কিছু মনের সত্যি কথা - অধ্যায় ৪৬৯

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-5177099.html#pid5177099

🕰️ Posted on March 21, 2023 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 202 words / 1 min read

Parent
শুনতে বাজে লাগলেও সত্যিই লিভ টুগেদার একটা ওপেন সিক্রেট এখন!   এক বাসায় থাকছে, সংসার করছে কিন্তু বিয়ে করছে না!  এমন অনেক ঘটনা দেখেছি।  মানুষ হিসাবে একটা সাধারণ প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। এদের যদি সংসার, শারীরিক সম্পর্কে আপত্তিই না থাকে তাহলে বিয়েটাতেই এতো আপত্তি কেন? !   আধুনিক হবার পরেও এই ব্যপার টা আমার ঘেন্না লাগে। একেবারেই মানতে পারি না। একটা ছেলে আমাকে বিয়ে করলো না, কিন্তু আমি তাকে বিবাহিত জীবনের সমস্ত আনন্দ দিলাম।  এটাকে আমার আধুনিতকা মনে হয় না।  বরং এটাকে আমি মানুষের ব্যক্তিসত্বার চরম অপমান বলেই মনে করি।   যে মানুষ টা অফিসিয়ালি আমার দায়িত্ব নিতে ভয় পায়, সামাজিক ভাবে আমাকে স্বীকৃতি দিতে চায় না, তার হাতে নিজেকে কেন তুলে দেব!     অনেকেই দেখি বলে, ও আমাকে অনেক ভালোবাসে। কিন্তু বিয়ে করতে পারবে না।  কিসের ভালোবাসা রে ভাই? ফাইজলামিরও একটা লেভেল থাকে!   বিবাহিত জীবন সুখের হোক বা না হোক, যে আপনাকে ভালোবাসে, সে যে কোন মুল্যে আপনাকে বিয়ে করতে চাইবে। যেখানেই দেখবেন বিয়ে নিয়ে অনাগ্রহ,  একদম শিওর হয়ে যান সে বসন্তের কোকিল। বসন্ত ফুরালেই পালিয়ে যাবে।    বি দ্র: আমি এখানে পুরুষ কে ছোট করিনাই। নারীকেও না। একজন মানুষ হিসেবে নিজের মতামত দিয়েছি। প্রতিটি মানুষেরই সম্মান নিয়ে বাঁচার অধিকার আছে। মানুষ লুকিয়ে অপমানিত হয়ে কেন বাঁচবে!  যেখানে তার মাথা উঁচু করে বাঁচার সুযোগ আছে   Dada_of_India
Parent