কিছু মনের সত্যি কথা - অধ্যায় ৪১৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-5100398.html#pid5100398

🕰️ Posted on January 14, 2023 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 117 words / 1 min read

Parent
অপেক্ষা বছরের প্রথমদিনেই একটা মজার কথা শুনলাম তুমি নাকি আমাকে ভালোবাসো, সৌর? দীপ্তিকে নাকি বলেছ, "তুলি এমন কেন? কবে থেকে ভালবাসি ওকে, স্টেটাস - টাকা, কি নেই আমার? আর আমার নতুন বুক করা ফ্ল্যাট? যেখানে আমরা সংসার পাততে পারি..?" দীপ্তি আমাকে বকাবকি করল, জানো? আমি নাকি "হাতের লক্ষ্মী পায়ে ঠেলছি।" তা হতে পারে! আসলে কি জানো? টাকা স্টেটাস নতুন বাড়ি কিচ্ছু না… আমি শুধু 'অপেক্ষা' চাই… অনেকদিন পরে শহরে ফিরে হাওড়া ব্রিজ দেখার অপেক্ষা… গ্রীষ্মের দুপুরে মাটির কুঁজোর জল খাবার অপেক্ষা… সন্ধ্যে নামলে তুলসীতলায় পিদ্দিম দেবার পরে শাঁখ বাজানোর মতো অপেক্ষা… আসন পেতে জলের গেলাস দেবার পরে ভাতের থালা পাবার মতো অপেক্ষা… তেমনি পাগল-পারা, নিদ্রাহীন আকুল অপেক্ষা… পারবে দিতে, সৌর? তাহলে ফোন করো কাল… আমি অপেক্ষায় থাকব…
Parent