে তার বৈবাহিক জীবন সম্পর্কে জানতে চাইল। প্রথম জন  : তো ভাই বল ! তোমার দাম্পত্য জীবন কেমন চলছে? দ্বিতীয় জন :- "আর বোলনা ভাই , ওপরওয়ালার কৃপায় খুবই ভাল চলছে । আমাদের নিজেদের মধ্যে বিশাল understanding।  সকালের চা টা আমিই করতে ভালবাসি । তারপর দুজনে মিলেমিশে জলখাবার তৈরী করি। ।  তারপর গল্প করতে করতে বাসন ও ধুয়ে ফেলি। কি যে ভালবাসা আমাদের মধ্যে যে কি বলব।। এই ভালবাসার জোরে কখন যে কাপড় কেচে ফেলি , বুঝতেই পারিনা। । কখনো কখনো আমার স্ত্রী তার পছন্দের ডিশ আমাকে বানাতে বলে আবার কখনো কখনো আমিই নিজের ইচ্ছেতে ওর পছন্দের খাবার বানাই।  আমার স্ত্রী আবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব ভালবাসে । তাই ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমি নিজে পালন করি। এসব আর কিছুই নয় , গভীর প্রেমের প্রকাশ।  এবার তুমি বল ভাই , তোমার বৈবাহিক জীবন কেমন চলছে ......? দ্বিতীয় জন একগাল হেসেবলছে : ভাই , বেইজ্জতি তো আমারও এমন হয় , যেমনটা তোমার । কিন্তু একটাই সমস্যা যে আমি তোমার মত এত সুন্দরভাবে Presentation দিতে জানিনা।   Collected !
Parent