কিছু মনের সত্যি কথা - অধ্যায় ৪৮০

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-5193961.html#pid5193961

🕰️ Posted on April 5, 2023 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 80 words / 0 min read

Parent
জীবন শুধুই যোগ বিয়োগের খেলা মিথ্যে মিথ্যে ভালো থাকার ছল মুখোশ ঘেরা আলগা হাসির রেশ দিনান্তে সেই দু চোখ ভরা জল । এই জীবনের খেলনাবাটির ঘরে ভাঙছি আমি একটু করে রোজ এই যে এত ভিড়ের মাঝে একা কেউ রাখে না ভেতর ঘরের খোঁজ। জীবন এমন নিছক খেলাঘর? জিতে যাওয়ার নিখুঁত অভিনয়? এই যে দেখো স্বজন ঘেরা জীবন ভেঙে যাওয়ার মুহূর্তদের নয়? তবুও জীবন আবেগের ঘনঘটা 'লড়াই' যে জীবনের এক নাম। নিজেকে গোপনে বিরহ নামে ডাকি বিরহদের মেটায় না কেউ দাম।
Parent