কিছু মনের সত্যি কথা - অধ্যায় ৪৯০

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-5481620.html#pid5481620

🕰️ Posted on January 13, 2024 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 514 words / 2 min read

Parent
*বুড়ো হয়ে গেলাম*!!!   "১ টাকায় ৫ টা চকোলেট" পাওয়া থেকে "৫ টাকায় ১ টা চকলেট" পাওয়ার মাঝের সময়টুকুতে আমরা বুড়ো হয়ে গেলাম!     বন্ধুদের "নিচে আয়" থেকে "অনলাইনে আয়" বলার মাঝের সময়টুকুতে আমরা বুড়ো হয়ে গেলাম!     "মা আর পাঁচ মিনিট ঘুমাতে দাও" বলা থেকে নিজের হাতে "অ্যালার্ম বন্ধ" করার মাঝের সময়টুকুতে আমরা বুড়ো হয়ে গেলাম   "চল আগে দেখা করি তারপর প্ল্যান করি" বলা থেকে "আগে প্ল্যান করি তারপর দেখা করি" বলার মাঝের সময়টুকুতে আমরা বুড়ো হয়ে গেলাম!     "আমি বড় হতে চাই" বলতে বলতে "আমি শৈশবে ফিরে যেতে চাওয়ার" সময়টুকুতে আমরা বুড়ো হয়ে গেলাম!     লুকিয়ে সিগেরেট খাওয়া আর   ডাক্তারের উপদেশে সিগরেট ছাড়ার মাঝে আমরা বুড়ো হয়ে গেলাম।     চুলে টেরী করে কলেজ কলেজে যাওয়া আর চুলে রং করা আর তা ছেড়ে দেওয়ার মাঝের সময়ে আমরা বুড়ো হয়ে গেলাম।     রাস্তার মোরে দাঁড়িয়ে সবার সাথে তেলে ভাজা খাওয়ার থেকে নিয়মিতভাবে antacids খাওয়ার মাঝে কখন যে বুড়ো হয়ে গেলাম।     কলেজ থেকে ফিরে ফুটবল খেলতে‌ যাওয়া থেকে , বিকেলে চুপ করে বসে থাকার মাঝে কখন যে এত একলা হয়ে গেলাম......   *আমরা অনেক বড় হয়ে গেছি*---- *বড় হচ্ছি---* বোঝার আগেই অনেক বুড়ো হয়ে গেলাম!!!   কি করে কেটে গেল ২১ থেকে ৬০ এ অবসর নেবার এই দৌড়?  অবসর নিয়েও এগিয়ে চলেছি সত্তর....আশির দিকে।  কখন যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না।   চলার পথে কত প্রিয়জনকে  হারালাম। প্রানাধিক প্রিয় কত বন্ধু আমায় ছেড়ে চলে গেল।   কি পেলাম,কি হারালাম,  কেন হারালাম,  কি ভাবে পেলাম, কি ভাবে হারালাম কিছুই বুঝতে পারলাম না।   ছেলে বেলা কত যুগ আগে ছেড়ে পালালো,যৌবন কেটে গেল.... ধিরে ধিরে কখন যে বার্ধক্যের আলিঙ্গন গ্রাস করলো,তাও ঠিক বুঝতে পারলাম না।   এই তো সেদিন পুত্র ছিলাম, কি ভাবে,কবে যে শ্বশুর  হলাম, আবার কবে যে বাবা থেকে দাদু হয়ে গেলাম,  তাও বুঝতে পারলাম না।   কেউ বলে ভীমরতি ধরেছে, কেউ বলে মাথাটা গেছে, কোনটা যে ঠিক,ঠিক কি যে হয়েছে বুঝতেই পারলাম না।   প্রথম  বাবা মার কথায় চলা, তারপর বউ এর কথায়, ফের বাচ্চাদের কথামতো, নিজের মতো, নিজের খুশিতে,নিজের খেয়ালে কখন যে চলেছি বুঝতেই পারলাম না।   বউ বলে এখনও তো বোঝার চেষ্টা করো, কিন্তু কি যে বুঝব আর কি যে  বুঝব না, বা কখন যে না বোঝাই ভালো তা ঠিকমত আজও বুঝতে পারলাম না।    মন বলে যৌবন আমার হয়নি কো শেষ, বয়স বলে ছেলেমানুষি করো না, এইসব ভাবতে গিয়ে কখন যে শরীরে নানা ব্যথার উৎপাত হয়েছে, বুঝতেই পারলাম না।   কখন যে মাথায় পড়লো টাক, চোখে লাগলো চশমা, সঙ্গে ঝোলা গাল মুখের চেহারাটাই দিলো বদলে  বুঝতেই পসরলাম না।   চলন্তময় সময়ের সঙ্গে সঙ্গে বদলেছি আমি, বদলেছে বহু বন্ধু আমার, অনেক কেই তো হারিয়েছি, কোন কোন বন্ধু আজও আছে বেঁচে, তার হিসাবও বুঝতে পারলাম না।   কাল অবধি তো জমিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ফুর্তি করেছি, আড্ডা মেরেছি বন্ধুদের সঙ্গে, কবে যে সমাজে....পাড়ায়... সিনিয়র সিটিজেন তকমা পেয়েছি, তাও বুঝতে পারলাম না।   সেই জন্য বলি  প্রিয় , জীবন কে চুটিয়ে  উপভোগ করো যাতে আমার মতো বলতে না হয় "আমি বুঝতেই পারলাম না"।। তবে একটা কথা সত‍্যি যে....এখনও যখন কলেজ কলেজের কয়েকজন বন্ধু একসাথে কোথাও মিলিত  হই....আপনি, তুমি ছেড়ে যেই "তুই" এর সম্ভাষনে নেমে আসি, তখন আর নিজেকে বুড়ো  মনে হয়না... এই সত্তরোর্ধ বয়েস তখন নেমে আসে যৌবনের দিনগুলোয়। তাই নিয়মকরে কলেজ, কলেজের বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করা, ফোনে যোগাযোগ রাখা অবশ‍্য কর্তব্য। নিজে ভালো থাকব অন‍্যদেরও ভালো রাখব।   সংগৃহীত - অনিন্দ্য মুখোপাধ্যায় ।।।।
Parent