কিছু মনের সত্যি কথা - অধ্যায় ৪৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-2780314.html#pid2780314

🕰️ Posted on December 29, 2020 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 190 words / 1 min read

Parent
#কথোপকথন -"ভালো আছো?" -"ওহ্, আনব্লক করেছ!" -"ভালো আছো? বললে না তো..." -"আছি, আমার মতো..." -"আনব্লক করলাম একটা কারণে..." -"ঢেলে দাও কানে" -"সার্কাজম! এনি ওয়ে, আজ কি বার?" -"কেন? রবিবার!" -"বছর আর দশকেরও শেষ হলো এবার।" -"ও..." -"শুধু ও! ভালো!" -"আর কি বলব? জ্ঞান বাড়ল?" -"না, শুধু আমার ই দুঃখ বাড়ল।" -"হ্যাঁ, আমি তো শুধু তোমাকে দুঃখই দিয়েছি.." -"ঝগড়া করো না মিছিমিছি। " -"মেসেজ কেন করলে বলবে? প্লিজ!" -"দশবছর আগের এইদিনটাকে করছিলাম মিস।" -"দঅঅশ বছর আগে? কি হয়েছিল?" -"এইদিনটার কদিন পরে নতুন বছর এসেছিল!" -"বাহ! সুন্দর লজিক। সাতাশে ডিসেম্বরের পর এসেছে নতুন বছর।" -"সেই নতুন বছরে আমরা বেঁধেছিলাম ঘর।" -"হুম, তখন তো জানতে না আমি এত বর্বর।" -"সাথে মাথায় এক বস্তা গোবর!" -"গোবর? ছ্যাঃ! কেন?" -"আহা জানে না যেন!" -"না জানি না। তুমিই বোঝাও।" -"কী মশা এখানে! রোজ রোজ জানলা বন্ধ করতে ভুলে যাও!" -"এখানে একটাও নেই মশা" -"বেহায়া! লজ্জাও করে না!" -"ঝগড়া করে গেছ কেন ড্রয়িং এ শুতে?" -"তোমাকে আজ ধরবে ভূতে!" -"কিস্যু হবে না। পেত্নী আছে ওয়ালপেপারে।" -"আমি পেত্নী? আজ হচ্ছে তোর, দাঁড়া রে।" -"শোন শোন, আসার সময় একটা জলের বোতল আনিস।" -"আজও জলের বোতল নিস নি? তুই আজ হবিইইই ফিনিশ..." -"জলদি আয় প্লিজ..." -"আসছি, ততক্ষণ কর আমাকে মিস..
Parent