কিছু মনের সত্যি কথা - অধ্যায় ৩৮৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-5031340.html#pid5031340

🕰️ Posted on November 19, 2022 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 110 words / 1 min read

Parent
একবার বাদশাহ আকবর পরিপূর্ণ রাজসভায় বীরবল কে একসঙ্গে তিনটি প্রশ্ন করেন - ১. দুধ কেন উথলে পড়ে? ২. বেসিনে জল কেন বইতে থাকে? ৩. তরকারি কেন পুড়ে যায়?   প্রশ্নের সঙ্গে বাদশাহ শর্ত রাখলেন, এই তিনটি প্রশ্নের জবাব যেন একটাই হয়।   রাজদরবারে নিস্তব্ধতা নেমে আসে এবং সমস্ত মাননীয় সভাসদ ও মন্ত্রীগণ বীরবলের দিকে দৃষ্টিপাত করেন।    কিছুক্ষণ নিরবতার পর বীরবল বাদশাহ কে বলেন,   -যদি অভয় দেন তাহলে বলি।   আকবার বাদশাহ গুরুগম্ভীর কণ্ঠে বীরবলকে অভয় দান করেন এবং তারপরেই বীরবল উত্তর দেন…..           -ফেসবুক জাঁহাপনা।   অপার বিস্ময় ও আনন্দে বাদশার চোখে জল এসে যায়। তিনি রাজসিংহাসন  থেকে নেমে বীরবলকে জড়িয়ে ধরেন এবং নিজের গলার মুক্তোর মালা বীরবলের গলায় পরিয়ে দিয়ে বলেন,   -ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও।
Parent